যাঁরা যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন মেসেঞ্জার ব্যবহার করতে চান তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার সুবিধার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে পুরো নাম আর মোবাইল নম্বর দিয়েই এই সেবা ব্যবহার করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েবের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক মেসেঞ্জার টিমের সদস্যা ডেভিড মার্কাস তাঁর ফেসবুক পেজে লিখেছেন, যাঁরা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহার করতে চান তাঁদের নাম ও মোবাইল নম্বর বাধ্যতামূলক। তবে ফেসবুকের পরামর্শ হচ্ছে— ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জার সেবাটি ব্যবহার করলে তাতে ব্যবহারকারীর নানা সুবিধা হয়।
এর আগে এ বছরের জুন মাসে ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারকে ফেসবুকের থেকে আলাদা একটি সেবা হিসেবে পরিচয় করিয়ে দেয় এবং পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে অ্যাকাউন্ট ছাড়া মেসেঞ্জার ব্যবহারের সুবিধা দেয়। এবারে সারা বিশ্বের জন্য সুবিধাটি উন্মুক্ত করে দিল ফেসবুক।
আসা করি এইসেবাটি সকলের উপকারে আসবে এবং সবাই এই সেবাটি ব্যবহার করতে পারবে। ধন্যবাদ ফেসবুককে এই সেবাটি চালু করার জন্য।
Collected From :- Prothom-alo.com
নিজের টিউমেন্ট ঃ- ফেসবুক যে দিন দিন কি করবে তা একমাত্র মার্ক ই জানে দিন দিন নতুন নতুন ফিচার ফেসবুক ব্যবহার মনে হয় বারাই দিচ্ছে। ওর মাথায় যে কি চলছে তা কে জানে।
ধন্যবাদ ভাল থাকবেন সুখি হোক আপনার জীবন।
TheTechThesis(আমার সাইট দয়া করে একবার ঘুরে আসবেন)
আমি সুব্রত সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 297 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
দেয়ার মত কিছু নাই
sondoor