আপনার লেখা নিবার্চিত হলে আপনি পাবেন ৫০০ টাকা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমে আপনাদের সবাইকে জানাই আমার আন্তঃরিক অভিনন্দন। আর আমার হেডলাইনের কথাটি নামের জন্য না, কাজের জন্য।

আমরা কম বেশী সবাই ইন্টারনেটে নিজের ভাল লাগার জন্য ইংরেজী বা বাংলাতে অনেক ধরনের লেখালেখি করে থাকি। আর এই ভাল লাগার অনুভুতি থেকে যদি আপনার লেখা নিবার্চিত করা হয় তাহলে তা অনেকগুন আনন্দ বাড়িয়ে দেয়। আমরা আপনার এই আনন্দকে আরো একটু বাড়িয়ে দিতে নিয়ে এসেছি একটি নতুন সেবা আর তা হল, আপনার লেখা যদি মাস শেষে নিবার্চিত হয় তাহলে আপনি পেয়ে যাবেন ৫০০ টাকা। টাকা আপনি মোবাইলে বা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। আর এই সুবিধাটি বিশেষভাবে বাংলাদেশে প্রযোজ্য।

আপনাকে যা করতে হবেঃ

Online income source for Bangladeshi blogger এই ঠিকানায় গিয়ে ফ্রীতে রেজিস্ট্রেশন করে আপনি নির্দিষ্ট বিভাগে আপনার লেখা লিখে পোষ্ট করে দিন। এইতো শেষ, আপনি যত বেশী লিখবেন ততবেশি আপনার পোষ্ট নিবার্চিত হওয়ার সম্ভাবনা বেশী। আর মাস শেষে দেখুন কার লেখা নিবার্চন হয় এবং কে এই টাকা পায়।

তাহলে শুরু করুন আপনার লেখা এবং পোষ্ট করে দিন Online income source for Bangladeshi blogger এই ঠিকানায়।

মনে রাখার বিষয়ঃ  আপনি এই সাইটে শুধু টেকনোনজি যেমনঃ computer tips, seo, programming, web design সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে ইংরেজিতে লেখা পোষ্ট করতে পারবেন।

Level 0

আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো উদ্যোগ ,টীটিতেও এমন হলে ভাল হত!!!!!!!

    হবে ভাই। সেই সময়ের জন্য অপেক্ষা করুন। 🙂

    Level 0

    ভাইজান এই উদ্যেগকে সফল করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন। তাছাড়া সামনে আরো নতুন নতুন সেবা যোগ হবে এই সাইটটিতে। যেখানে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের ব্লগাররা সেবাগুলো উপভোগ করতে পারবে।

    আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন।

    ধন্যবাদ

এমদাদ ভাই , আমার registry file নিয়ে কিছু মজার লিখা পাঠিয়েছিলাম ।পেয়েছেন কি?

    Level 0

    ভাইজান আপনি আপনার লেখাটি infobd তে নিজে লিখে পোষ্ট করে দিন।

অবশ্যই ট্রাই করবো। টাকা না পাই, অভিজ্ঞতাটুকুতো দরকার । কি বলেন? 🙂

    Level 0

    শাওন ভাইজান

    চেষ্টা করুন আর চেষ্টায় সবকিছু সম্ভব।

ভাই এটা আমার ভালো লাগল না(ব্যাক্তিগতভাবে)। কেননা এর নাম ইনফো বিডি হওয়ার পরেও এখানে ইংরেজীতে সবকিছু। এর তো কোন মানে নাই। আপনার সাইটে কারা ডুকবে সহজে বললে যাদের নেট আছে। আর যাদের নেট আছে তাদের আর কিছু জানা থাক বা না থাক গুগল নামের একটা শব্দ জানা আছে। এখানে যেকোন কিছুর(প্রশ্নের) হাজার বিকল্প(উত্তর) আছে তাও প্রায়ই ইংরেজীতে। আর পুরস্কারের জন্য কারা লিখবে? বাংলাদেশীরাই তো(…আর এই সুবিধাটি বিশেষভাবে বাংলাদেশে প্রযোজ্য।) তো বাংলা করলেই তো লাভ বেশী তাই নয় কি?

    আরেকটা কথা সাইটটাতে এক যায়গায় একটা এড দেখলাম আপনার প্রাণপ্রিয় জীবন সাথীকে খুজে পেতে একনই Login করুন।(হা হা হা) থাহলে এটার অর্থ কি “আপনি এই সাইটে শুধু টেকনোনজি যেমনঃ computer tips, seo, programming, web design সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে ইংরেজিতে লেখা পোষ্ট করতে পারবেন। ” এখানে কৌতুক কোনটা।

    Level 0

    আপনাকে ধন্যবাদ আপনার এই বিশ্লেষন এর জন্য।

    গরম গরম কিছু কথা বললাম। তবে আপনি যেভাবে রিপ্লাই করলেন মনে হল। আপনি অনেক কথা বলতে চেয়েও জাস্ট ভদ্রতার কাতিরে কিছু বলেন নাই। কিন্তু ভাই, সত্যি কথাটা হল একটু ভেবে দেখেন। আপনার যেহেতু এডসেন্স এপ্রুভ হয়ে গেছে, আমার মনে হয় আপনি বাংলা সাইটের জন্য ও এই কোড কাজে লাগাতে পারবেন। আর বিজ্ঞাপনের ব্যাপারটায় একটু নজর দিবেন আশা করি। ধন্যবাদ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ আপনার ধারাবাহিক মতামতের জন্য।

    আর সহনশীলতা উন্নয়নের সর্বশেষ্ট্র প্রন্থা।

অবশ্যই ভাল উদ্ধেগ। আমার মনে হয় টিটির যে অবস্থা এরকম চলতে থাকলে খুব বেশিদিন টিকে থাকতে পারবে না। কারণ এখন প্রতিযোগিতার বিশ্ব।
এই লিংকটা দেখতে পরেন। https://www.techtunes.io/reports/tune-id/38745/

আর ভাইজান আপনার সাইটের প্রথমে পেজে একটা কমেন্ট করলাম এ্যপরুভ করলে ভাল হয়।

    Level 0

    ভাইজান আপনার কমেন্টটা প্রকাশ করা হল।

    ভাইজান আপনাদের সকলের সম্বলিত চেষ্টায় এই ধরনের উদ্যেগ গ্রহণে অনুপ্রেরণার যোগান দেয়। আর ভাইজান আশা রাখি আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে আমাদের সাথে।

ওয়াউ জটিল মজা তো। ভালো আইডিয়া। গুড গুড, আমি আসিতেছি। হাহাহা

    Level 0

    ভাইজান আসেন, যদি Traffic-এ পড়েন তাহলে একটি বিমান নিয়ে আসেন। আমরা আপনাদেরকে গ্রহন করতে প্রস্তুত।

    আপনি কি বলেন ?

Level 0

http://bloggerbd.com/
ডোমেন জিতে নেওয়ার অফার ছিল কিছু দিন আগে

Level 0

Vai reg korase but lekha kothai post korbo bujhte parsine help me.