জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জামালপুরের ছেলে জিতে নিলেন এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ জুন ২০১৫!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ:

এখনই ডট কম বাংলাদেশের সর্বজন স্বীকৃত ই-কমার্স সাইট। নিত্য-নতুন পণ্য এবং সহজ প্রাপ্যতা এখনই ডট কমের মূল শক্তি। অন্যদিকে টেকটিউনস বাংলা ভাষার সবথেকে বড় এবং জনপ্রিয় সোশ্যাল প্রযুক্তি নেটওয়ার্ক, যেখানে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। আর এখনই ডট কম এবং টেকটিউনস বাংলা ভাষার প্রযুক্তিকে আরও একটু এগিয়ে নিতে আয়োজন করলো বাংলা দেশের সর্ববৃহৎ টিউনার চ্যালেঞ্জ। যেখানে একজন টিউনার সর্বাধিক মানসম্মত টিউন করে জিতে নিবেন এখনই ডট কম থেকে আকর্ষণীয় পুরস্কার। যেটা বাংলাদেশের লেখার ধারাকে বদলাতে খুব বেশি সহায়তা করবে বর্তমান প্রেক্ষাপটে।

এখনই-টেকটিউনস সেরা টপ টিউনার চ্যালেঞ্জ ব্যাপক সাড়া ফেলেছে অনলাইন মিডিয়াতে

গত মার্চ মাস থেকে এখনই – টেকটিউনস আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই চ্যালেঞ্জ উদ্বোধন করেন। প্রথম থেকেই টিউনাররা চ্যালেঞ্জে খুব উঠে পড়ে লেগে যায়। সোশ্যাল মিডিয়াগুলোতে খুব আলোড়ন সৃষ্টি করে চ্যালেঞ্জটি। সব ধরনের লেখক এখানে এখনই – টেকটিউনস টিউনার চ্যালেঞ্জের শর্তানুসারে টিউন করতে থাকে। মার্চ মাসে জনপ্রিয় টিউনার আইটি সরদার চ্যালেঞ্জে বিজয়ী হন সর্বাধিক মানসম্মত এবং প্রযুক্তি বিষয়ক টিউন করে। তাঁর পর টিউনার জাহিদুর রহমান, অরিন্দম পাল মানসম্মত টিউন করে মাসের বিজয়ী হন। এভাবে ধীরে ধীরে টিউনার চ্যালেঞ্জ জনপ্রিয় হতে থাকে সবার মাঝে।

জুন মাসের (২০১৫) - ৪র্থ এখনই-টেকটিউনস সেরা টপ টিউনার চ্যালেঞ্জ:

ঘোষনার পর থেকেই টেকটিউনাররা এখনই-টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে অংশ নেয়। পুরো জুন মাস জুড়ে  টিউনাররা টিউন করে এবং মাসের শেষ তারিখে অর্থাৎ ৩০ জুন রাত ১১:৫৯ মিনিটে টপ টিউনার তালিকায় সানিম মাহবীর ফাহাদ সহ আরও অনেক টিউনার তালিকাবদ্ধ হন।

এর মধ্যে টিউনার সানিম মাহবীর ফাহাদ জুন ০১ জুন থেকে ৩০ জুন  পর্যন্ত মোট ১৯ টি টিউন করে টেকটিউনস মাসের টপটিউনার তালিকায় শীর্ষ অবস্থান নেন। তাঁর সহ প্রতিদ্বন্দি টিউনাররা অধিক টিউন করা সত্ত্বেও প্রতিযোগিতার এক বা একাধিক নিয়ম ভঙ্গ করায় সানিম মাহবীর ফাহাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রতিযোগিতার নিয়ম যাছাই বাছাই এ উত্তীর্ণ হয়ে বিজয়ী

এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না।  মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের  মধ্যে যিনি সর্বোচ্চ টিউনকারী হবেন তার  ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা  প্রতিটি টিউন  প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাছাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউন মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা  সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা  এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তী টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।

এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী  জুন ২০১৫ এর শীর্ষ টিউনকারি টিউনার সানিম মাহবীর ফাহাদ এর জুন মাসে করা ১৯ টি টিউন  যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ে টিউনার সানিম মাহবীর ফাহাদ এর ১৯ টি টিউন এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের নীতিমালায় উত্তীর্ণ হোন।

ফলে  টিউনার সানিম মাহবীর ফাহাদকে জুন ২০১৫ এর এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের বিজয়ী হিসেবে ঘোষনা করা হল।

টেকটিউনস ও এখনই ডট কমের পক্ষ থেকে সানিম মাহবীর ফাহাদকে আন্তরিক অভিনন্দন!

