এক নজরে দেখে নিন মোবাইল কম্পানি গুলো এবার ঈদে কি কি অফার দিলো।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

পবিত্র ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে জিপি, রবি, টেলটক, বাংলালিংক, এয়ারটেল সিমের ঈদ অফার এবং বোনাস হিসেবে থাকছে ওয়াইম্যাক্স অপারেটর বাংলালায়নের ঈদ অফার নিয়ে বিস্তারিত টিউন। আজ সব খুঁজে একসাথে করে আপনাদের সামনে উপস্থাপন করছি

“গ্রামীন ফোন (জিপি) ঈদ অফার”

৯৯ টাকায় ১জিবি ইন্টারনেট

অফার পেতে ডায়াল করতে হবেঃ *5000*89#

অফারের মেয়াদঃ ৭ দিন

অফারের ডাটার মেয়াদ চেক করতে হবেঃ *566*13#

১২০ টাকা রিচার্জ করে নাম্বার ডায়াল করলে ভালো হবে।

১ জিবি এবং ২ জিবি ডাটা কিনলে ২০০% বোনাস

১ জিবি অফার পেতে ডায়াল করতে হবেঃ *500*92#
তাহলে বোনাস পাবেন আরো ২ জিবি ডাটা। মোটঃ ৩ জিবি

এজন্য ৩৩০ টাকা রিচার্জ করে নাম্বার ডায়াল করলে ভালো হবে।

রেগুলার ইন্টারনেটের মেয়াদঃ ২৮ দিন

বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ৭ দিন

২ জিবি অফার পেতে ডায়াল করতে হবেঃ *500*96#
তাহলে বোনাস পাবেন আরো ৪ জিবি ডাটা। মোটঃ ৬ জিবি

রেগুলার ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *567#

বোনাস ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *566*33#

এজন্য ৫০৫ টাকা রিচার্জ করে নাম্বার ডায়াল করলে ভালো হবে।

রেগুলার ইন্টারনেটের মেয়াদঃ ২৮ দিন

বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ৭ দিন

২৫০ এমবি ডাটা কিনলে ২০০% বোনাস

২৫০ এমবি অফার পেতে ডায়াল করতে হবেঃ *500*77#
তাহলে বোনাস পাবেন আরো ৫০০ এমবি ডাটা। মোটঃ ৭৫০ এমবি

রেগুলার ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *567#

বোনাস ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *566*33#

১২০ টাকা রিচার্জ করে নাম্বার ডায়াল করলে ভালো হবে।

রেগুলার ইন্টারনেটের মেয়াদঃ ২৮ দিন

বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ৭ দিন

৭৫ এমবি ডাটা কিনলে ১০০% বোনাস

৭৫ এমবি অফার পেতে ডায়াল করতে হবেঃ *500*74#
তাহলে বোনাস পাবেন আরো ৭৫ এমবি ডাটা। মোটঃ ১৫০ এমবি

রেগুলার ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *567#

বোনাস ডাটা চেক করতে ডায়াল করতে হবেঃ *566*27#

৫০ টাকা রিচার্জ করে নাম্বার ডায়াল করলে ভালো হবে।

রেগুলার ইন্টারনেটের মেয়াদঃ ২৮ দিন

বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ৭ দিন

৫ টাকায় ১ জিবি ইন্টারনেট

এ অফারটি পাবেন তারাই যারা গত ৯০ দিনে ১৫০ কেবি’র বেশী ডাটা ব্যবহার করেন নি।

অফার পেতে ডায়াল করতে হবেঃ *500*45#

(৫০০এমবি রেগুলার ডাটা+৫০০এমবি ফেসবুক)

রেগুলার ইন্টারনেটের মেয়াদঃ ২৮ দিন

বোনাস ইন্টারনেটের মেয়াদঃ ৭ দিন

“রবি ঈদ অফার”

