এবার মাইক্রোসফট থেকেই নিন ওয়েব প্রেজেন্টেশন তৈরির অ্যাপ্লিকেশন ফ্রিতে, সময় সীমিত

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউন শুরু করছি। নিশ্চয়ই ভালো থাকবেন এমন আশা ই করি। টেকটিউনে সসবাই টেকি ববিষয়ে ননিত্য ননতুন খবর ননিয়ে আসে। ততাই আমিও আজ ননতিন একটি খবর নিনিয়ে আসলাম। যাই হোক শুরু করছি আসল কথা।

উইন্ডোজ, অফিসের মতো গুরুত্বপূর্ণ বেশ কিছু সফটওয়্যার ও অ্যাপ ফ্রি দিচ্ছে মাইক্রোসফট। এবারে ওয়েব প্রেজেন্টেশন তৈরির অ্যাপ্লিকেশন ‘সোয়ে’ বিনা মূল্যে ব্যবহারের সুযোগ করে দিল মাইক্রোসফট।
পুরোনো দিন পেছনে ফেলে বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রোসফট। যার মধ্যে রয়েছে বিনা মূল্যে দরকারি কিছু সুবিধা দেওয়ার মতো পরিকল্পনাও। ‘সোয়ে’ অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দিয়ে সে লক্ষ্যে আরেক ধাপ এগোল প্রতিষ্ঠানটি।
গত ১০ মাস ধরে পরীক্ষামূলকভাবে চালু ছিল অ্যাপটি। এটি পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার রয়েছে বেশি। কম্পিউটার, ফেসবুক, ইউটিউব, টুইটার বা ক্লাউড স্টোরেজ থেকে ড্র্যাগ করেই এতে সহজেই ফটো, ভিডিও কিংবা ফাইল সংযোজন করা যায়।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসের পরীক্ষামূলক পর্যায়ে থাকার সময় ‘সোয়ে’ অ্যাপটি ব্যবহার করে লাখো প্রেজেন্টেশন তৈরি করেছেন ব্যবহারকারীরা। তাঁদের অমূল্য প্রতিক্রিয়া সোয়েকে উন্নত করতে কাজ করেছে।
মাইক্রোসফট আরও জানিয়েছে, উইন্ডোজ ১০ এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অ্যাপটিকে। ওয়েবে ‘সোয়ে’-র সব ফিচার ব্যবহার করা যাবে। অফলাইনে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
বাজার-বিশ্লেষকেরা বলছেন, প্রচলিত পদ্ধতিতে অর্থ খরচ করে কোনো সার্ভিসের জন্য সাবসক্রাইব করার পরিবর্তে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বেশ কিছু নতুন সেবা বিনা মূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তারই সর্বশেষ উদাহরণ হচ্ছে সোয়ে। উইন্ডোজ ১০ পিসি ও ট্যাবে এটি বিনা মূল্যে ডাউনলোড করা যাচ্ছে। শিগগিরই ফোনে এই অ্যাপটি পাওয়া যাবে। ম্যাক, আইওএস ও অ্যান্ড্রয়েডে ওয়েব অ্যাপের মাধ্যমেও এটি ব্যবহার করা যায়।
♣♣♣♣♣♣♣^^^^♣♣♣♣♣♣♣♣^^^♣♣♣♣♣♣♣

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

 

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

 

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

 

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

 

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করবার জন্য