দেখে নিন ২০১৫ সালের শীর্ষ প্রযুক্তি গুলো।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

২০১৫ সালে বাজারে এসেছে দারুণ সব যন্ত্র। শুধু স্মার্টফোনই নয়, বাজারে এসেছে নানা ধরনের এবং নানা কাজের সব প্রযুক্তিপণ্য। টাইম সাময়িকী ২০১৫ সালের সেরা ১০ গ্যাজেটের একটি তালিকা প্রকাশ করেছে।
১. মাইক্রোসফট হলোল্যান্স

ভার্চ্যুয়াল রিয়ালিটি-সুবিধা ২০১৫ সারের আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল অন্যতম। আর মাইক্রোসফটের তৈরি ভিন্ন সুবিধার মিশ্র বাস্তবতার অসাধারণ অনুভূতি দিয়েছে মাইক্রোসফটের হলোল্যান্স। এ যন্ত্র চোখে দিলেই বাস্তব দুনিয়া থেকে চলে যাওয়া যায় দূরে, যেখানে হলোগ্রাফিক সব ছবি চারপাশে ঘুরে বেড়াবে। শল্যবিদ, প্রকৌশলী থেকে শুরু করে মহাকাশচারী—সবার জন্যই দারুণ উপযোগী এ যন্ত্র। আর তাই টাইম-এর তালিকায় শীর্ষে আছে মাইক্রোসফট হলোল্যান্স।
২. ভারসাম্য রক্ষাকারী স্কুটার

সেলফ ব্যালেন্সিং স্কুটার বা ভারসাম্য রক্ষাকারী স্কুটারস সেরা যন্ত্রের তালিকায় আছে দ্বিতীয় স্থানে। জাস্টিন বিবার ও উইজ খালিফার মতো তারকারা যখন আগ্রহী হয়ে উঠেছেন এ স্কুটারসের প্রতি, তখন বোঝাই যায় ছুটির মৌসুমে দারুণ চাহিদা এ গ্যাজেটের। তবে কপিরাইট ইস্যুতে সরাসরি বিক্রির ব্যাপারে কিছুটা পিছিয়ে আছে গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান।
৩. গুগলের স্বচালিত গাড়ি

গুগল সেলফ-ড্রাইভিং কার বা স্বচালিত গাড়ি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা ছিল চলতি বছরে। ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউর গুগলের প্রধান কার্যালয়ের যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন বিভাগের সেক্রেটারি অ্যান্থনি ফক্স এবং গুগলের চেয়ারম্যান এরিক স্মিড গুগলের তৈরি স্বনিয়ন্ত্রিত এ গাড়ি চালিয়ে এর যাত্রা শুরু করেন। চালক ছাড়া গাড়ি নিজেই চলবে—এমন প্রযুক্তি-সুবিধার গাড়িটি ইতিমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। যদিও এখনো বাণিজ্যিকভাবে বিক্রি সেভাবে শুরু হয়নি। তবে এ বছরের অন্যতম একটি আলোচিত গ্যাজেট স্বচালিত এ গাড়ি।
৪. নিউ হরাইজনস প্রোব

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তৈরি নিউ হরাইজনস প্রোবের মূল যাত্রা শুরু হয় ২০০৬ সালে। তবে এটি আলোচনায় আসে চলতি বছরের ১৪ জুলাই মাসে, যখন এ প্লুটোর প্রায় ৭ হাজার ৭৫০ মাইলের মধ্যে চলে আসে এবং দারুণ সব ছবি তোলে। এত কাছে এসে প্লুটোর অসাধারণ সব হাই রেজল্যুশনের ছবি তুলে তাক লাগিয়ে দিয়েছে গ্যাজেটটি। তাই টাইম-এর সেরা গ্যাজেটের তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে এ মহাকাশযান।
৫,ওয়ানপ্লাস টু

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নিজেদের প্রথম স্মার্টফোন ওয়ানপ্লাস বাজারে এনেই মাতিয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায় বাজারে আসে ওয়ানপ্লাস টু, যার বাজার মূল্য ৩২৯ ডলার। অ্যান্ড্রয়েড-চালিত এ স্মার্টফোন সারা বিশ্বেই জনপ্রিয়তার দিক দিয়ে দ্রুত এগিয়েছে। বাজারে অ্যান্ড্রয়েড-চালিত নির্দিষ্ট কোনো স্মার্টফোন এত দ্রুত সাড়া পাওয়ার বিষয়টি এগিয়ে রেখেছে ওয়ানপ্লাসকে। আর নতুন যন্ত্র ওয়ানপ্লাস টু মাতিয়ে বেড়াচ্ছে গ্রাহকদের।
টাইম–এর এই তালিকায় আছে দ্য ডিজেআই ইন্সপায়ার, জার্মিন ভারিয়া, লিটলবিটস গিজমস অ্যান্ড গ্যাজেটস কিট, স্যামসাং ১৬ টেরাবাইট এসএসডি ও লাইট এল১৬।
ফেইসবুকে আমি

Level 0

আমি বিল্লাল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানানোর জন্য ধন্যবাদ। আপনি লেখক হিসাবে যোগ দিতে পারেন এখানে http://www.shikkhadut.com/