ওয়ার্ডপ্রেস.com এর অগণিত ববহারকারীদের জন্য চালু হলো নতুন একটি সুবিধা, "Top Author" স্ট্যাটস । এই ফিচারটি ব্লগের সেরা লেখকদের লিস্ট স্ট্যাটস পানেলে প্রদর্শন করবে । একাধিক লেখক আছেন এমন ওয়ার্ডপ্রেস ব্লগেগুলোতে এই সুবিধা দারুন কাজে লাগবে ।
ছবির মতই এটি দৈন্দিন ভিত্তিতে "Top Author" দেখাবে । দিনের পোষ্ট হিটের সংখ্যানুযায়ী তৈরী হবে এই লিস্ট । যার পোষ্ট যত বেশী সংখ্যক ভিজিটর পাবে, সে লিস্টের তত উপরে থাকবে । লেখকদের মধ্যে জনপ্রিয় পোষ্ট লেখার ভাল আগ্রহ তৈরী করবে ফিচারটি ।
আজ অফিসিয়াল এক পোষ্টের দ্বারা এই নতুন ফিচারটির ব্যাপারে জানায় ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ । যেহেতু ওয়ার্ডপ্রেসের নতুন সংস্করন (৩.১) আসছে তাই আশা করা যায় আরো বেশ কয়েকটি নতুন ফিচার ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা । যারা সেল্ফহোস্টেড ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই, Stats প্লাগইনটি ব্যবহার করে পেয়ে যেতে পারেন এই সুবিধা ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্লগদেশ….
Worldpress এর কি বাংলা বই আছে…..???