গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকদের ক্রয়কৃত ডাটা প্রত্যাহার করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহকের মাঝে গ্রামীণফোনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের দাবি এ ভাবে এক রাতেই গ্রাহকদের কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রামীণফোন।
ভুক্তভোগী গ্রাহকগণ জানান, বুধবার (২২ জুলাই) পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের জন্য মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্রদানের আহবান জানান বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণফোন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে অসংখ্য টিউন পড়ে। ফলে বিজ্ঞাপন দেখেই দেশের বিভিন্ন জেলার লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক *500*91# ডায়েল করে ২ জিবি (১জিবি+১জিবি) ডাটা নেন। অনেকে একাধিক বারও এ সুযোগটি নিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১.৩০টা পযন্ত অনেক গ্রাহক তাদের ক্রয়কৃত ডাটা ব্যবহার ও করেছিলেন। কিন্তু ওই দিন বেলা ২ টার পর অনেক গ্রাহকগণ নেট ব্যালেণ্স চেক করে দেখতে পান যে, তাদের নেটের ব্যালেন্সে কোন ডাটাই নেই। উপরন্ত তাদের একাউন্টে টাকা ও নেই। তাতে হাজার হাজার গ্রাহকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এর পরপরই ক্ষুব্ধ গ্রাহকগণ গ্রামীণের কাস্টমার সেন্টারে কল দিয়ে অভিযোগ দিতে থাকেন। গ্রাহকদের ভাষায় এটা সম্পুন্ প্রতারণা।
জিপির এ আচরণে ক্ষুবদ্ধ গ্রাহক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নুরুল হুদা মাটিনী এ টিউনার কে বলেন, জিপির এ প্রতারণামূলক আচরণের কারণ জিজ্ঞাসা করতে বৃহস্পতিবার বেলা ৪.৩০ টার দিকে তাদের হেল্প লাইন ১২১ এ ফোন করলে কাষ্টমার কেয়ার থেকে আমাকে জানান হয় এটা নাকি তাদের টেকনিক্যাল সমস্যা।
নুরুল হুদা মাটিনী ছাড়াও লক্ষ্মীপুর এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রতারিত গ্রাহক ফোন করে এবং সামাজিক মাধ্যমে তাদের একই অভিযোগ করেছেন যে গ্রামীণফোন তাদের ক্রয়কৃত ডাটা প্রত্যাহার করে নিয়েছে। পক্ষান্তরে তাদের টাকা ফেরত দেয়নি।
গ্রাহকদের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের ব্যবস্থাপক মোঃ হাসান এ টিউনার কে বলেন আপনার মাধ্যমে অভিযোগ পেয়েছি বিষয়টি জানার পর বলা যাবে।
আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।
আমার টাকা ফেরত দিছে।