বেশ ঘটা করেই বাজারে আসছে উইন্ডোজ ১০

টিউন বিভাগ খবর
প্রকাশিত

wINDOWS 10
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশন বেশ জাঁকজমকের সঙ্গেই বাজারে ছাড়তে যাচ্ছে নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০। এ উপলক্ষে বেইজিং, সিডনি, টোকিও, লন্ডন, নয়াদিল্লি, সাওপাওলো ও নিউইয়র্কে অনুষ্ঠানের আয়োজন করছে প্রতিষ্ঠানটি। উদ্বোধন উদ্যাপনের অংশ হিসেবে দাতব্য প্রতিষ্ঠানে এক কোটি ডলার দান করার ঘোষণাও এসেছে। গত সোমবারে মাইক্রোসফট তাদের এসব পরিকল্পনার কথা প্রকাশ করে।
কম্পিউটার এবং ট্যাবলেট ব্যবহারকারীদের হাতে ২৯ জুলাই থেকে নতুন উইন্ডোজ তুলে দেবে মাইক্রোসফট। বিশ্বের ১৯০টি দেশের উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদের সুযোগ পাবেন। ২৯ জুলাইয়ের পর বাজারে যেসব উইন্ডোজ-সমর্থিত কম্পিউটার আসবে, সেসবে নতুন অপারেটিং সিস্টেমই ইনস্টল করা থাকবে।
২০১৩ সালে উইন্ডোজ ৮ বাজারে ছেড়েছিল মাইক্রোসফট। তবে অপারেটিং সিস্টেমটি প্রতিষ্ঠানটির আশা পূরণে ব্যর্থ হয়। সবার দৃষ্টি এখন উইন্ডোজ ১০-এর দিকে। ২০১৮ সালের মধ্যে ১০০ কোটির বেশি যন্ত্রে উইন্ডোজ ১০ ব্যবহার করা হবে বলে মাইক্রোসফটের ধারণা।
আগে শুধু পার্সোনাল কম্পিউটারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রকাশ করা হলেও এবার স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার এমনকি তাদের গেম খেলার যন্ত্র এক্সবক্সেও উইন্ডোজ ১০ চলবে বলে জানায় মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর জন্য তৈরি অ্যাপস তাই চলবে যেকোনো যন্ত্রেই।
উইন্ডোজ ১০-এর সফটওয়্যার পরীক্ষকদের সম্মানে আরও ১৩টি শহরে অনুষ্ঠানের আয়োজন করা হবে—এক ব্লগে এমনটাই জানিয়েছেন মাইক্রোসফটের নির্বাহী ইউসুফ মেহদী। তিনি আরও লেখেন, ‘আমাদের সবচেয়ে বড় সমর্থক—৫০ লাখের বেশি উইন্ডোজ ইনসাইডারদের অভূতপূর্ব কাজের উদ্যাপন করব।’

মাইক্রোসফটের সাত হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সাড়ম্বরে উইন্ডোজ ১০ উদ্বোধনের ঘোষণা এলো। গত বছরেই ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। মুঠোফোনের ব্যবসাকে ঢেলে সাজাতেই নাকি তাদের এমন আয়োজন। পার্সোনাল কম্পিউটারের বাজার দখলে রাখলেও স্মার্টফোন বাজারে নিজের অবস্থান পাকাপোক্ত করতে গুগল আর অ্যাপলের সঙ্গে ঠিক পেরে উঠছে না মাইক্রোসফট। প্রযুক্তি অঙ্গনে একসময়ের শীর্ষস্থানে থাকা মাইক্রোসফটকে পুনরায় উজ্জীবিত করতে চান ২০১৪ সালে প্রধান নির্বাহীর দায়িত্বে নিয়োগ পাওয়া সত্য নাদেলা।

Collected From :- Prothom-alo.com

PythonBD.Gq (আমার সাইট দয়া করে একবার ঘুরে আসবেন)

Level 0

আমি সুব্রত সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 297 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

দেয়ার মত কিছু নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valoi hobe ……

onek din jabod opekkha kortesi…

Welcome

Level 2

good

কবে যে Activator সহ পাবো

Can’t wait for 29 july

jibonre   
Level 2

@ ভারতীয় বাঙ্গালী aapnar janno age thake die dilam windows 10 activation crack with serial key
https://www.techtunes.io/windows/tune-id/374172

jibonre   
Level 2

@ সুব্রত সাহা Thanks for your tune ..