দেশের জনপ্রীয় পন্য বিক্রি মাধ্যম বিক্রয় ডট কম এবং এখানেই ডট কম। এখানে যেমন চলছে বেচা বিক্রির হরদমাদম তেমনি চলছে বড় ধরনের চিটারী এবং বাটপারি। আমি নিজে ভুক্তভুগি। গত কাল আমি একটা মোবাইল ফোন কেনার জন্য এখানেই ডট কম এ ডুকলাম এবং এখানেই ডট কম থেকে সেট কেনার জন্য একটা টিউন সিলেক্ট করলাম। এবং কনপার্মও হলাম যে, সেট ঠিক আছে কিন্তু যখন ওই ছেলে আমাকে সেট পাঠাবে তখন আমি এস এ পরিবহনে যোগাযোগ করি। তাদের সহায়তায় আমি পরে জানতে পারলাম যে, আমাকে যে মোবাইল ফোন পাঠাবে সেটা আমি যে মোবাইল চাইছি সে মোবাইল নয়। পরে আমি আর সেই সেট রিসিভ করিনা। তারপর আজ সকাল বেলায় বিক্রয় ডট কম থেকে একটা মোবাইল সিলেক্ট করলাম সবার দেখার জন্য লিংটাও দিলাম।
http://bikroy.com/en/ad/symphony-p6-original-for-sale-sylhet-63
এই ছেলে আমাকে সব বলে কয়ে কুরিয়ার সার্ভিস বাবদ বিকাশের মাধ্যমে ২৮৫ টাকা নিয়েছে
ছেলেটির মোবাইল নাম্বার হলোঃ 01833297500 এই নাম্বার। ছেলেটি টাকা নেওয়ার পর আর আমার ফোন রিসিভ করছেনা এবং পরে মোবাইল বন্ধ করে রেখেছে।
ছেলেটির ফেসবুক একাউন্ট ও আপনাদের সামনে পেশ করলাম। https://www.facebook.com/profile.php?id=100008468650603
আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন বা অনুরোধ যে, কেউ কোন ভাবেই বিক্রয় ডট কম বা এখানেই ডট কম থেকে পন্য কিনতে সরাসরি যোগাযোগ করে কিনবেন তা ছাড়া এভাবে আমার মত আর কেউ ভুল করবেন না।
আর এই ছেলেটির বাড়ি সিলেট। টেকটিউনসের সিলেটের কোন ইঞ্জিনিয়ার ভাই যদি থাকেন তাহলে পারলে ছেলেটাকে উচিৎ শিক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেকোন ভাবে।
আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি নিজেই বোকামি কাজ করছেন। এদের কখনো বিশ্বাস করতে নেই।