বিজয়ী টিউনার সানিম মাহবীর ফাহাদ - এখনই-টেকটিউনস সেরা টপ টিউনার চ্যালেঞ্জ ৪র্থ বিজয়ী

সানিম মাহবীর ফাহাদ বর্তমান সময়ে টেকটিউনসের অন্যতম জনপ্রিয় টিউনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সানিম মাহবীর ফাহাদ টেকটিউনসে টিউনার হয়েছেন বিজয়ের মাস ২৩ শে ডিসেম্বর ২০১২। সেই থেকে পাঠক সমাজে নিত্য নতুন প্রযুক্তি টিপস নিয়ে টেকটিউনস মাতিয়ে রেখেছেন সানিম মাহবীর ফাহাদ। মূলত সফটওয়্যারের অলিগলি নিয়ে তিনি সব সময় দারুণ সব টিউন করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।

চমৎকার গোছানো এবং রুচিশীল উপস্থাপন সানিম মাহবীর ফাহাদকে করেছে জনপ্রিয় টিউনের অনুরাগী। অসংখ্য অনুসারী নিয়ে তিনি টিউন করে চলেছেন অবিরত। এর আগে সর্বাধিক নির্বাচিত টিউন ভোট পেয়ে জিতে নিয়েছিলেন আরেকটি পুরস্কার। জামালপুরের এই মেধাবী টিউনার বাংলা প্রযুক্তিকে করছেন সমৃদ্ধ।

জুন ২০১৫ এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ পুরস্কার প্রদান:

পুরো জুন মাস জুড়ে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে এবং দারুন আর মানসম্মত টিউন করে জুন মাসের টপটিউনার হিসেবে বিজয়ী হলেন টেকটিউনস এর জনপ্রিয় টিউনার সানিম মাহবীর ফাহাদ। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর নিয়ম মোতাবেক এখনই ডট কমের গুলশান কার্যালয় থেকে সানিম মাহবীর ফাহাদকে পুরষ্কৃত করা হয়।

পুরস্কার  প্রদান করেন এখনই ডট কম এর ইনভেন্টরি ম্যানেজার জনাব কাজী মারুফুজ জামান।  এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সবধরনের সহায়তা প্রদান করেন এখনই  ডটকমের সিনিয়র ডিজিটাল মার্কেটার মো. মাহফুজুল ইসলাম ও  এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন এখনই ডট কমের এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব মইনুল ইসলাম। এছাড়া এখনই ডট কমের CEO ও বেসিস প্রেসিডেন্ট জনাব শামীম আহসান ও অভিনন্দন জানান।

এখনই ডট কম এর ইনভেন্টরি ম্যানেজার জনাব কাজী মারুফুজ জামান বলেন,

"এখনই টেকটিউনস টপ টিউনার চ্যালেঞ্জ এর সাথে থাকতে পেরে এখনই ডট কম গর্বিত। এই চ্যালেঞ্জ এর জুন মাসের বিজয়ী সানিম মাহবীর ফাহাদকে আমাদের এখনই ডট কমের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আশা করি এই ধরনের চ্যালেঞ্জ কম্পিটিশনের মাধ্যমে আরো ভালো মানের টিউনার তৈরি হবে। টপ টিউনার দের আরো ভালো মানের টিউনের মাধ্যমেই টেকটিউনস এর ভিজিটরগণ প্রযুক্তি সম্পর্কিত আরো নতুন নতুন জ্ঞান লাভ করতে পারবে"

এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ জিতে বিজয়ী সানিম মাহবীর ফাহাদ বলেন,

"একজন টিউনার হিসাবে কখনোই টিউনের কোয়ালিটির চাইতে কোয়ান্টিটিকে বেশি প্রাধান্য দেওয়ার মানুষিকতা আমার ছিলো না। তবে শেষ পর্যন্ত কোয়ালিটি এবং কোয়ান্টিটির সমন্বয়ের মাধ্যমে এখনই টেকটিউনস  টপ টিউনার চ্যালেঞ্জে বিজয়ী হতে পেরে অনেক বেশি ভালো লাগছে। টেকটিউনস পরিবারের সব সময়ের উৎসাহ এবং অনুপ্ররনা আজকের এই টপ টিউনার পুরষ্কার। টেকটিউনস পরিবারের প্রতি আমার একটাই আবেদন, আপনাদের উৎসাহ এবং অনুপ্ররনা গুলোই যেন আমার সব সময়ের পাথেয় হয়। কারন টিউজিটরের উপকার ভিন্ন টিউনারের পরিশ্রম মূল্যহীন।"

