ডাক্তার ও মেডিক্যাল স্টুডেন্টদের পরনে থাকা সাদা কোট থেকেই নাকি হাসপাতালে ইনফেকশন ছড়াচ্ছে! সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, এই সাদা কোটই হল সংক্রমণের আঁতুড়ঘর। যে কারণে, দাবি উঠেছে ভারতীয় ডাক্তারদের ওই ফুলহাতা সাদা কোট পরা নিষিদ্ধ করতে হবে। তা হলে, সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে ধারণা সেই গবেষকদের।
বেঙ্গালুরুর ইয়েনেপোয়া মেডিক্যাল কলেজ থেকে স্নাতকোত্তর করা এডমন্ড ফার্নান্ডেজ জানান, রোগীদের সংক্রমণের হাত থেকে বাঁচাতে হলে, ডাক্তারদের সাদা ফুলহাতা কোট পরা আগে বন্ধ করতে হবে। তাঁর বক্তব্য, প্রতিটি হাসপাতালেরই এ জন্য
একটা কমিটি থাকা উচিত, যার কাজ হবে হাসপাতালে এই সংক্রমণের দিকটা নজরে রাখা।
তবে, এডমন্ডের কথায়, সংক্রমণ রোখার প্রথম ধাপই হল, ডাক্তারদের সাদা কোটে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যমন্ত্রককে উদ্যোগী হয়েই সেটা করতে হবে। BMJ নামে এক জার্নালে সম্প্রতি এই গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয়েছে।
এডমন্ড সেখানে বলেছেন, ভারতীয় ডাক্তারদের সাদাকোর্টের একটা ঐতিহ্য রয়েছে। ১৯ শতক থেকেই ডাক্তাররা এই কোট পরছেন। তার পরেও এটা অস্বীকারের উপায় নেই এই কোট কিন্তু রোগীদের জন্য বিপজ্জনক। সংক্রমণ ছড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, দেখা যায় মেডিক্যাল স্টুডেন্টরা হাসপাতালে এসে ওই কোট পরেন না। সেই সুবিধাও সব হাসপাতালে নেই। যে জন্য। হস্টেল থেকে কোট পরে হাসপাতালে আসেন। ফলে, রাস্তা থেকেই ধুলোবালির সঙ্গে জীবাণু চলে আসে সাদা কোটে। ওই গবেষকের বক্তব্য, জুনিয়র ডাক্তাররা আজকাল সাদা কোট পরে শপিংমল এমনকী সিনেমা দেখতেও চলে যাচ্ছেন। তার পর সেই কোট পরেই হাসপাতালে ঢুকে পড়ছেন।।
এর আগে একই কারণে ব্রিটেনও ডাক্তারদের সাদা কোট পরা নিষিদ্ধ করেছে। ২০০৭ থেকে আর কোনও ডাক্তার সাদা কোট পরেন না।এমনকী ২০০৯ সালে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও চেয়েছিল ডাক্তারদের সাদা কোট পরা বন্ধ করতে। যদিও, অনেকের আপত্তিতে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
আমি জুলহাস সেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hmm good information