অবশেষে বিপদ কাটল ব্লগস্পট ব্লগারদের…

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত ৭২ ঘন্টা মধ্যে ব্লগস্পট ব্যবহারকারীদের উপর পুরা ১২০০ মেগাহার্জের তুফান গেছে। যদিও সমস্যাটা সবার হয় নাই। যারা গত ৭২ ঘন্টার ভিতরে ব্লগার টেমপ্লেট এডিট করেছেন শুধু তাদের সমস্যা হয়েছে।

গতকাল বিকালে ব্লগার মারুফ ভাই'র সাইট কাজ করতে গিয়ে এই সমস্যার মুখোমুখি হই। যার কারনে মারুফ ভাই আর আমার উপর দিয়া ১২০০+ মেগাহার্জের তুফান গেছে।

মূল সমস্যা টা হল Auto readmore Script. টেমপ্লেট এর মধ্যে কোন কিছু এডিট করলেই এই স্কীপটি কাজ করে না। ফলে হোমপেইজে সকল পোষ্ট গুলো এলোমেলো হয়ে যায়। যেকোন টেমপ্লেট এমন কি ব্লগারের ডিফল্ট টেমপ্লেটগুলোতেও একই সমস্যা করেছে।

যদিও এই সমস্যাটা ব্লগার টিম নিজে স্বীকার করে নিয়েছে। তারা এই সমস্যাটির কারনে গুগল ফোরামে একটি নোটিশ দিয়েছিল।

সেখানে তারা তাদের সমস্যা কথা বলেছিল এবং এর সমাধান দ্রুত করা হচ্ছে বলে জানিয়েছিল।

যাই হউক অবশেষে তারা এই সমস্যাটির সমাধান করেছে দীর্ঘ ৭২ ঘন্টা পর।

 

এই সমস্যার সমাধান হয়েছে - জানিয়ে ব্লগার টিম আরেকটি নোটিশ দিয়েছে কিচ্ছুক্ষন আগে। তবেই না শান্ত হলাম 😛

 

এখন সবাই বিপদ মুক্ত। তারপরেও সবসময় বিপদ এড়াতে টেমপ্লেট এর ব্যাক-আপ নিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর ব্লগস্পটের যাবতীয় আপডেট পেতে যোগ দিতে পারেন আমাদের Blogspot Blogger's Forum Bangladesh ফেইসবুক গ্রুপে।

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেমপ্লেটের ব্যাক-আপ নিয়ে রাখলে আসলেই অনেক মাথা-ব্যাথা থেকে মুক্তি পাওয়া যায়।

Amar hoi nai..Baicha gesi..