অনলাইনে “ডিভি লটারী-২০১২” আবেদনের নিয়মাবলী

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন বাংলাদেশী অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১২ কর্মসূচী। প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসুচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়।

এই প্রোগ্রামের আবেদন প্রক্রিয়া শুরু হল আজ ৫ই অক্টোবর মধ্যহ্ন থেকে। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ৩রা নভেম্বর মধ্যরাত পর্যন্ত। ডিভির ফল পাওয়া যাবে আগামী বছরের ১লা মে থেকে ৩০ই জুন পর্যন্ত অনলাইনে।

আবেদনের নিয়মঃ

অন্যান্যবারের মত এবারো ডিভি লটারীর আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে এই ঠিকানায়।
ডিভি আবেদনের দিকনির্দেশিনা বাংলাতে পাওয়া যাবে এইখানে এবং ইংরেজিতে এইখানে।
এইখানে লক্ষনীয় যে, ডিভির আবেদনপ্রক্রিয়া শুরুর দিকে করায় ভালো।পরবর্তীতে আবেদনকারীদের চাপ বেশি থাকায় কারীগরি ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে।

আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ

ডিভি ওয়েবসাইটের নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ

১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি
৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য

একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।

ছবি সংক্রান্ত তথ্য ( ধরন,আকার,ফরমেট)

অনেকেই ডিভি ফরমের সঙ্গে কেমন ছবি সংযুক্ত করতে হবে তার সঠিক নির্দেশনা না জেনে আবেদন করেন।ফলে আবেদন গ্রহনযোগ্য হয় না। আবেদনকারী নিজেই ছবির গ্রহনযোগ্যতা পরীক্ষা করতে পারবেন এই ঠিকানার “ফটো-ভেলিডেটর” থেকে।
ছবি নেয়ার মাধ্যম দুইটি -ক্যামেরা ও স্ক্যানার। সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ডে এমনভাবে ছবি তুলতে হবে যাতে ছবির ৫০ থেকে ৬৯ শতাংশ জায়গাজুড়ে আবেদন
কারীর মুখমন্ডল দেখা যায়। ক্যামেরায় তোলা ও স্ক্যান করা ছবির ক্ষেত্রে "২৪ বিট কালার" হতে হবে।(ফটোশপে ২৪ বিট ছবি বানানোর নিয়ম দেখতে এখানে ক্লিক করুন ) ছবির ফরম্যাট করতে হবে জেপিইজি (.JPEG) ফরম্যাট এ। ছবির রেজ্যুলেশন হবে ৬০০ পিক্সেল(দৈর্ঘ্য) এবং ৬০০ পিক্সেল (প্রস্থ) । স্ক্যানের ক্ষেত্রে ডিপিয়াই(DPI) দিতে হবে ৩০০। লক্ষ রাখতে হবে ছবির সাইজ যেন ২৪০ কিলোবাইটের বেশী না হয়।

ডিভি আবেদনকারীর যোগ্যতাঃ

নূন্যতম ১২ বছরের শিক্ষা অর্থাৎ উচ্চ-মাধ্যমিক ( এইচ.এস.সি) স্তর সম্পন্নকারীরাইডিভি আবেদনের যোগ্য। যারা উচ্চ-মাধ্যমিক পাস করেননি তারা যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর কর্তৃক অনুমোদিত কাজে দুই বছরের অভিজ্ঞতা বা প্রশিক্ষন থাকলেই আবেদন করতে পারবেন।

কোন কোন পেশার/কাজের গ্রহনযোগ্যতা যুক্তরাষ্ট্রে আছে তা জানতে এইখানে ক্লিক করুন।

আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যাতা বা পেশার সনদের দরকার হয়না। ডিভিপ্রাপ্তির পরই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

