বাংলাদেশ থেকে অনলাইনে আয় করার উপায়, পর্ব – দুই

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আপনি কি অনলাইনে আয় রোজগারের উপায় খুঁজছেন ? যদি উত্তর হ্যা বোধক হয় তবে এই টিউন  টি  আপনার কাজে লাগবে।

আমার আগের টিউন টি  https://www.techtunes.io/freelancing/tune-id/411215

পর্ব - দুইঃ 

ফ্রি-লেন্সিং করে আয়ঃ 
আজকের দিনে ফ্রি-লেন্সিং করা আয় রোজগারের একটা চমৎকার সুযোগ। ঘরে বসেই বিভিন্ন ধরনের কাজ করে প্রচুর আয় করা সম্ভব। কাজের ক্ষেত্রের নাঝে আছে ডাটা এন্ট্রি, সিইও, ওয়েব ডেভপ্লার, গ্রাফিক্স ডিজাইন সহ হাজার ধরনের হাজার কাজ, আপনি আপনার যোগ্যতা অনুযায়ি এসব কাজ করে আয় রোজগার করতে পারেন। আপনি চাইলে ফ্রিলেন্সিংভিত্তিক একটা ক্যারিয়ারই গড়ে তুলতে পা্রেন।
সোসিয়াল সাইটের মাধ্যমে আয়
আপনার সোসিয়াল ভ্যালুর উপরে নির্ভর করে আপনি বেশ টাকা আয় করতে পারেন। আজকাল অনেক বিজ্ঞাপনদাতা তাদের ক্যাম্পেইন বা বিজ্ঞাপন উদ্যোগগুলো সোসিয়াল সাইটের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছেন। আপনি চাইলে আপনার ফেজবুক প্রোফাইল বা পেজ কিংবা টুইটারকে কাজে লাগাতে পারেন। তবে একটা কথা সর্বদা মনে রাখবেন “NO SPAMMING”

ভিজিটর পরিচালনার মাধ্যমে আয়
আপনার ওয়েবসাইট বা ব্লগে যদি অনেক পরিমান ভিজিটর আসে তবে এই ভিজিটরদের কাজে লাগিয়েও আয় করতে পারেন। কিংবা আপনার সোসিয়াল সাইটের ফ্যান বা ফলোয়ার দের কাজে লাগিয়ে আয় করতে পারেন। আপনার দেওয়া লিংক হয়ে ভিজিটরেরা তাদের কাংখিত ঠিকান যেতে পারবে মাঝে আপনি কিছু মুনাফা আয় করতে পারবেন।

ফাইল আপলোড করে আয়
ইন্টারনেটে এমন অনেক ওয়েব সাইট আছে যারা ফ্রিতে ফাইল ডাউনলোডের সুবিধা দিয়ে থাকে, আপনি সেই সকল সাইটে ফাইল আপ্লোড করেও টাকা আয় করতে পারবেন। এক্ষেত্রে আপনার ফাইলগুলো ডাউনলোডের উপরে নির্ভর করবে আপনার আয়।

পিটিসি বা পেড-টু-ক্লিক থেকে আয়
পিটিসি বা পেড-টু-ক্লিক এর সাহায্যে আপনি ওয়েবসাইট ব্রাউজ করার জন্যে টাকা পাবেন। এতে আরো উপায় আছে যাতে ওয়েবসাইট সার্ফ করে, ওয়েবসাইট দেখে আর ওয়েবসাইট সার্চ করে টাকা উপার্জন। আমার মতে এই ধরনের আয় করার চেয়ে ঘুমান বা আপনার পরিবারের সাথে টাইম কাটান বেটার।এই সাইটগলো আয়ের তুলনায় অনেক বেশী সময় অপচয় করে।

শেষ ;

 

আমি নিজে ভিজিটর পরিচালনার মাধ্যমে আয় করতেছি।

আমার ওয়েব সাইট দেখুন 

Level 0

আমি শান্ত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস