চাটগাঁবাসীর আড্ডায় দলে দলে যোগ দিন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমরা চাটগাঁবসীর পক্ষ থেকে আগামী ২৬ নভেম্বর২০১০খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ৩.০০ টায় ঈদ পূণর্মিলনী এর আয়োজন করা হয়েছে। এতে অনেক জ্ঞানী ব্যক্তির উপস্থিতি থাকবে। অনুষ্ঠানে থাকবে পরিচয় পর্ব, অভিজ্ঞতা বিনিময়, কর্মপরিকল্পনা, সহযোগিতা ইত্যাদি। ধর্ম, বর্ণ সকলস্থানের সকলেই এ অনুষ্ঠানে আমন্ত্রিত। অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে অনেক বিশিষ্ট জনের সাথে আপনিও পরিচয় হতে পারেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

স্থানঃ সি আর বি (সেন্ট্রাল রেলওয়ে বাংলাদেশ ) সাত রাস্তার মোড়।

বিস্তারিত যোগাযোগ করার জন্য নিন্মের যেকোন কাউকে চেষ্টা করতে পারেন:

এমদাদঃ 01813-641447,

দুখী মিয়াঃ (ফয়সাল) 018 27 17 44 00

কামরুলঃ 01814-334628।

মহসিনঃ 01712-551786,01670330621

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই টেকটিউন হলনাত।

    Level 0

    ভাইজান বিভাগ টা একটু খেয়াল করে দেখুন।

    জ্বি ভাই বিভাগ আগেই দেখছি। কিন্তু ব্যাপার হচ্ছে এই বিভাগও টেকনোলজী রিলেটেড খবরের জন্য।

অঁয়ারা চাটগাইয়া ন-জোয়ান, অঁয়ারা চাটগাইয়া ন-জোয়ান দইজ্যার কুলুত বসত করি সিনা দিয় ঠেকায়া ঝড় তুয়ান।

ভাই আমি আছি চাটগাইয়া। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    ভাইজান চলে আসুন আমাদের এই আড্ডায়। আর খুলে বলুন আপনার সব মজার কথা এবং অভিজ্ঞতা আমাদের সাথে।

Level 0

bro…..tumi to amar amar face book friends…

    Level 0

    জি ভাইজান ঠিক বলেছেন। আপনিও আমন্ত্রিত আমদের এই চাটগাঁবাসীর আড্ডাতে। চলে আসুন সবাই মিলে যদি সম্ভব হয়।

পরিচয় পর্ব, অভিজ্ঞতা বিনিময়, কর্মপরিকল্পনা, সহযোগিতা কে বা কোন প্রতিষ্ঠান আয়োজন করছে? টেকনোলজি রিলেটেড মানুষদের আড্ডা নাকি, এমনিতে মিলনমেলা?

    Level 0

    ভাইজান এটি কোন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজন করা হয় নি। আর মিলনমেলা-টি টেকনোলজি এবং অভিজ্ঞতা বিনিময় এর উপর নির্ভরশীল।

    ভাইজান আপনার উপস্থিতি কি আমরা কামনা করতে পারি ?

ভাই আদনান সবসময় টিউনে দোষ খুঁজেন কেন?আগে নিজে কিছু করে দেখান PLEASE!!!

এরকম একটা উদ্যোগকে তো সবার স্বাগত জানানো দরকার। আমি আসব। তাও আবার একদিন বাকি।

Level 0

[img|http://gullee.com/smilies/41.gif]