ডিভির ফলাফলঃ

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের এই সাইটে পাওয়া যাবে ডিভি ভিসাপ্রাপ্তির তথ্য।আবেদনকারীরা প্রাপ্ত “কনফার্মেশন নাম্বার” বা নামের শেষাংশ বা পারিবারিক নাম ও জন্মসালসহ এই সাইটে সাবমিট করলেই জানা যাবে ভিসাপ্রাপ্তির তথ্য। যারা ডিভি জেতেননি তাদের কোনো তথ্য এই সাইটে প্রদর্শিত হবে না। এছাড়াও ডাকযোগে চিঠির মাধ্যমেও বিজয়ীদের জানানো হবে।


বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন এইখানে।


[ অফটপিকঃ অরিজিনাল প্রিন্টের ইবুক লাগলে এখানে খোজ করতে পারেন ]

[অফটপিকঃ টেকটিউনের টিউনার এডমিন প্যানেল খুব সমস্যা করতেসে। কর্তৃপক্ষের নিকট আবেদন তারা যেন সমস্যাগুলোর দ্রুত সমাধান করে।এই পোস্ট আগে প্রকাশ হয়েছিল কিন্তু পরে দেখি হাওয়া]

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের টিউন.ধন্যবাদ আপনাকে

খুব সুন্দর টিউন হয়েছে! দারুন!অনেক অনেক ধন্যবাদ!

    ধন্যবাদ। দৈনিক পত্রিকা ও ডিভি-লটারীর সাইট থেকে তথ্যসমুহ কালেক্ট করা হয়েছে।

তথ্যবহুল বিশাল পোস্ট। আচ্ছা যারা ১২ বছরের শিক্ষা অর্থাৎ উচ্চ-মাধ্যমিক ( এইচ.এস.সি) স্তর সম্পন্নকরতে যাচ্ছে অর্থ্যাৎ পরীক্ষা দিবে তারা কি আবেদন করতে পারবে?

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    সাধারনত উচ্চ-মাধ্যমিক ( এইচ.এস.সি) পরীক্ষা শেষ হওয়ার ২ বছর পর আবেদন করতে হয়। এক্ষেত্রে আপনি আবেদন করতে পারেন যদি আপনার বয়স ২১ বছর হয় এবং সাথে কাজের ২ বছরের অভিজ্ঞতা লাগবে।

খুব সুন্দর টিউন হয়েছে! দারুন!অনেক অনেক ধন্যবাদ! মোটকথা অসাধারণ অপূর্ব অতুলনীয় । আচ্ছা আমি ২০০৬ সালে H.S.Cপরীক্ষায় পাস করে বর্তমানে Digree B.S.S
করছি , এখন কথা হচ্ছে আমার 2d year final পরীক্ষার রেজাল্ট যেহেতু এখন দেই নাই মানে digree এখনও রানিং সেহেতু আমি education এর জায়গায় কি দিতে পারি ।দয়া করে যদি বলেন খুব খুশি হব। ধন্নবাদ আপনাকে ।আল্লাহ হাফেয।

    সর্বশেষ যে শিক্ষাস্তর(এইচ.এস.সি) শেষ করেছেন সেটিই উল্লেখ করবেন।

    ডিভির বাংলা দিকনির্দেশিনা এর পিডিএফ ফাইলটা ডাউনলোড করুন উপর থেকে।ওইখানে বিস্তারিত বলা আছে।

মোটকথা অসাধারণ অপূর্ব অতুলনীয় । আচ্ছা আমি ২০০৬ সালে H.S.Cপরীক্ষায় পাস করে বর্তমানে Digree B.S.S
করছি , এখন কথা হচ্ছে আমার 2d year final পরীক্ষার রেজাল্ট যেহেতু এখন দেই নাই মানে digree এখনও রানিং সেহেতু আমি education এর জায়গায় কি দিতে পারি ।দয়া করে যদি বলেন খুব খুশি হব। ধন্নবাদ আপনাকে ।আল্লাহ হাফেয।