৩ জিবি মাত্র ১২৯ টাকায়

অফার পেতে হলে সরাসরি ১২৯ টাকা ইজিলোড দিলেই হয়ে যাবে।

এই অফারের আওতায় ১ জিবি ইন্টারনেটের যে কোন কাজে ব্যবহার করা যাবে।

বাকি ২ জিবি ইন্টারনেট ফেসবুক চালাতে ব্যবহার করতে পারবেন।

ডাটা চেক করতে হলেঃ *8444*88#

মেয়াদঃ ৭ দিন

বন্ধ সিমে ৯ টাকায় ১ জিবি ডাটা

অফার পেতে ডায়াল করতে হবেঃ *8666*09#

মেয়াদঃ ১০ দিন

“বাংলালিংক ঈদ অফার”

নতুন এবং বন্ধ সিমে ৯ টাকায় ২ জিবি ডাটা

অফারের আওতাভুক্ত কিনা জানতে নাম্বার 019XXXXXXXX লিখে 4343 নাম্বারে সেন্ড করতে হবে।

অফার পাওয়ার যোগ্য হলে, ১৫ টাকা ব্যালেন্স রেখে ডায়াল করতে হবেঃ *132*31#

মেয়াদঃ ৩০ দিন

“টেলিটক ঈদ অফার”

বন্ধ সিমে ২০ টাকায় ১.৫ জিবি ডাটা

টেলিটকের বন্ধ সিমে মাত্র ২০ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে ১.৫ জিবি ডাটা।

অফারের আওতাভুক্ত কিনা জানতে নাম্বার 015XXXXXXXX লিখে 112 নাম্বারে সেন্ড করতে হবে।

মেয়াদঃ ৩০ দিন

“এয়ারটেল ঈদ অফার”

৩৫০টাকায় ৪ জিবি ডাটা

এক্ষেত্রে একাউন্টে ৪৩০ টাকা রিচার্জ করে ডায়াল করতে হবেঃ *121*5020#

বোনাস হিসেবে পাবেন ফ্রি ফেসবুক চালানোর সুযোগ।

মেয়াদঃ ৩০ দিন

বন্ধ সিমে ১৯টাকা রিচার্জে ৩ জিবি ডাটা

একাউন্টে ২৫টাকা রেখে ডায়াল করতে হবে *222*2#

মেয়াদঃ ৩০ দিন

৮৯টাকা রিচার্জে ১জিবি ডাটা

সরাসরি ৮৯টাকা রিচার্জ করলে পাওয়াবে ১জিবি ডাটা।

ডাটার ব্যালেন্স চেক করতেঃ *778*16#

মেয়াদঃ ৭ দিন

“সিটিসেল ঈদ অফার”

নতুন সংযোগ কিনে ১৫৫০ টাকা রিচার্জ করলেই পাবেন একটি জুম আলট্টা মডেম একদম ফ্রি! সাথে থাকছে তিন মাস আনলিমিটেড ইন্টারনেট।

“বাংলালায়ন ঈদ অফার”

৫০ দিন বা তার বেশি বন্ধ বাংলা লায়ন মডেমে রিচার্জ করলেই পাচ্ছেন বিশাল বোনাস।

রেগুলার ডাটা+৩৫ জিবি ডাটা বোনাস=১৯৯ টাকা রিচার্জে

রেগুলার ডাটা+১০০ জিবি ডাটা বোনাস=৩৯৯ টাকা রিচার্জে

মেয়াদঃ ৩০ দিন

আপাতত পবিত্র ঈদ-উল-আযহা এর জন্য এগুলোই হচছে সকল সিমের ঈদ অফার! আশাকরি আপনার জন্য উপযোগী সমস্ত অফার এখানেই পাবেন।

টিউনটি প্রথম প্রকাশ হয়েছিলো সিমের অফার এ। এই টিউনটি ভালো লাগলে কিংবা আরো নতুন নতুন তথ্য জানতে আমার সাইটি একবার ভিজিট করলে থুব খুশি হব। লিংক muktomoncho.com

Level 2

আমি জোবায়ের রহমান। Founder, Jobayer Academy, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Gp er ৫ টাকায় ১ জিবি ইন্টারনেট koto bar neya jabe ?

gp bonuse mb 2am-12pm seta bollen na keno? ami kine to bash khailam