বাজারে আসছে অকুলাস ভিআর হেডসেট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দেখতে একটু অদ্ভুত, কিন্তু গেমের জগতে হারিয়ে যেতে অসাধারণ যন্ত্র ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। আর এ ধরনের ভিআর নির্মাতা ‘অকুলাস ভিআর’ এবার নতুন হেডসেট নিয়ে আসছে, যা বাজারে পাওয়া যাবে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই। বর্তমানে এ হেডসেটের পরীক্ষামূলক ডেভেলপার সংস্করণ পাওয়া যাচ্ছে। ফেসবুকের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ভিডিও গেমের জগতে নতুন এক পরিবর্তন নিয়ে এসেছে। ২০১২ সালে প্রতিষ্ঠিত অকুলাস ভিআরকে গত বছর প্রায় ২০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। অকুলাসের হেডসেট বাজারে আসার ঘোষণা দেওয়ার পরেই জানা গেছে, সনিও আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যেই প্লেস্টেশনের জন্য হেডসেট বাজারে আনতে যাচ্ছে। গেম নির্মাতা প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজি কনসালট্যান্সির গেম বিভাগের প্রধান পিরেয়স হার্ডিং রোলস বলেন, ‘দুই বছর ধরে ভিআর নিয়ে গেমিং জগতে নতুন এক উন্মাদনা তৈরি হয়েছে। তবে এ ভিআর বাজারজাত শুরুর আগে আমার মনে হয়, প্রতিষ্ঠানগুলোর আরও ভাবা উচিত।’ এখনো বলা মুশকিল যে এ হেডসেটগুলোর বিক্রি কেমন হবে। তবে আশাবাদী নির্মাতারা। বিশেষ এ ভিআর হেলমেটটির সাহায্যে কম্পিউটার জেনারেটেড এবং সিনেমাভিত্তিক ছবির সরাসরি একটি অবস্থা চোখের সামনেই দেখা সম্ভব। আর গেমার চাইলে ডানে-বাঁয়ে মাথা নাড়িয়েও উপভোগ করতে পারবেন গেমিংয়ের জীবন্ত এবং অসাধারণ এক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতার জন্যই গেমপ্রেমীরা অকুলাস ভিআরকে গ্রহণ করবে বলেও মনে করছেন নির্মাতারা। স্মার্টফোনের সঙ্গেও অকুলাস ব্যবহারের সুবিধা নিয়ে কাজ করছে একাধিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। ইতিমধ্যে স্যামসাং গ্যালাক্সি নোট এবং গ্যালাক্সি এস৬ স্মার্টফোনের সঙ্গে অকুলাস কিট বিক্রি শুরু করেছে। নতুন এ যন্ত্রের জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে গেমপ্রেমীদের। বিবিসি অবলম্বনে কাজী আলম   বিজ্ঞান ও প্রযুক্তি সকল প্রকার খবর পেতে এখনি লাইক করুন নিচের পেইজটিতেবিজ্ঞান ও প্রযুক্তি

Level 0

আমি খাদিমুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠Bismillahir Rahmanir rahim♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠ About me............. Name: "Khadimul Islam" Nickname: "Khadim" Date of birth: "4/7/1996" Birth Place: "Tangail" Hometown: "Tangail" Current Residence: "Tangail, Bangladesh" Nationality: "Bangladeshi" Religion: "Islam" Height: 5'2.5" Hobby: "Music&Gaming" Favourite Language: "Bengali" Hair Colour: "Black" Eyes Colour: "Black" Favourite Drinks: "Tiger & Speed & Haven" Favourite Food: "Fushka,Halim,chicken...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস