এই মাত্র সারা দেশে ব্যাপক ভুম্পিকম্প অনুভুত হল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আল্লাহ আমাদের হেফাজত করেছেন। ঘড়ির কাটায় আজ যখন ১২.১৬ আমি ল্যাপটপের সামনে কাজ করছিলাম । মনে হল আকষ্কিভাবে চেয়ার থেকে পড়ে যাচ্ছি। ভাবলাম মাথা ঘুরছে তার পর ঘন ঘন এই রকম হতে লাগল। ফ্যান বন্ধ ছিল। দেখলাম ফ্যান নড়ছে। তখন বুঝতে পারলাম সাথে সাথে দৌড় দিয়ে রুমের বাইরে আসলাম। সবাই দ্রুত বাইরে আসতে বললাম। তখন সবাই দেখলাম পড়ে যাবার উপক্রম। আল্লাহকে ডাকতে লাগল সবাই। ১২.২০ মিনিটে বন্ধ হল ভুমিকম্প। তবে জীবনে এত বড় ভুমিকম্প এবং এত স্থায়ী ভুমি কম্প দেখিনী। জানি না দেশের কোথায় কি অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেছেন।

আমি imran ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান আহমেদ, পেশাঃ কমপি‍উটার পরিসেবা, জন্মস্থানঃ মাগুরা জেলা, শখঃ অন লাইনে তথ্য প্রযুক্তির খোজ খবর নেওয়া, অপছন্দঃ ফেসবুক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amio paisi…ami toh voy paisi

আমি দেখিনিই, কোন জায়গায়?

Level New

দীর্ঘ সময় হয়েছে।

হ্যাঁ অনেক সময় ধরে হলো।

ক্লাস করতেছিলাম হটাত দেখি বিল্ডিং নড়তেছে, ৩ তালা তে ছিলাম, সবাই বাইরে বেরিয়ে আসলাম, তারপর খুব সুন্দরভাবেই দেখলাম ভুমিকম্প এর তাণ্ডব, পাশে পুকুর ছিল পানি এদিক ওদিক করতেছিল, যারা এক তালা তে ছিল তারা হইত ভাল মত ঠিক পায়নি কিন্তু ৩ তালার উপর থেকে বুঝতে পারছি দারুন,

    @লিমন: ভুমিকম্পের মাঝে দারুন কি দেখলেন। এটা আল্লাহর গজবের একটা উদাহরণ মাত্র

১২.৪৯ মিনিটে দ্বিতীয়বার হয়েছিল

কথা ভাল বাট এতা ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিলেই পারতেন, টেকটিউনস একটা টেকনোলজি বিষয়ক ব্লগ। কিছু মনে করবেন না প্লিজ।

এটা কি ভূমিকম্প শেয়ার করার জায়গা নাকি ?

নিজের কাহিনি লিখে টিউনের সংখ্যা একটা বাড়াইলেন নাকি?

    @আইনুল ইসলাম: দুনিয়ায় কিছু মানুষ আছে যাদের নাক অনেক লম্বা। সব যায়গাতেই গন্ধ খোজা যাদের অভ্যাস

ইটস ওকে, , , অনেকেই আছেন ফেসবুকের থেকে টেকটিউনসে থাকতে পছন্দ করেন, , , আজকের ভুমিকম্প সম্পর্কে অনেকেই জানতে পারবে , ,

দুঃখিত গজব হবে,