তৃতীয় বারের মত ফিফা নারীদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই

আশা করি সবাই ভাল আছেন  !

আজ   আমি  কিছু দিবো  না  কিন্তু  একটা  খবর  শেয়ার করবো  তাহলো

গত বিশ্বকাপ জয়ী জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো ফিফা নারীদের বিশ্বকাপ শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। ২০১১

গত বিশ্বকাপ জয়ী জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো ফিফা নারীদের বিশ্বকাপ শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। ২০১১ বিশ্বকাপের ফাইনালে জাপানের কাছে পেনাল্টিতে হেরে গিয়েছিল যুক্তরাষ্ট্র।
রোববার কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্যালেস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের এই জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন অধিনায়ক কার্লি লয়েড। মাত্র ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ৫-২ গোলে জয় পায় যুক্তরাষ্ট্র।
ম্যাচের তৃতীয় মিনিটেই  প্রথম গোল করে এগিয়ে দেন লয়েড। দুই মিনিট পরই জাপান একটি ফ্রি-কিক বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্বিতীয় গোলটি পেয়ে যান ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।আরেক মিডফিল্ডার লরেন হলিডে ব্যবধান বাড়ানোর পর প্রায় ৫০ গজ দূর থেকে দারুণ এক শটে হ্যাটট্রিক পূর্ণ করেন লয়েড। ম্যাচের ১৬ মিনিটের মধ্যে ৪ গোল খেয়ে হতভম্ব হয়ে যায় এশিয়ার পরাশক্তিরা।
বিরতির আগে জাপান একটি গোল শোধ করলেও খেলায় আর ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের জনস্টনের আত্মঘাতী গোলে একটু আশা দেখেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে দুই মিনিট পরই ডিফেন্ডারদের ভুল টবিন হিথ গোল করে ৫-২ করে জয় ছিনিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
দীর্ঘ ১৬ বছর পর আবার বিশ্বকাপ শিরোপা উঠল যুক্তরাষ্ট্রের নারীদের হাতে। তারা সর্বশেষ বিশ্বকাপ জেতে ১৯৯১ সালে। প্রথম বিশ্বকাপ জিতেছিল ১৯৯১ সালে। ফিফা নারী বিশ্বকাপের সাতটি আসরে তিনবার শিরোপার জয়ের রেকর্ড এখন যুক্তরাষ্ট্রে। সূত্র: এএফপি


সবাইকে ধন্যবাদ আমার টিউন পরার জন্য

সবাই  ভাল  থাকবেন  আর টেকটিউন এর সাথে  থাকুন,

 ফেসবুক a আমি

Level 0

আমি ওয়ার্ডপ্রেস মাষ্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 474 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস