মোটরসাইকেলের খেতাব অর্জন করলো ১৯২৯ সালে নির্মিত ব্রগ সুপিরিয়র কোম্পানিরে ৯৮৬ সিসির আলপাইন গ্র্যান্ড স্পোর্টস মোটরসাইকেল। 😆সম্প্রতি এক নিলামে এ ব্রান্ডের একটি মোটরসেইকেল বিক্রি হয়েছে প্রায় পৌনে চার কোটি টাকায়। গণ নিলামে এর আগে এত দামে কোনো মোটরসাইকেল বিক্রি হয়নি। 😈
ব্রগ সুপিরিয়র ব্রান্ডের মোটরসাইকেল বিশেষভাবে নির্মিত আর এর প্রতিটি মোটরসাইকেলে থাকে আভিজাত্যের ছোঁয়া। গত ২১ বছরে কোম্পানিটি ১৯টি মডেলের মাত্র ৩০৪৮টি মোটরসাইকেল তৈরি করেছে। এ কারণেই মোটরসাইকেলগুলো সহজলভ্য নয়। আর তা সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। 👿
কি জেনে ফেললেন তো সব চেয়ে দামী মোটর সাইকেল এর কথা!! \
এখন এটা সপ্ন দেখেন! যে এটা কি ভাবে কিনবেন!! 😈
যদি কিনে ফেলেন তা হলে আমায় একটূ চরাবেন?? 😆
আমাকে পাবেন ফেইসবুক এ 😀
https://www.facebook.com/MR.masum.ahmed
আমার আর টিউন দেখতে পারেন
আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম জানলাম ।