ইন্টারনেট এক্সপ্লোরারের দিন শেষ -এখন মাইক্রোসফটের নতুন ব্রাউজারের নাম “এজ”

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে অনেকেরই নেট জীবনের সূচনা হয়েছিল। কয়েক দিন আগে মাইক্রোসফট যখন এক্সপ্লোরার যুগের ইতি টানল তখন হয়তো তাদের মনটা খারাপই হয়ে গিয়েছিল। ইন্টারনেট এক্সপ্লোরার গেছে এসেছে নতুন শিশু এজ।

মাইক্রোসফটের নতুন ব্রাউজারের নাম এজ। খুবই গোপনীয় ‘প্রজেক্ট স্পার্টান’ এর আওতায় নতুন এই ব্রাউজারের কাজ করা হয়েছে। মাইক্রোসফটের কর্মকর্তাদের মতে, খুবই হালকা এবং বেশি গতির ব্রাউজার হবে এজ। হালকা মানের মোবাইল এবং ডেস্কটপে খুব সহজেই রাখা যাবে ব্রাউজারটি। বাড়তি জায়গার প্রয়োজন হবে না এর জন্য।

ntv onlineমাইক্রোসফট আরো বলছে, এজ ব্রাউজারে যোগ করা হয়েছে বিল্টইন নোটেশন টুল,  ঝামেলা মুক্ত রিডিং মোড। সেই সাথে ব্রাউজারের সাথে যোগ করা হয়েছে কোর্তানা, ব্যক্তিগত ভয়েস অ্যাসিসট্যান্ট উইন্ডোজ অ্যাপ্লিকেশন।

মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো বেলফিয়োরে বলেন, ‘এজকে তৈরি করা হয়েছে মূলত উইন্ডোজ টেনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। উইন্ডোজ টেন অপারেটিংয়ে চালিত যেকোনো ডিভাইসেই ব্যবহার করা যাবে ব্রাউজারটি।’

এজ নামের মাহাত্ম্য প্রসঙ্গে বেলফিয়োরে বলেন, ‘আমাদের কাছে নামটিকে সৃষ্টিশীলতা এবং ভোক্তাদের জন্য উপযুক্ত মনে হয়েছে। ইন্টারনেট এখন অনেকটাই পরিবর্তিত। ব্যবহারকারীদের চাহিদাতেও পরিবর্তন এসেছে, তারা নানা ডিভাইস দিয়ে ইন্টারনেট ব্যবহার করছে। সেভাবেই এজ ব্রাউজারকে তৈরি করা হয়েছে।’

কবে ব্যবহারকারীরা নতুন এই ব্রাউজার ব্যবহারের সুযোগ পাবে সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য দেননি বেলফিয়োরে, ‘আমরা এখনো পরীক্ষামূলক ব্যবহার চালাচ্ছি ব্রাউজারটির। আমরা আরো কিছু সুবিধা এতে যোগ করতে চাই- যাতে মানুষ একে অপরের সাথে সহজেই ওয়েব অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে।’

শুধু উইন্ডোজ টেন অপারেটিং এবং পরবর্তী আপডেট সংস্করণগুলোর জন্য জন্যই তৈরি করা হচ্ছে এজ ব্রাউজারকে।

সৌজন্যে : এনটিভিবিডি.কম – বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ এর লোয়ার ভার্সনে ইউজ করা গেলে ভালো লাগতো । অপেক্ষা করতে হবে উইন.১০ রিলিজ না হওয়া পর্যন্ত ।