স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস২ ৮.০ এবং ট্যাব এস২ ৯.৭ আসছে আগস্টের শুরুতে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গুজবের খবরকে সত্য করে দিয়ে স্যামসাং তার গ্যালাক্সি ট্যাব এস২ এর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এস২ ট্যাবটি দু’টি ভিন্ন আকারে পাওয়া যাবে - একটি হবে ৮ ইঞ্চি এবং অন্যটি ৯.৭ ইঞ্চি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবী অনুযায়ী এ দু’টি ট্যাবলেটই এ যাবত স্যামসাং এর প্রস্তুত করা সব ট্যাবলেটের চেয়ে বেশি পাতলা এবং হাল্কা ট্যাবলেট।

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস২ ৮.০ এবং ট্যাব এস২ ৯.৭ আসছে আগস্টের শুরুতে

গ্যালাক্সি ট্যাব এস২ যেটির আকার ৮ ইঞ্চি সেটিতে শক্তি সঞ্চার করে একটি অক্টা-কোর প্রোসেসর (কোয়াড ১.৯ গিগাহার্টজ+কোয়াড ১.৩ গিগাহার্টজ)। এতে আছে ৮ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজ্যুলুশন ১৫৩৬ * ২০৪৮ পিক্সেল। ট্যাব এস২’র র‌্যাম ৩ গিগাবাইট। ট্যাবটিতে পাওয়া যাবে ৩২ বা ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এতে থাকবে একটি ৪০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী।

ক্যামেরার প্রসঙ্গে বলতে হয় ট্যাব এস২ ৮.০ এর পেছনভাগে ৮ মেগা পিক্সেল এবং সামনে ২.১ মেগাপিক্সেল ক্যামেরা সংযুক্ত হয়েছে। ট্যাবটি চালাবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আউট-অব-দ্যা-বক্স। এটির পুরুত্ব হবে ৫.৫ মিমি এবং ওজন ২৬৫ গ্রাম।

গ্যালাক্সি ট্যাব এস২ ৯.৭ থাকবে ৯.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং একটি ৫৮৭০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারী। এর ওজন হবে ৩৮৯ গ্রাম। আর অন্যান্য বিষয় থাকবে গ্যালাক্সি ট্যাব এস২ ৮.০ এর মতোই। দু’টি মডেলের মধ্য থেকেই গ্রাহক শুধু ওয়াই-ফাইসহ কিম্বা ওয়াই-ফাই ও এলটিই কনফিগারেশনের সুবিধাযুক্ত ট্যাব বেছে নিতে পারবেন। এই দুটো ট্যাবেই থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ আরো নানান কিছু।

ট্যাব দু’টি কিনতে কত খরচ করতে হবে সে সম্পর্কে স্যামসাং কিছু জানায় নি কিন্তু এগুলি যে আগামী মাসের শুরুতে পৃথিবীর সব বাজারে কিনতে পাওয়া যাবে সে কথা জানাতে ভোলেনি।

Level 0

আমি কেকে মতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস