প্রথমে আপনাদের সবাইকে জানাই আমার আন্তঃরিক অভিনন্দন। আর আমার হেডলাইনের কথাটি নামের জন্য না, কাজের জন্য।
আমরা কম বেশী সবাই ইন্টারনেটে নিজের ভাল লাগার জন্য ইংরেজী বা বাংলাতে অনেক ধরনের লেখালেখি করে থাকি। আর এই ভাল লাগার অনুভুতি থেকে যদি আপনার লেখা নিবার্চিত করা হয় তাহলে তা অনেকগুন আনন্দ বাড়িয়ে দেয়। আমরা আপনার এই আনন্দকে আরো একটু বাড়িয়ে দিতে নিয়ে এসেছি একটি নতুন সেবা আর তা হল, আপনার লেখা যদি মাস শেষে নিবার্চিত হয় তাহলে আপনি পেয়ে যাবেন ৫০০ টাকা। টাকা আপনি মোবাইলে বা ব্যাংকের মাধ্যমে নিতে পারেন। আর এই সুবিধাটি বিশেষভাবে বাংলাদেশে প্রযোজ্য।
আপনাকে যা করতে হবেঃ
Online income source for Bangladeshi blogger এই ঠিকানায় গিয়ে ফ্রীতে রেজিস্ট্রেশন করে আপনি নির্দিষ্ট বিভাগে আপনার লেখা লিখে পোষ্ট করে দিন। এইতো শেষ, আপনি যত বেশী লিখবেন ততবেশি আপনার পোষ্ট নিবার্চিত হওয়ার সম্ভাবনা বেশী। আর মাস শেষে দেখুন কার লেখা নিবার্চন হয় এবং কে এই টাকা পায়।
তাহলে শুরু করুন আপনার লেখা এবং পোষ্ট করে দিন Online income source for Bangladeshi blogger এই ঠিকানায়।
মনে রাখার বিষয়ঃ আপনি এই সাইটে শুধু টেকনোনজি যেমনঃ computer tips, seo, programming, web design সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে ইংরেজিতে লেখা পোষ্ট করতে পারবেন।
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
খুব ভালো উদ্যোগ ,টীটিতেও এমন হলে ভাল হত!!!!!!!