ভাই আপনার পোষ্ট নিয়ে কিছু বলার আগেই পোষ্ট টা প্রিয়তে নিয়া নিছি। আর কি বলুম কন

Level 0

অনেক ধন্যবাদ।

পোষ্টটা প্রিয়তে রাখলাম ধন্যবাদ।

Akbar daraw bondu bohudine paisi tumar lag

Thanks 4good tunes

ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যাবাদ পড়ার জন্য।

Level 0

ধন্যবাদ নতুনদের অনেক কাজে লাগবে,,,,,,,,,,,,,,।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। এইটা দিয়ে আমার খুব উপকার হল।

সর্বোচ্চ শিক্ষা আমি কোনটা দিতে পারি ?১২ বছরের শিক্ষাগত যোগ্যতা যেহেতু সেহেতু আমি এই ২ টার মধ্যে কোনটা দিতে পারি 1.high school,no digree 2.high school digree ।৮ নং এ আমি এড্রেস লাইন ১ এ গ্রাম ও পোস্ট অফিস একসাথে লিখা যাবে কিনা ? জানালে উপকৃত হব ।

    ভাই এগুলো তো আপনি ও বুজবেন। high school,no digree মানে আপনি হাই স্কুলে পড়েছিলেন কিন্তু সার্টিফিকেট নিতে পারেন নি। আর সার্টিকিকেট আছে তাহলে হবে high school digree । এখালে হাইস্কুল+কলেজ(এইচ।এস।সি)=হাইস্কুল। বিদেশে হাইস্কুল সাধারনত ১২ গ্রেড পর্যন্ত হয়।:)

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । আর জনাব সবচেয়ে ভাল হত যদি আপনি একটি ফর্ম পুরন করে এ নিয়ে আর একটি টিউন করতেন ,তাহলে আসা করি সবার ভুলভ্রান্তি গুলি সহজেই ধরতে পারতো । ভুল করতনা কেও । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় । আল্লাহ্‌ হাফেয ভাল থাকবেন এই কামনা রইল

    সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল দিলে ভাল হয়।যদিও এ সংক্রান্ত কোনো তথ্য আমার চোখে পড়েনি।

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । আর জনাব সবচেয়ে ভাল হত যদি আপনি একটি ফর্ম পুরন করে এ নিয়ে আর একটি টিউন করতেন ,তাহলে আসা করি সবার ভুলভ্রান্তি গুলি সহজেই ধরতে পারতো । ভুল করতনা কেও । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । আর জনাব সবচেয়ে ভাল হত যদি আপনি একটি ফর্ম পুরন করে এ নিয়ে আর একটি টিউন করতেন ,তাহলে আসা করি সবার ভুলভ্রান্তি গুলি সহজেই ধরতে পারতো । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । আর জনাব সবচেয়ে ভাল হত যদি আপনি এ নিয়ে আর একটি টিউন করতেন ,তাহলে আসা করি সবার ভুলভ্রান্তি গুলি সহজেই ধরতে পারতো । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল ।

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । আর জনাব সবচেয়ে ভাল হত যদি আপনি এ নিয়ে আর একটি লিখা লিখতেন ,তাহলে আসা করি সবার ভুলভ্রান্তি গুলি সহজেই ধরতে পারতো । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল ।

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে । নাকি ওয়ার্ড এর প্রথম টা ক্যাপিটাল হবে । প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল ।

লেখা গুলি কি সব ক্যাপিটাল লেটার হবে ?প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল ।

প্রতি বছর যদি আমাদের দেশে যদি এক লক্ষ লটারি ফরম পুরন করে তাহলে বাছাই তেই বাদ পরে যায় ৮০,০০০০ । তাই যদি ফরম পুরন করে একটা টিউন করেন তাহলে এই বাংলার সবাই উপকার পায় ।ভাল থাকবেন এই কামনা রইল ।

Level New

আমার নাম “Din Muhammad Sumon”

তাহলে আমি
a. Last/Family Name
b. First Name
c. Middle Name

এই ঘর গুলো কিভাবে পূরণ করব?