ধন্যবাদ সবাইকে,
টেকটিউনস আমার একটি অতি প্রিয় সাইট আমি আজই টিউনার হলাম এখানে, এবং এটাই আমার প্রথম পোষ্ট । জানিনা সবার কেমন লাগবে।
সার্চ ইঞ্জিন গুগল নতুন ফ্রি সেবা চালু করতে যাচ্ছে । ইমেইল খুজে খুজে পড়ার কস্ট করতে হবে না আর আপনাকে । জি মেইল একাউন্ট টি খোলার সাথে সাথে আপনার নতুন মেইলগুলো পড়ে শোনাবে গুগল ভয়েজ প্রগ্রামটি। প্রগ্রামটি আপনার মেইলটিকে ভয়েজ মেইল,ভয়েজ মেসেজ বা এস এম এস আকারে পঠাতে পারে। আবার কেউ ভয়েজ মেইল পাঠালেও সেটাকে চাইলে টেক্সট মেসেজ হিসেবে পড়তে পারবেন।কিন্তু এই সেবা উপভোগ করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আরো কয়েক সপ্তাহ।
আমি Bashir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে টেকটিউনসে স্বাগতম। খবরটা শেয়ার করার জন্য ধন্যবাদ। গুগল আসলেই ওয়েব রাজা! গুগল এই ধরনের সেবা বাংলা ভাষার জন্য যদি করত..