সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডার ইনস্টিটিউটের প্রথম ব্যাচের গ্রাজুয়েটদের সমাপনী অনুষ্ঠান ‘পিচ নাইট ফর ফাউন্ডার ইন্সটিটিউট গ্রাজুয়েট’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দুই গ্রাজুয়েটকে চেক প্রদান করেছে আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ক্যাপিটাল। সহযোগিতায় ছিলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে বেসিস সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান। উপস্থিত ছিলেন ফেনক্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কাইল ক্লিং, ফাউন্ডার ইনস্টিটিউট ঢাকা চ্যাপ্টারের পরিচালক সাজিদ রহমান, সহ-পরিচালক মিনহাজ আনোয়ারসহ মেন্টর, বিচারক ও বিনিয়োগকারীরা।
ফাউন্ডার ইনস্টিটিউটের তিন মাসব্যাপি প্রশিক্ষণের পর পাঁচজন গ্রাজুয়েট বিচারক ও বিনিয়োগকারীদের সামনে নিজ নিজ প্রতিষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। গ্রাজুয়েটরা হলেন মো. আবু সাঈদ (টিউটর৭১), শাহ পরাণ (হ্যান্ডিমামা), একেএম মাকসুদুজ্জামান (ট্যাপস্টার ইন্টার্যাকটিভ), খোবাইব চৌধুরী (স্টাইলাইন কালেকশন) ও মাহবুব ই ইলাহী রন (স্মার্টকমপেয়ার)।
এর মধ্যে বিচারক ও বিনিয়োগকারীদের বিচারে বিনিয়োগের জন্য শাহ পরাণ (হ্যান্ডিমামা) ও মাহবুব ই ইলাহী রন (স্মার্টকমপেয়ার) নির্বাচিত হন। নির্বাচিতদের প্রত্যোককে হাতে ফেনক্সের পক্ষ থেকে ১৫ হাজার মার্কিন ডলারের চেক তুলে দেন বেসিস সভাপতি শামীম আহসান।
এর আগে বিভিন্ন উদ্যোক্তাদের মধ্য থেকে এ পাঁচজনকে বাছাই করে উদ্যোগ ও ব্যবসা পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ দেয় ফাউন্ডার ইন্সটিটিউট। বিনিয়োগপ্রাপ্ত অর্থ উদ্যোক্তারা ব্যবসার প্রসার, লোকবল নিয়োগসহ সার্বিকভাবে ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।
এর আগে ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল। বিশ্বব্যাপি বিভিন্ন উদ্যোগে ও ব্যবসায় বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে বিশ্বমানের প্রযুক্তি কো¤পানি গড়ে তোলার জন্য এ বছরের শুরুর দিকে সমঝোতা চুক্তিসই করেছিল ফাউন্ডার ইনস্টিটিউট ও বেসিস।
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।