এসে গেল কথা বলার নতুন সোশাল নেটওয়ার্ক Talker10, লিখে মনের ভাব আদান প্রদান করার চেয়ে কথা বলে চমকে দেয়া অনেক সহজ এবং সাবলীল। লেখার ভিড়ে হারিয়ে যাওয়া আবেগকে ফিরে পেতে চালু হয়েছে এই সাইটটি। বন্ধুদের কথা শুনুন, তাদের সাথে গল্প করতে বসে পড়ূন। আড্ডাকেও নিয়ে আসুন আপনার মনিটরের পর্দায়। প্রিয়জনকে জন্মদিনে উইশ করুন, গান গান, আবৃত্তি করুন। এসব কিছুই হবে এখন Talker10 সাইটে।
এজন্য আপনার ল্যাপটপ কিংবা একটা হেডফোনই যথেষ্ট। শুধু সাইটটিতে লগইন করুন, আর শুনতে থাকুন সবার কথা। বলুন আপনার নিজের। শেয়ার করুন বন্ধুদের সাথে। মজার মজার জোকস শুনিয়ে দিন একেবারে নিজের গলায়। আর হ্যাঁ, সাইটটা বেশ কিছুটা নতুন। তাই নতুন কোন ফিচার চাইলে ফিডব্যাক এ আমাদের জানান।
লেখা কিংবা ভিডিও আদানপ্রদান করার অনেক মজার সাইট থাকলেও, কথা বলার সুবিধা নিয়ে খুব কম কাজ করা হয়েছে। অডিও নির্ভর সাইটগুলো সাধারণত গান শোনা কিংবা মিউজিক ভিডিও- তেই সীমাবদ্ধ থাকে। অথচ কথা বলে মনের ভাব প্রকাশ করা মানুষের জন্য সবচেয়ে সহজ। Talker10 সোশাল নেটওয়ার্কে আমরা সেই সহজ মাধ্যমটিকেই বেছে নিয়েছি।
কি আছে Talker10 এ?
Talker10 সোশাল নেটওয়ার্কে আপনি অডিও স্ট্যাটাস দিতে পারবেন।
আপনি চাইলে পছন্দের ছবি আপলোড করতে পারবেন।
পছন্দের লিংক বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
আর টিউমেন্টের বেলায় আপনি কথা বলেই তা পারবেন।
নিজের বলা কথা চাইলে আপনার ব্লগে Embed করতে পারেন।
এরকম আরো চমৎকার অনেক কিছু অপেক্ষা করছে আপনার জন্য।
তাহলে ঝটপট ক্রোম কিংবা ফায়ারফক্স খুলে বসুন আর মেতে থাকুন talker10.com নিয়ে।
আমি শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি স্টুডেন্ট। কম্পিউটার সায়েন্স অ্যন্ড ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টে পরছি।
ভালো টিউন .,,, সাইটটাও দারুন ..ধন্যবাদ ।