টেকটিউনসের এই সুবিশাল প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক এবং এখনই ডট কমের পক্ষ থেকে সানিম মাহবীর ফাহাদ  কে অনেক অনেক অভিনন্দন।

এখনই ডট কম বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স

এখনই ডট কম বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স সাইট। সব ধরনের পণ্য ঘরে বসে কেনার নির্ভরযোগ্য সাইট এখনই ডট কম। এখনই ডট কমে আপনার চাহিদার সকল পণ্য সুলভে কেনার জন্য আছে দারুণ সুযোগ। বাংলাদেশে ই-কমার্স সাইটের রূপকার এখনই ডট কম দেয় সর্বাধিক গ্রাহক সেবার নিশ্চয়তা

টেকটিউনস - বিশ্বের ৩ কোটির এক সুবিশাল বাংলা ভাষাভাষীর বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক

টেকটিউনস বাংলাদেশের ৩ কোটিরও বেশি এক সুবিশাল কমিউনিটি নিয়ে বাংলা ভাষার এক নাম্বার প্রযুক্তি বিষয়ক সোশ্যাল নেটওয়ার্ক। নিত্য নতুন প্রযুক্তির স্বাদ এখন টেকটিউনসে আরও বেশি সমৃদ্ধভাবে চলে আসছে। দারুণ সব টিউনার এবং টিউন নিয়ে টেকটিউনস এগিয়ে চলেছে মাথা উঁচু করে।

নতুন সব প্রযুক্তির পরিকল্পনা নিয়ে একুশ শতকে টেকটিউনস বাংলার মানুষকে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়।

আপনিও হোন এ মাসের এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী

এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ প্রতি মাসের সেরা টিউনারদের জন্য। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে প্রতি মাসের টিউন করে আপনিও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর পরবর্তী বিজয়ী। সে জন্য আপনাকে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ  প্রতিযোগিতার সকল নিয়ম মেনে নিয়মিত ভালোমানের প্রযুক্তি সম্পর্কিত টিউন করতে হবে।

আপনি যদি ভালো মানের টিউনার হন, আপনি যদি প্রযুক্তি নিয়ে দারুন আর মান সম্মত টিউন করতে পারেন, তাহলে আপনিও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী!!

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2930 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভিনন্দন,আপনার কাজ থেকে অনেক কিছু পেয়েছি আশা করছি ভবিষ্যৎতে ও পাব, অনেক অনেক শুভ কামনা রইল সাথে আছি।

    পাশে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ রিদম দত্ত। আপনাদের এরকম উৎসাহ এবং অনুপ্রেরণার জন্যই আজকের এই পুরস্কার। আশা করি সব সময় এভাবেই পাশে পাবো 🙂

congrsee 😀

অভিনন্দন

Congratulation

আপনার জন্য শুভ কামনা । আশা করি আপনি আমাদের বরাবরের মতো প্রযুক্তির সাথে মাতিয়ে রাখবেন । 😀

    আল্লাহ চাহে তো আমার চেষ্টার অন্ত থাকবে না :mrgreen: আপনাদের সাপোর্ট যেন সব সময় পাই। ধন্যবাদ 🙂

তৃতীয় টপ টিউনার বিজয়ী সানিম মাহবীর ফাহাদ’ কে অনেক অনেক অভিনন্দন। 🙂
“টিউজিটরের উপকার ভিন্ন টিউনারের পরিশ্রম মূল্যহীন।”
আপনার টিউন দ্বারা অনেক উপকৃত হয়েছি, জীবনের সকল ক্ষেত্রে আপনার অবিশ্বাস্য সাফল্য কামনা করছি,
শুভেচ্ছান্তে kmm

    দুঃখিত “চতুর্থ” টপ টিউনার বিজয়ী সানিম মাহবীর ফাহাদ’ কে অনেক অনেক অভিনন্দন। 🙂

    অনেক ধন্যবাদ সাইবার ঘোস্ট, আমার টিউন আপনাদের উপকারে লাগাটাই আমার জন্য প্রকৃত স্বার্থকতা 🙂

অসংখ্য শুভেচ্ছা রইল । আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যতা কামনা করে আশা করছি আগামীতে আরো আপনার কাছ থেকে অনেক কিছুই শিখতে পারব ।ধন্যবাদ

    সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ইনোসেন্ট প্রিন্স 🙂 আশা করি সব সময় পাশেই থাকবেন।

অনেক পরে হলেও ফাহাদ ভাইকে এই লিস্টে দেখে চ্যালেঞ্জটি সার্থকতা পেলো!!
ধন্যবাদ টেকটিউনস এবং এখনই ডট কমকে আর শুভ কামনা ফাহাদ ভাইকে তাঁর কলম আর কীবোর্ড যেন না থেমে থাকে। 🙂

    তবু এই চ্যালেঞ্জটি কিন্তু আপনাকে দিয়েই স্বার্থকভাবে শুরু করেছিলো 🙂 টিউমেন্টের জন্য ধন্যবাদ তপু ভাই।

সানিম মাহবীর ফাহাদ কে অনেক অনেক অভিনন্দন।

ফাহাদ ভাই এর জন্য শুভ কামনা…….

অভিনন্দন 😉 সানিম মাহবীর ফাহাদ ভাইয়ের টিউন আমার খুব ভালো লাগে। 🙂 আশা করি আপনার কাছ থেকে প্রযুক্তি নিয়ে আরো অনেক কিছু শিখতে পারবো। শুভ কামনা রইল।

    সুন্দর টিউমেন্টের জন্য ধন্যবাদ। আশা করি সব সময় টেকটিউনস এর সাথে প্রযুক্তির সুরে মেতে থাকবেন 🙂

অনেক অনেক অভিনন্দন….

অভিনন্দন

সু-স্বাগতম, অনেক অনেক শুভ কামনা রইলো

Great News!!! Thanks TT

অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা ফাহাদ ভাইয়াকে। তার প্রতিটি টিউনই অসধারন, যে কোন প্রযুক্তি প্রেমীর মনকে অনুপ্রাণিত করে। এবং টিটিতে জনপ্রিয় টিউনারের মধ্যে আমার নিকট একজন প্রিয় লেখক/টিউনার। ফাহাদ ভাই এগিয়ে চলেন, সাথে রইল শুভ কামনা।

    আমি যতোটুকু দেখেছি টেকটিউনসে যে কয়জন টিউনার মান সম্মত টিউন করেন তাদের মাঝে আপনিও একজন। নিয়মিত টিউন করলে আপনি পরবর্তি টপ টিউনার হতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা। আশা করি টেকটিউনসের সাথে থাকবেন।

আপনার প্রতিটি টিউনই আসাধারন এবং অনেক মুল্যবান তথ্যে ভরপূর থাকে যা আমাদের নিত্য নুতুন প্রযুক্তি জ্ঞানের পিপাসা মিটায়।
আপনার প্রতিটি টিউন থেকে সব সময় নতুন কিছু জানি,নুতুন কিছু শিখি।
তাই আপনাকে টপ টিউনার হিসাবে পুরস্কৃত হতে দেখে সত্যিই ভালো লাগছে।
অনেক অনেক শুভ কামনা আগামী দিন গুলোর জন্য।
আশা করি এইভাবে সামনের দিন গুলোতেও যেন “টিটিকে” আপনার চমকপ্রদ টিউন গুলো দিয়ে মাতিয়ে রাখবেন ।
আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।

    আইনুল ইসলাম: আপনার সাথে আমিও একমত 😀

    আপনি কেবল সুন্দর টিউনই করেন না বরং সুন্দর টিউমেন্টও করেন। নিয়মিত টিউন করে টপ টিউনারের সারিতে আসার জন্য আহবান রইলো 🙂 আশা করি নিরাশ করবেন না।

    সুন্দর টিউমেন্টের জন্য এত্তোগুলো ধন্যবাদ 🙂

Congratulations ফাহাদ ভাই 🙂 আপনার জন্য শূভ কামনা রইল 😀
আরো অনেক দূর এগিয়ে যান। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো সব সময় আপনার পাশে ;_)

    ধন্যবাদ ভাই, প্রযুক্তির সুরে মেতে থাকুন টেকটিউনসের সাথে। আপনারও জন্যও শুভ কামনা 🙂

ফাহাদ ভাইকে অনেক অনেক স্বাগতম!

অভিনন্দন অভিনন্দন অভিনন্দন । স্বাগতম স্বাগতম সু স্বাগতম সানিম মাহবীর ফাহাদকে।

অভিনন্দন ফাহাদ ভাই ।

Congratulations ফাহাদ ভাই, আপনার জন্য শূভ কামনা রইল |
আরো অনেক দূর এগিয়ে যান। আমরা থাকবো সব সময় আপনার পাশে |

প্রয়োজনীয় ফাইলগুলোকে অনলাইন অথবা অফলাইনে Convert করতে
Visit করুন http://pdftojpgconverters.blogspot.com/

অভিনন্দন ফাহাদ ভাইকে!

