উচ্চশিক্ষা নিয়ে আমাদের মনে কত প্রশ্ন।
কীভাবে প্রিপারেশন নিব? কোন দেশে যাব?
কী সাবজেক্ট পড়ব? ফান্ডিং? স্কলারশিপ?
আই ই এল টি এস, জি আর ই, টোফেল ইত্যাদি ইত্যাদি।
এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আগামী ১৮ই মে বিকাল ৪ টায় শুরু হবে CUET ক্যাম্পাসে একটি বিশেষ সেমিনার। মিস করলে আপনারই লস!
#Arranged by Bangladeshi Student and Alumni Association in Germany
Website
Facebook (Trusted by 44,000+ members)
In collaboration with Erasmus Mundus Students & Alumni Association (EMA) and Australian Awards Ambassador.
#কারা থাকছেনঃ
★ Speaker 1:
Miss Tanzia Islam
• Doctoral Researcher
• Technical University of Berlin, Germany
★ Speaker 2:
Mr. Ram Krishna Mazumder
• Assistant Professor, IEER, CUET
• Ambassador, Erasmus Mundus Association, Bangladesh
★ Speaker 3:
Professor AMAM Zonaed Siddiki
• Professor and Director (R&E), Chittagong Veterinary and Animal Sciences University
• Australian Awards Ambassador for Bangladesh
#কী থাকবেঃ
• বিদেশে পড়াশোনা কেন করবেন, কীভাবে করবেন?
• কীভাবে ঠিক করবেন কোন দেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তা?
• স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে পড়াশোনার সম্ভাবনা
• কীভাবে এপ্লাই করতে হয় এবং কীভাবে স্কলারশিপ খুঁজবেন
• আই ই এল টি এস এবং জি আর ই নিয়ে প্রাথমিক ধারণা
• কীভাবে প্রফেসরদের ইমেল করবেনঃ ইমেল করার কলাকৌশল
• সফলভাবে ভিসা পেতে কী করণীয় তার ব্যাপারে সামগ্রিক আলোচনা
• বিদেশে পড়াশোনা করার অভিজ্ঞতার গল্প
• বিদেশে যাওয়ার পর সহায়তার জন্য বাংলাদেশি এ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ তৈরি
• সবশেষে, সেমিনারে বক্তাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ
বিশেষ আকর্ষণঃ সেমিনারে অংশগ্রহনকারীদের তথ্যবহুল DVD দেয়া হবে।
#কখন, কবে, কোথায়ঃ
তারিখ : ১৮ই মে, ২০১৫
সময় : বিকাল ৪টা
ভেন্যু : ওয়েস্ট গ্যালারি, চুয়েট (West Gallery, CUET)
রেজিষ্ট্রেশন ফি: ৫০ টাকা
আসনসংখ্যা সীমিত: ১০০টি
Did you know?
Bangladeshi Student and Alumni Association in Germany is a non-profit org. Thus the fee will be entirely used to conduct the seminar and for the donation purpose of other social activities.
#অংশগ্রহণের পদ্ধতি:
Step 1. Fill online Pre-Registration form.
Form Link
Step 2.Collect and Submit ‘Final Registration Form’ at
Institute of Earthquake Engineering Research (Ground Floor, Engineering Building) along with your registration fee(50 Taka), for first 100 persons only.
3. Deadline: 14 May, 2015
4. In any case you need more info., please contact:
Arnob Chowdhury (Mehdi Hasan Chowdhury), Lecturer, EEE
Ram Krishna Mazumder , Asst. Prof., IEER
#বিশেষ দ্রষ্টব্যঃ
১, সেমিনারে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
২, এই ইভেন্ট এর wall এ চাইলে আগে থেকে প্রশ্ন করতে পারেন। প্রশ্নগুলো কালেক্ট করে সেমিনারে উত্তর দেয়ার চেস্টা থাকবে।
আমি ক্যাপ্রিসিয়াস বাছেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।