গ্রামীণ ফোনের চিটিং অফার! ধিক্কার জানাই

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গতকাল থেকে গ্রামীণ ফোন তাদের ফ্যান পেজে ১ জিবি নেট মাত্র ৯৯ টাকায় দিচ্ছে বিজ্ঞাপটা দেখলাম। এরা কত্ত বড় চিটার ভাবা যায়? কাউকে ১ টাকায় দিচ্ছে ১ জিবি, কাউকে ৫ টাকায় দিচ্ছে ১ জিবি আর কাউকে ৯৯ টাকা ১ জিবি!

১ টাকা আর ৫ টাকা দিচ্ছে যাদের সীমে ইতি পূর্বে নেট চালানো হয়নি তাদের জন্য। এই ক দিন আগে ১০ জিবি দিল ১০ কিস্তিতে বন্ধ সীমে।

কথা হচ্ছে আমরা যারা নিয়মিত জিপি সীম চালাচ্ছি তারা কেন এই সুযোগ সুবিধা পাব না?  মাসে হাজার হাজার টাকা খরচ করছি আর কোন সুযোগ সুবিধা চাই! আর যারা মাসে ১ টাকাও খরচ করে না তাদের দিচ্ছে এই অফার সেই অফার। ভাবা যায় কত্ত বড় চিটিংবাজী? এখন সোজা সাপ্টা চিন্তা করছি জিপি সীম ফেলায় রেখে টেলিটক ব্যবহার করব।

স্টার সিলভার গ্রাহক হিসাবে মাঝে মাঝে চিটিং এসএমএস পাঠায়। ফাইভ স্টার হোটেল এ ১০% ছাড়, কক্সবাজারে হোটেল সি-গাল এ ১০% ছাড়, মোদ্দা কথা যে প্রতিষ্ঠানে ছাড় দেয় সেখানে আমাদের কোন দিন কেনাকাটা সম্ভব নয়।

এদের এই সব অপ কর্মের প্রতিবাদ কি ভাবে করা যায়?

এদের এই সব অপ কর্মের প্রতিবাদ কি ভাবে করা যায়?

এদের এই সব অপ কর্মের প্রতিবাদ কি ভাবে করা যায়?

এদের এই সব অপ কর্মের প্রতিবাদ কি ভাবে করা যায়?

এদের এই সব অপ কর্মের প্রতিবাদ কি ভাবে করা যায়?

ফেসবুকে বাংলাদেশের শীর্ষস্থানীয় জব পেজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমাদের খেতে দেয়, আমরা খাই! আমরা না খেলে কাকে খাওয়া বে! উপায় না পেয়ে আমরা তাই খাই!

Level 0

এখানে চিটিং এর কি হল? এটা তাদের অফার। আর জিপি এখন যেসব অফার দিচ্ছে তা অন্য যেকোনো অপারেটর এর থেকে অনেক ভালো। যেটা ভালো সেটাকে ভালো বলতে শিখুন।

    হা দারুন দারুন সব অফার।

      আমি ১ টাকা ১০০ মেগাবাইট অফারটি ব্যবহার করতেছি, আপনিও দেখতে পারেন, ডায়াল *5000*77#, ধন্যবাদ।

হরতাল করেন। ভাই সবাই নিজের স্বার্থ দেখ। তাই ওরা চেষ্টা করছে ওদের সব গ্রাহক যেন ইন্টারনেট ব্যাবহার করা শিখে। এজন্যই এই রকম অফার।

এনামুল ভাই, ব্যাপারটা ইন্টারনেট শেখা না। তারা তাদের নিয়মিত গ্রাহক বাড়ানো বা ধরে রাখার একটা পলিসি হিসেবে নিছে।

amar life e dekha jobcheye foul gp.