অভিনন্দন ভাই।

মাশাআল্লাহ, সকল প্রসংশা আল্লাহর জন্য, যিনি আপনাকে এই সম্মানে সম্মানিত করেছেন।
ঃ তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন। যাকে ইচ্ছা অপমানে পতিত করেন।(৩ঃ২৬)
আল্লাহ যেনো আপনাকে সততার সাথে সামনে এগিয়ে যাবার শক্তি দান করেন। আমীন……

অভিনন্দন

Techtune facebook page ki holo kono update hoy na?

Congratulation sanem vai

Level 0

মাশাআল্লাহ । অভিনন্দন রইল “সানিম মাহবীর ফাহাদ” ভাই।

Congtats top 10 guru

ভাই আপনার টিউন কব পাবো .. আর অপেক্ষা করতে পারছিনা।

    আজ কালকের মধ্যেই পাবেন। ব্যস্ততার কারনে এ মাসে বেশি টিউন করতে পারছি না। তবে খুব শীঘ্রই আপনার অপেক্ষার অবসান হবে।

      হুম, দেখলাম অসাধারন কোন তুলনা নাই। ধন্যবাদ দিয়ে ছোট্ট করবো না এজন্য ধন্যবস্তা। 😀

সত্যই আপনার টিউনগুলো অনেক মানসম্মত। আশা করি আপনি নিয়মিত টিউন করে যাবেন।
ধন্যবাদ

    আপনার কথা শুনে অনুপ্রাণিত হলাম। আশা করি সব সময় টেকটিউনসের পাশেই থাকবেন।

ধন্যবাদ 🙂 স্প্যামিং না করলে আরেকটু বলা হতো।

আপনি সেই সরলতাময় সানিম ভাই…
…যার জন্যে টপ টিউনার সম্মান অপেক্ষা করে।

শুভ কামনা রইলো,

congratulation bhai…apnar ei safollo dekhe sotti bukta khushite bhore uthlo..apni amader jamalpur er gorbo..we are proud for me..doa kori future a aro onek valo kichu kore onek boro kichu orjon koren ei prottasai kori….

    sorry bhai……we are proud for u

      ধন্যবাদ সিফাত, আপনার টিউমেন্ট দেখে ভালো লাগলো। জামালপুরের কাউকে টেকটিউনসে দেখলে আমারও ভালো লাগে।

আপনাকে অভিনন্দন ভাই 🙂

অভিনন্দন ভাই , আশা করি ধারাবাহিকতা বজায় রাখবেন ।

টিউনের বিষয়বস্তুতে এমন শব্দ/শব্দ সমূহ/অক্ষর/সংকেত (Symbol) রয়েছে যা টেকটিউনসে নিষিদ্ধ। এগুলো হচ্ছে: …..

এখানে আমি জানবো কিভাবে যে কোন শব্দ এর জন্য এই সমস্যা হচ্ছে?

    টেকটিউনসে প্রয়োজন ছাড়া অতিরিক্ত চিহৃ ব্যবহার করা নীতিমালা বিরোধী। আপনার টিউনে আপনি (…..) ডট ব্যবহার করেছেন যেটা টেকটিউনস সাপোর্টেড নয়। অপ্রয়োজনীয় ডটগুলো মুছে টিউন করুন দেখবেন আর কোন সমস্যা হবে না।

Level 2

congratulation ভাই….

শুভেচ্ছা।

স্বাগতম ভাইয়া। আপনি খুব হেল্পফুল 🙂

Congratulation.স্বাগতম ভাইয়া। আপনার জন্য শুভ কামনা রইলো।

অভিনন্দন,আপনার কাজ থেকে অনেক কিছু পেয়েছি আশা করছি ভবিষ্যৎতে ও পাব…………………………….

    টেকটিউনসের পাশেই থাকুন। আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।

ধন্যবাদ ভাই

আমি নতুন

Thanks for your post! please visit
http://www.GoMasty.Com

সানিম মাহবীর ফাহাদ ভাই আমার কমেন্ট টা কি স্প্যামিং হয়েছে?

অভিনন্দন ও শুভ কামনা রইল…আপনাদের মত মেধাবী টিউনার দ্বারাই এগিয়ে যাবে প্রযুক্তির এই বৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক