এবার মোবাইলের জন্য বিশেষ সার্চ ইঞ্জিন আনল গুগল। মঙ্গলবার প্রকাশিত হল নতুন সেই সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের নাম গুগল হাউস। এতে ম্যাপ, ছবি খোঁজা যাবে সহজেই। অনুবাদও করা যাবে। গুগলের পরিসংখ্যান অনুযায়ী ৫০০ মিলিয়ন ভারতীয় কম্পউটারে ইন্টারনেট ব্যবহার করে। ৪৯০ মিলিয়ন ব্যবহার করে স্মার্টফোনে। প্রত্যেক মাসে ভারতে ৬ থেকে ৭ মিলিয়ন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।
ভারতীয় গ্রাহকরা সহজেই এই অ্যাপসের মাধ্যমে যে কোনও ভাষা অনুবাদ করতে পারবে হিন্দিতে। এছাড়া যে কোনও ভাষায় লেখা সাইন বোর্ডের দিকে ক্যামেরা তাক করলেই সেই লেখা নিজের পছন্দ মত ভাষায় পড়া যাবে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে প্রত্যেকদিন বিশ্ব জুড়ে ১.৮ বিলিয়ন ফটো আপলোড হয়। এর ব্যাকআপ থাকছে গুগল ফটো অ্যাপে।
টিউন নেয়া হয়েছেএখানে থেকে থেকে নেয়া।
যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন।
আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।
ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।
আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন
ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।
CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks
Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।
আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।
আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।