Acer/এসার বাজারে আনল ৩ সিমের স্মার্টফোন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দুয়ের অধিক সিম ব্যবহারকারীদের জন্য সুখবর। প্রযুক্তি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এসার বাজারে নিয়ে এলো ৩ সিমের স্মার্টফোন। প্রযুক্তি বিষয়ক আন্তজাতিক সংবাদ মাধ্যম ম্যাশাবেশ শুক্রবার এ খবর দিয়েছে। ম্যাশাবেলের খবরে গত বৃহস্পতিবারি এ নতুন ডিভাইসটি যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের বিষয়টি নিশ্চিত করা হয়।

ইউটিউবে ফোন এরেনার এক ভিডিও থেকে দেখা যায়, লিকুইড এক্স২ নামের ডিভাইসটিতে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৩ সিম ব্যবহারের সুবিধা থাকার পাশাপাশি এতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৬৪-বিটের অক্টা-কোর প্রসেসর রয়েছে।

লিকুইড এক্স২ এর জন্য কুইক টাচ ফ্লিপ কেস উন্মোচন করেছে এসার। যার মাধ্যমে ফ্লিপ কাভার না খুলেই মিউজিক, আবহাওয়া, সময়সহ অন্যান্য ফিচারগুলো নিয়ন্ত্রণের সুবিধা পাবেন ব্যবহারকারী। ডিভাইসটির চার হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দিবে।

লিকুইড এক্স২ এর মূল্য এবং কবে নাগাদ আন্তর্জাতিক বাজারগুলোয় পাওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস