আল্লাহ আমাদের হেফাজত করেছেন। ঘড়ির কাটায় আজ যখন ১২.১৬ আমি ল্যাপটপের সামনে কাজ করছিলাম । মনে হল আকষ্কিভাবে চেয়ার থেকে পড়ে যাচ্ছি। ভাবলাম মাথা ঘুরছে তার পর ঘন ঘন এই রকম হতে লাগল। ফ্যান বন্ধ ছিল। দেখলাম ফ্যান নড়ছে। তখন বুঝতে পারলাম সাথে সাথে দৌড় দিয়ে রুমের বাইরে আসলাম। সবাই দ্রুত বাইরে আসতে বললাম। তখন সবাই দেখলাম পড়ে যাবার উপক্রম। আল্লাহকে ডাকতে লাগল সবাই। ১২.২০ মিনিটে বন্ধ হল ভুমিকম্প। তবে জীবনে এত বড় ভুমিকম্প এবং এত স্থায়ী ভুমি কম্প দেখিনী। জানি না দেশের কোথায় কি অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেছেন।
আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপিউটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক
amio paisi…ami toh voy paisi