ডিজিটাল বাংলাদেশ! জেনে নিন আপনার এলাকার পোস্টাল কোড সাথে প্রাইজ বন্ডের ড্র।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ডিজিটাল বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে নিজের চোখে দেখুন।

অবিশ্বাস্য! বাংলাদেশ সরকার ওয়েব জগতে এতটা এগিয়ে গেছে কল্পনাও করতে পারি নাই। একটু আগে আমার ছোট ভাই এসে জিজ্ঞেস করল আমাদের গ্রামের বাড়ির পোস্ট কোডটা কত। আমার তো মাথায় হাত। আয় হায়! আমি নিজেও তো জানি না। আমার ফ্রেন্ড সার্কেলের কেউ আমাদের গ্রামের বাড়ির আশেপাশেও যায় নাই কোন দিন। পোস্ট কোড জানা দূরে থাক। কিন্তু ছোট ভাই এর কাছে তো হারা যায় না। খুব পার্ট নিয়ে ওকে বললাম, " একটু পরে আয়, আমি এখন ব্যস্ত।" কি আর করা। গুগল মামাকে ডাক দিলাম। কি বলব ভাইয়েরা আমার আমাকে চমকে দিয়ে সার্চ রেজাল্টের সবার আগে হাজিরে বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট। পাত্তা দিতে ইচ্ছা হল না। ( ঢুকতেই লাগবে আধা ঘন্টা অন্য কিছু তো বাদই দিলাম) কিন্তু কি মনে করে ক্লিক করলাম। আর দেখি আমাকে অবাক করে দিয়ে নিচের পেজটা হাজির।

এরপরও বিশ্বাস করতে পারলাম না(আরে আমাদের গ্রাম থাকা তো দূরে থাক, ঢাকা জিপিও এর পোস্ট কোড দেখাতে পারলেও আমি সরকারের নামে আর কোন দিন বদনাম করব না) এবারও আমাকে অবাক করে দিয়ে মূহুর্তে হাজির সে কাংকিত পোস্ট কোড।

বেশী কিছু বলব না, আপনারাই দেখে আসুন। এমন এক চমক নিজের চোখে দেখবেন না তা কি হয়। পোস্ট খুজে বের করতে চলে যান বাংলাদেশ পোস্ট এ।

এরপর ছোট ভাইকে বিরাট একটা ধমক দিয়ে আমার জ্ঞান জাহির করলাম(!!!!)। কৃতজ্ঞতা বশত সাইটটি কিছুক্ষণ ঘুরে ফিরে দেখতে গিয়ে আরেকটা চমক দেখতে পেলাম। সেটা প্রাইজ বন্ডের ড্র । তাও আবার সার্চ বক্স সহ। হাতের কাছে কোন প্রাইজ বন্ড না

থাকায় এটা চেক করতে পারলাম না। আপনারই বলবেন। চেক করতে চলে যান এই ওয়েবসাইটে

পুনশ্চঃ অনেকদিন পর আজ টেটি তে ঢুকতে ২ ঘন্টা বসে থাকতে হল।

পুন পুনশ্চঃ আমি এখনো ভোটার হতেপারি নাই। তাই আমাকে কোন নির্দিস্ট দল বা গোত্রের ভাবলে সেটা আপনার ভুল ব্যাতীত কিছুই না।

পুন পুন পুনশ্চঃ

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব কাজের একটি পোস্ট দিয়েছেন +++++++

Level New

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

মাখন ভাইয়া আমাদেরকে এত ছোট ভাবতাছেন কেন? আপনি ডিজিটাল বাংলাদেশ নিয়ে টিউন করেছেন তাই বলে কি আমরা আপনাকে আওয়ামীলীগ ভাবব?
তবে সত্যি কথা কি, আমারো এখনো ভোট হয় নাই।
ধন্যবাদ সুন্দর তথ্যটি দেওয়ার জন্য।

    আমি আপনাকে আবার ছোট ভাবলাম কখন। আর আ.লী’র কথা আসছে কেন। সরকারী সাইট নিশ্চয়ই সরকারই করেছে। যেই করুক আমি আমার সার্ভিস টা পেলেই হল।

ভাল পোষ্ট দিসেন ভাই । ধন্যবাদ

ভাই টেটিতে আপনাকে প্রথম ধন্যবাদ

সুন্দর

Level 0

ভাল, নিচের দ্বিমুখি ছবিটা আরো সুন্দর