আজ আমি আপনাদের একটা নতুন তথ্য দিব। যা আমি কয়েক দিন আগে নাসার ওয়েব সাইট থেকে যানতে পেরেছি। পুথিবীর বাইরে
এখন র্পযন্ত প্রানের সন্ধান পাওয়া যায় নাই। কিন্তু কয়েকদিন আগে এমন এক গ্রহের সন্ধান পাওয়া গেছে যা পুরাই পৃতিবীর মত এটির নাম দিয়েছেন ‘কেপলার ৪৫২ বি’ ।
মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যবেক্ষণকারী কেপলার নভোযান থেকে প্রাপ্ত তথ্য জানাবেন তাঁরা।২০০৯ সালের মে মাস থেকে আমাদের সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধানের জন্য কাজ করে যাচ্ছে কেপলার মিশন। এখন পর্যন্ত ‘গোল্ডিলক জোন’ এলাকায় পৃথিবী সদৃশ চার হাজার গ্রহের খোঁজ দিয়েছে বিশেষভাবে তৈরি এই কেপলার স্পেস অবজারভেটরি। গোল্ডিলক জোন হচ্ছে মিল্কিওয়ে ছায়াপথের নাতিশীতোষ্ণ অঞ্চল যেখানে বসবাসের উপযোগী গ্রহ আছে।
পৃথিবীর সঙ্গে আকারে-প্রকারে অনেক মিল রয়েছে এমন একটি গ্রহের খোঁজ দিলেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা। গতকাল বৃহস্পতিবার নাসার গবেষকেরা এই আবিষ্কারের ঘোষণা দিয়ে বলেন, সম্ভবত পাথুরে এই গ্রহটি আমাদের পৃথিবীর মতো একটি গ্রহ যা তার নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবীর মতো দূরত্ব বজায় রেখে ঘুরছে। খবর এএফপির।
গবেষকেরা বলছেন, নতুন এই গ্রহটির পৃথিবী থেকে এক হাজার ৪০০ আলোকবর্ষ দূরে গোল্ডিলক জোন এলাকায় অবস্থিত। গোল্ডিলক জোন নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে প্রাণের উদ্ভব ঘটা সম্ভব। এখানকার অনেক গ্রহে তরল পানির অস্তিত্ব থাকতে পারে এবং সূর্যের মতো নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তনকারী অনেক গ্রহ সেখানে রয়েছে।
নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দিয়ে এই গ্রহটিতে খুঁজে পেয়েছেন গবেষকেরা। এটির নাম দিয়েছেন ‘কেপলার ৪৫২ বি’। ২০০৯ সাল থেকে জীবনধারণের উপযোগী পৃথিবী সদৃশ গ্রহ শনাক্ত করতে কাজ করছে কেপলার।
এক বিবৃতিতে নাসার গবেষকেরা দাবি করেন, কেপলার ৪৫২ বি আমাদের সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, কিন্তু ওই নক্ষত্রটি ১৫০ কোটি বছরের পুরোনো যা সূর্যের চেয়ে চার শতাংশ বড় ও ১০ শতাংশ উজ্জ্বল।
নাসার গবেষকেরা বলছেন, কেপলার ৪৫২ বি যদি পাথুরে গ্রহ হয়ে থাকে, তবে তা এখন দুরবস্থায় রয়েছে। কারণ যে মৃতপ্রায় নক্ষত্রটিকে কেন্দ্র করে এটি আবর্তিত হচ্ছে, তার উত্তাপে এখানকার সমুদ্র ও হ্রদের সব তরল বাষ্প হয়ে হারিয়ে গেছে।
গবেষকেরা বলছেন, কেপলার ৪৫২ বি গ্রহটির যে দশা আমাদের পৃথিবীকেও একই দশা ভোগ করতে হতে পারে। এখন থেকে এক কোটি বছর পরে আমাদের সূর্যের বয়স যখন বেড়ে যাবে এবং এটি বেশি উজ্জ্বল হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থাও এর মতো হবে।
(সংগ্রহে নাসা)
আমি captan planet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good