আসসালামু আলাইকুম । আশা করছি সবাই ভালো আছেন । প্রথমেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম কে অভিনন্দন জানাই তাদের সাফল্যর জন্য । এক দিকে ক্রিকেটে যেমন বাংলাদেশ টিম সাফল্যর ধারা নিয়ে এসেছে ঠিক একই ভাবে বাংলাদেশের অনেক মেধাবী মুখ বাংলাদেশের নাম তুলে ধরছে বিশ্বের দরবারে । তাদেরই একজন যার নাম হল সাদিয়া আফরিন । বুয়েটের ০২ ব্যাচ এই ছাত্রী বর্তমানে পিএইচডি করছে মালেয়শিয়ার নটিংহাম University তে । সেইখানেই তিনি অংশগ্রহন করেছেন একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় । তার গবেষণার বিষয় ক্যান্সার নিয়ে । গবেষণার এই প্রতিযোগিতায় প্রথম রাঙ্ক এ থাকা বাক্তিকে দেয়া হবে তার রিসার্চ এর জন্য বড় ফান্ড ।
সাদিয়া আফরিন এর গবেষণার আইডিয়াকে ভোট দিয়ে তার গবেষণাকে স্বাগত জানান ।সবার সাহায্য এবং চেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে নিয়ে আসুন সবার আগে । সবার ভোট এবং সাপোর্ট এর মাধ্যমেই আমরা পারব তাকে বিজয়ী করতে ।
যেভাবে ভোট দিবেন
প্রথমেই সাদিয়া কে ভোট দেয়ার জন্য নিচের লিঙ্ক এ যান
http://thinkable.org/submission/2077
এবার উপরের এর ছবির মত দেখানো লগিন এ ক্লিক করুন ।
লগিন এ ক্লিক করলে নিচের মত একটি উইন্ডো আসবে যেখানে আপনি আপনার ফেসবুক অথবা জিমেইল দিয়ে লগিন করতে পারবেন । যে কোন একটি অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন ।
লগিন করে আবার চলে যান লিঙ্ক এ
http://thinkable.org/submission/2077
এর পরে লগিন থাকা অবস্থায় উপরের ছবিতে দেখানো ভোট বাটন এ ক্লিক করুন ।
আসুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে । তবে খেয়াল রাখবেন একই আইপি থেকে একাধিক ভোট দিবেন না ।তাহলে সেটি বাতিল ভোট হিসেবে গণ্য হবে। প্রতিবেদন টি সবার সাথে শেয়ার করুন । ধন্যবাদ ।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, ভাললাগলো আপনার পড়ে।