চিটাগাং ভাইকিংসের থীম সং এর লিরিক্স

টিউন বিভাগ খবর
প্রকাশিত

চিটাগাং ভাইকিংস।

এইবারের বিপিএলের অন্যতম শক্তিশালী একটি দল।

তারাও তাদের থীম সং পাবলিশ করেছে।

থীম সংএর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

চলুন থীম সংএর লিরিক্সটি দেখে নেই।

 

উড়াইয়া উড়াইয়া মারো রে
চিটাগাং ভাইকিংস আইয়েরর
ধুম ধারাক্কা মারো রে
চিটাগাং ভাইকিংস আইয়েরর
ইয়ে ইয়ে ও ও ও
ইয়ে ইয়ে ও ও ও
উড়াইয়া উড়াইয়া মারো রে
ধুম ধারাক্কা মারো রে
ঘুরাইয়া ফিরাইয়া ঝাড়ো রে
টর্নেডো জোরে মারো রে
আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ

আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
ও ভাই আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
দোচার কুলত বসত করি আঁরো হাসিনাদি ডেগাই ঝড় তুয়ান
আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
ও ভাই আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
দোচার কুলত বসত করি আঁরো হাসিনাদি ডেগাই ঝড় তুয়ান
ইয়ে ইয়ে ও ও ও
ইয়ে ইয়ে ও ও ও
উড়াইয়া উড়াইয়া মারো রে
ধুম ধারাক্কা মারো রে
ঘুরাইয়া ফিরাইয়া ঝাড়ো রে
টর্নেডো জোরে মারো রে
আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
ও ভাই আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
দোচার কুলত বসত করি আঁরো হাসিনাদি ডেগাই ঝড় তুয়ান
আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
ও ভাই আঁরো চাটগাঁইয়া নওজোয়ান
দোচার কুলত বসত করি আঁরো হাসিনাদি ডেগাই ঝড় তুয়ান
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ
হিপ হিপ হুররে হৈ হৈ
চিটাগাং ভাইকিংস আসছে ঐ
চিটাগাং ভাইকিংস আইয়েরর

 

সবাইকে ধন্যবাদ

Level 2

আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটুও ভালো হয়নি । মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ এর থিম সং এর মতো করতে চেয়েছিল।

    বাকি দলগুলোর থেকে আমার কাছে এইটা ভাল লেগেছে।
    হ্যাঁ কিছুটা ওয়ার্ল্ডকাপের গানের ছোঁয়া আছে।

টিম সং টা খাম্বাস হইছে, নামও যেই রকম সংও সেই রকম

আপনি কোন দল !!!!!!!! 😀