দেশের সবচেয়ে বড় ই- কমার্স প্লাটফর্ম আজকেরডিল AjkerDeal.com ৫ম বর্ষে পদার্পন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দেশের সবচেয়ে বড় ই- কমার্স প্লাটফর্ম আজকেরডিল (AjkerDeal.com) ৫ম বর্ষে পদার্পন করেছে।

৪র্থ বর্ষপূর্তি উদযাপান করতে আজকেরডিল (AjkerDeal.com) রাজধানীর একটি রেস্টুরেন্ট এ গত ২৮ নভেম্বর বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিডিয়ার প্রতিনিধি, আজকেরডিল প্ল্যাটফর্ম/ মার্কেট প্লেস ব্যবহারকারী মার্চেন্ট, ডেলিভারি পার্টনার সহ দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

আজকেরডিল (AjkerDeal.com) এরপক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে এম ফাহিম মাশরুর দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের ক্ষেত্রে আজকেরডিল এর বিভিন্ন অনলাইন সুবিধার বিষয়তুলে ধরেন এবং উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার দেবাশীষ ফণী ও টেকনিক্যাল প্রধান রনি মণ্ডল।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে আজকেরডিল ডট কম (AjkerDeal.com) দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস/ প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে ১,০০০এর বেশি মার্চেন্ট প্রায় ৮০,০০০ পন্য অনলাইন গ্রাহকদের কাছে বিক্রির জন্য নিবন্ধন করেছেন

 

বর্তমানে আজকেরডিল ডট কম এর ভিজিটর সংখ্যা প্রায় ছয় লক্ষের অধিক যাদের অনেকেই আজকেরডিল এর নিয়মিত ক্রেতা এবং এর মাঝে ৬০ ভাগ এর বেশি ক্রেতা ঢাকার বাহিরে দেশের বিভিন্ন অঞ্চলের। এই সাইটে কোন পন্য অর্ডার করা হলে সর্বোচ্চ ২-৩ দিনের মধ্যে দেশের যে কোন প্রান্তে তা পৌঁছে দেয়া হয়।

-

-

-

-

কেন আজকের ডিল ?

ঢাকার বাইরের ক্রেতাদের কথা বিবেচনা করে দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিল ডট কম দিচ্ছে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৪৫ টি জেলায় পণ্য ডেলিভারী সুবিধা। এখন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি গ্রহণ করতে পারবেন আপনার নিকটস্থ এস,এ পরিবহনের শাখা অফিস থেকে। এস,এ পরিবহন শাখা অফিসে মূল্য পরিশোধ করে গ্রহণ করুন আপনার কাঙ্ক্ষিত পণ্য।

ঘরে বসে অর্ডার দিন, পণ্য বুঝে মূল্য দিন

  • Cash on Delivery (Free for Maximum Deals) :ঘরে বসেই পেয়ে যাবেন আপনার ক্রয় করা পণ্যটি আর ক্যাশ পেমেন্ট করতে পারবেন ঘরে বসেই।
  • Lowest Price in Market :আজকের ডিলের মূল উদ্দশ্যই সুলভ মূল্য আর বাজারের মূল থেকেও কম দামে পণ্য আর সার্ভিস আপনাকে পৌঁছে দেওয়া।
  • Online Payment Facility :আপনি আপনার ডেবিড কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড এমন কী বিকাশ থেকে অনলাইনে পেমেন্ট করে ডিল ক্রয় করতে পারবেন।
  • Delivery within shortest period of time :আজকের ডিল টিম, যথা সম্ভব কম আর দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে পণ্য পৌঁছিয়ে দিবে।

24 ঘণ্টা 7 দিন এখন পণ্য কিনুন আজকের ডিল থেকেঃ

সপ্তাহে ৭ দিন এবং ২৪ ঘন্টা পণ্য কিনতে পারবেন আজকের ডিল থেকে। ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট থাকছে সেই সাথেই। ছুটি কিংবা হরতাল এখন আর নো চিন্তা, কেনাকাটার জন্য সব সময় প্রস্তুত আজকের ডিল।

পরিশোধ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই ? আজকের ডিলে পাচ্ছেন সব ধরনের পেমেন্ট সুবিধা।

আজকের ডিল ডট কম ক্রেতাদের মূল্য পরিশোধ করার জন্য করেছে সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি। ক্রেতারা অনলাইনে ক্রেডিট কার্ডের সাহায্যে মূল্য পরিশোধ করতে পারবে। বিকাশ করে মূল্য পরিশোধ করতে পারবে। পণ্য বুঝে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবে। এছাড়াও সরাসরি আজকের ডিল ডট কম অফিস থেকে পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করতে পারবে।

সরাসরি ফোনে অর্ডার করে পণ্য ক্রয় করতে পারেন আজকের ডিল থেকে

আজকের ডিল আপনাদের জন্য নিয়ে এল সরাসরি ফোনে অর্ডার করে পণ্য কেনার সুবিধা। সরাসরি ফোন করে এখন থেকে আপনি আপনার পছন্দের পণ্য  কিনতে পারবেন আজকের ডিল থেকে। আপনার অর্ডার করতে ডায়াল করুন

০৯৬১২ ০০৭ ০০৭  অথবা ০১৮৪৭ ১২৯১০২ নাম্বারে

আজকের ডিল কাস্টমার কেয়ার বিভাগঃ

আজকের ডিল ডট কম
বিডিবিএল ভবন – ১৯ তলা, ১২, কাওরান বাজার, ঢাকা – ১২১৫

এছাড়া যেকোন তথ্য জানার জন্য ফোন করতে পারেন এই নং এ –

০১৮৩৩৩২৮৪৯৪, ০১৮৪৭০২৭৫১৩, ০১৭৫৫৫৮২৫৭০

নতুন নতুন অফার আর তরতাজা ডিসকাউন্ট পান আজকের ডিল ডট কম এর ফেসবুক পেইজে

http://www.facebook.com/MyAjkerDeal

আমরা প্রতিনিয়ত আমাদের ফানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

আমরা প্রতিনিয়ত আমাদের ফ্যানপেজ এ আমাদের অফারসমুহ আপলোড করি যেখানে আপনি সচ্ছন্দে আপনার মতামত জানাতে পারেন আমাদের সম্পর্কে।

ছাড়াও আমাদেরকে ই-মেইল করতে পারেন। [email protected] এ ঠিকানায়।

Level 4

আমি আজকের ডিল ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 686 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন দিনের নতুন