দাদা গিরির কিছু গুগলি প্রশ্ন নিয়ে নিন…।কখন কোথায় কাজে লাগে বলা তো যায়না।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গুগলি প্রশ্নঃ
১। ৮+৮=১, কখন হয়?

২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?

৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?

৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?

৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?

৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?

৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?

৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?

৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?

১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?

১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?

১২। কোন পাখি উড়তে পারেনা?

১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?

১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?

১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে

১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?

১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?

১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?

১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?

২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?

এইবার যেগুলো দেবো সেগুলো আরেকটি প্রোগ্রাম থেকে নেওয়া। নিছক আনন্দের জন্যেই তৈরী করা হয়েছিল... 🙂

২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?

২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?

২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?

২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...)

এবার প্রশ্নটা করছি:::

কি এমন যা লাল এবং টং টং করে?

উত্তর মিলিয়ে নিনঃ

১। ৮+৮=১, কখন হয়?
উ: ১৬আনায় এক টাকা হলে।

২। আপনি সুরঞ্জিতকে তার বয়স জিজ্ঞেস করলে সে বললো তার বয়স ১৩। তারপরে আপনি তাকে তার বাবার বয়স জিজ্ঞেস করলেও সে বললো ১৩। আমরা জানি যে সুরঞ্জিত মিথ্যা কথা বলেনা। তাহলে এটা কিভাবে সম্ভব হলো?
উ: তার বাবা বাবা হয়েছেন সুরঞ্জিতের জন্মের পর। তাই বাবা'র বয়সও তেরো বছর।

৩। আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?
উ: আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল।

৪। আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?
উ: সেটা ছিল ডায়াবেটিস বিস্কিট এবং উপরে লেখা ছিল "Suger FREE"

৫। ৫২ তলা building ৩৫ তলার flat এর balcony থেকে কি করে শূণ্যে পৌছবেন?
উ: লিফটে গিয়ে 0 প্রেস করবেন। লিফটের 0 বাটন দ্বারা গ্রাউন্ড ফ্লোরকে বোঝাবে ...

৬। অন্য প্রাণীদের তুলনায় জিরাফের গলা কেন লম্বা হয়?
উ: কারণ, জিরাফের মাথা এবং ঘাড়ের দূরত্ব বেশি।

৭। এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
উ: সে জল জ্বাল দিচ্ছিল ...

৮। একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
উ: সিটবেল্ট পড়েনি। পেন্টের বেল্ট পড়েছিল ...

৯। Mr. আর Mrs. বোস সিনেমা দেখতে যাবেন বলে ঠিক করেছেন। Mrs বোস বললেন একসঙ্গে গল্প করতে করতে সিনেমা দেখবো, দুটো ধারের টিকেট নিয়ে এসো। Mr. বোস দুটো ধারের টিকিটই নিয়ে এলেন। কিন্তু তারপরেও Mrs. বোস রেগে গেলেন। কেন?
উ: সামনে-পিছনে

১০। আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
উ: মোবাইল ক্রেডিট

১১। একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?
উ: এক "ড"জন

১২। কোন পাখি উড়তে পারেনা?
উ: বাচ্চা পাখি

১৩। মাথার উপরে "ছাদ" থাকে; ছাদের মাথায় কি থাকে?
উ: মাত্রা থাকে

১৪। আপনি আপনার পরিচিত একজনের কাছে তার মোবাইলের নাম্বার চাইলেন। সে আপনাকে তার মোবাইলের নাম্বার দিল। কিন্তু তার নাম্বারে কল দিলে আপনি শুনতে পেলেন, "The number you dialed doesn't exist"। কীভাবে সম্ভব?
উ: মোবাইলের মডেল নাম্বার

১৫। আমি তোমার চোখের সামনে সবসময় উঠি-আর বসি, কিন্তু তুমি আমাকে দেখতে পাওনা। আমি কে
উ: চোখের পাতা

১৬। বাড়িতে পছন্দের হিরোর ছবি রাখা আমাদের অভ্যাস। কার/কিসের/কোন ছবি আমাদের সবার বাড়িতে আছে?
উ: নোটের উপরের ছবি

১৭। একটি কাপড়ের দোকান অথচ সেখান থেকে কেউ কাপড় কেনেনা আবার কাপড় বিক্রিও হয়না। কিন্তু সেই দোকানের মালিকের প্রতিদিন লাভ হয়। কীভাবে?
উ: কাপড়ের তৈরী দোকান

১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
উ: ১৫মিনিটে।

১৯। ক্রিকেট ম্যাচে LBW OUT কখন হয়?
উ: যখন আম্পায়ার আউট দেয়

২০। একটি কেক-কে তিনবার কেটে আটটা সমান টুকরো কিভাবে করবেন?
উ: মাঝখান থেকে কেটে X করে কাটবো।

২১। তোমার হাতে একটা পাউরুটি দেওয়া হলো, তুমি মাখনটা কোনদিকে লাগাবে ?
উ: পাউরুটি দেওয়া হয়েছে। মাখনতো দেওয়া হয়নি

২২। পত্নী আর পেত্নীর মধ্যে মিল কোথায় ?
উ: কেউই ঘাড়ে উঠলে আর নামতে চায়না

২৩। একটা পানা পুকুরে দুটো হাতি পড়ে গেছে। তুমি কীভাবে তুলবে ?
উ: প্রথমে একটাকে তুলবো, পরে আরেকটাকে

২৪। কি এমন যা লাল এবং টং টং করে? - টমেটো (..."টং টং" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - ঘন্টা (..."লাল" কনফিউজ করার জন্যে...)

কি এমন যা লাল এবং টং টং করে? - বই (..."লাল এবং টং টং" দুটোই কনফিউজ করা জন্যে...)

এবার প্রশ্নটা করছি:::

কি এমন যা লাল এবং টং টং করে?
উ: ফায়ার ব্রিগেডের গাড়ির লাল বাত্তি। (এইবার কোন কনফিউজ করিনি।

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা , মজা পেলাম, Continue প্লিজ

আসলেই মজার…………।
ধন্যবাদ শেয়ার করার জন্য

হা হা হা, মজা পেলাম ।

১৮। আপনার কছে একটি পাত্র আছে যার মধ্যে একত্রে MAXIMUM দুটি মাছ ভাজতে পারেন। একটি মাছের একপাশ ভাজতে ৫মিনিট লাগে। আপনার কাছে তিনটি মাছ আছে। সবচেয়ে কম সময়ে তিনটি মাছ কতক্ষণে ভাজতে পারবেন এবং কিভাবে?
উ: ১৫মিনিটে।

বুঝলাম না। ২০ মিনিট হওয়ার কথা ছিল

    vy প্রথমে দুইটা মাছ নিয়ে এক পাশের ভাজা হল। তারপর ওই দুইটা মাছের একটা এবং যেই মাছের কোনো পাশ ভাজা হয়নি সেই মাছ নিয়ে ভাজা হল। এর পরের টুকু আপনি নিজেয় বুঝতে পারবেন।

অনেক মজার টিউন,,,,,,please continue

Prothom a proshno gulor sathei uttor dilei valo hoto?
Mojha pailam 🙂

কিপ ইট আপ, অনেক ভাল লাগলো।