আসসালামুয়ালাইকুম। মোটামুটি ভাল একটা টিউন এটা। প্লিজ পড়ে দেখুন।
পদার্থবিজ্ঞানী এবং উদ্ভাবক, ব্রুনো বার্জ (Bruno Berge), সম্প্রতি একটি তরল অপটিক্যাল লেন্স তৈরি করেছেন।
এ লেন্স তৈরীতে ব্যবহৃত হয়েছে বৈদ্যুতিক সিক্তকরণ (Electro-wetting) হিসাবে পরিচিত প্রক্রিয়া, যাতে পানির ফোঁটা একটি ধাতু নির্মিত সাবস্ট্রেটে (substrate) জমা রেখে সূক্ষ অপরিবাহী উপাদানের স্তর দ্বারা আবৃত করা হয়। যখন ধাতুটিতে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন তা জলবিন্দুটির কোণের পরিবর্তন ঘটায়।
এই নতুন লেন্সে দুই ধরণের তরল পদার্থ ব্যবহার করা হয়েছে, পানি এবং তেল, যার প্রথমটি বিদ্যুৎ পরিবাহী কিন্তু শেষোক্তটি বিদ্যুৎ অপরিবাহী। ভোল্টেজের পরিবর্তনের কারণে দুই প্রকার তরলের মধ্যকার পৃষ্ঠের বক্রতার পরিবর্তন ঘটে, ফলে লেন্সের ফোকাস দূরত্বেরও পরিবর্তিত হয়।
এই লেন্সটি তাপমাত্রার একটি বড় সীমার মাঝে কাজ করতে পারবে এবং সাধারণ অপটিক্যাল লেন্সের থেকে এর গুণগত মান অত্যন্ত উচ্চ হবে।
ধারণা করা হচ্ছে, এই লেন্সে তরল হিসাবে পানি এবং তেল ব্যবহার করার ফলে এর নির্মাণ খরচ কমবে। এক্ষেত্রে বিদ্যুতের ব্যবহারও অত্যন্ত কম।
দয়া করে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি বাংলার বাঘ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছুই না