দেশের ই-কমার্স ব্যবসায়ের প্রচার ও প্রসারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ই-কমার্স অ্যালায়েন্স গঠন করেছে। এটি দেশের ই-কমার্স কমিউনিটিকে তুলে ধরবে। এছাড়া প্রয়োজনীয় পলিসি, যোগাযোগ উন্নয়ন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশের ই-কমার্সের প্রতি সাধারণের সচেতনতা বাড়াতে কাজ করবে। যেসব কোম্পানি অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় বা এ সম্পর্কিত সেবা দিচ্ছে সেসব কোম্পানি এই অ্যালায়েন্সের সদস্য হতে পারবে।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের কর্মপরিকল্পনা ও দেশের ই-কমার্সের বর্তমান অবস্থা নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বেসিস সভাপতি শামীম আহসান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্ণিভাল হলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, বিসিএস সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ ও আইএসপিএবি সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি জনাব রাসেল টি আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ।
বেসিস সভাপতি শামীম আহসান বলেন, বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে বাংলাদেশে দ্রুত এগিয়ে যাচ্ছে অনলাইনে কেনাকাটা বা ই-কমার্স। ২০১০ সালের অক্টোবর মাসে আমরা বেসিসের পক্ষ থেকে অনলাইনে কেনাকাটার পেমেন্ট গেটওয়ে চালু করার প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব আতিউর রহমানের সাথে দেখা করি। ওনাকে অনুরোধ জানাই অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করার জন্য। উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিয়ে এসআরও ড্রাফট করান এবং সেটি জারি করার ব্যবস্থা করেন। যার ফলে বাংলাদেশে ই-কমার্সের যাত্রা শুরু হয়। পরবর্তীতে বেসিস এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ই-কমার্সের প্রসারে ই-কমার্স উইক ও অন্যান্য নানা প্রোগ্রামের আয়োজন করে। ই-কমার্সের লেনদেন নিরাপদ করতে বেসিসের অনুরোধে/পরামর্শে বাংলাদেশ ব্যাংক দ্বি-স্তর বিশিষ্ঠ অথেনটিকেশন সিস্টেম চালু ও প্রয়োজনীয় আদেশ জারি করে। দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বেসিসের সদস্য কোম্পানি। আমরা জানি, আমেরিকা, কানাডা, জাপান, সিঙ্গাপুর, জার্মানীসহ পৃথিবীর বিভিন্ন দেশে ই-কমার্স উৎসাহিত করতে ই-কমার্স ভিত্তিক পণ্য ও সেবা লেনদেন ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে। বর্তমান সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার যে কার্যক্রম হাতে নিয়েছে, তার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে ই-কমার্স বিস্তারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা, ডিজিটাল সার্টিফিকেট প্রচলন ইত্যাদি। তবে ই-কমার্সের দ্রুত বিস্তারের জন্য কিছু মূসক অব্যাহতি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তাই এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের মিনিস্ট্রিয়াল কনফারেন্সে আমি দেশের ই-কমার্স ব্যবসায় বৈপ্লবিক পরিবর্তন আনতে অন্তত ১০ বছরের জন্য মূল্য সংযোজন কর প্রত্যাহার করার দাবি জানাই। সেখানে উপস্থিত মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে প্রতিশ্রুতি দেন।
বেসিস সভাপতি আরও বলেন, ই-কমার্সের এই উন্নয়নে এখন সময় এসেছে এসব কোম্পানির মানোন্নয়ন ও গ্রাহকদের ভোগান্তি যাতে না হয় সেদিকে নজর দেওয়া। এছাড়া সচেতনতা তৈরি, প্রয়োজনীয় পলিসি তৈরিসহ বিভিন্ন পদক্ষেপ নিতেই ‘বেসিস ই-কমার্স অ্যালায়েন্স’ গঠন করা হচ্ছে। এই অ্যালায়েন্স দেশে ও দেশের বাইরে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ই-কমার্স ব্যবসা সম্প্রসারণে নিয়ামকের ভূমিকা পালন করবে এবং এর মাধ্যমে জনসাধারণের কাছে ই-কমার্সের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। একইসাথে দেশের অর্থনৈতিক কাঠামোও শক্তিশালী হবে। ই-কমার্সের ভোক্তারা যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হন এবং ই-কমার্স প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিগগিরই বেসিস থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান বলেন, বেসিস বরাবরই ই-কমার্সের প্রসারে কাজ করছে। তথাপি ই-কমার্স ব্যবসাকে অধিকতর গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বেসিস ই-কমার্স অ্যালায়েন্স গঠনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বেসিসের অ্যালায়েন্স সারা দেশের ই-কমার্স কমিউনিটি যেমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান ও প্রখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান এবং সর্বোপরি ই-কমার্স উদ্যোক্তাদের একটি সাধারণ প্ল্যাটফর্ম বলে বিবেচিত হবে বলে আমি আশা করি। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বেসিসকে বাংলাদেশ ব্যাংক আগামীতেও সম্ভব সবরকম সহযোগিতা দেবে।
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ই-কমার্স ব্যবসা যাতে আরো সম্প্রসারিত হতে পারে এবং ই-কমার্স ব্যবসার সাথে ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ আরো যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের সবাইকে সমভাবে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। আর এ লক্ষ্যে বেসিস একটি সময়োচিত পদক্ষেপ নিয়েছে আর তা হলো ‘বেসিস ই-কমার্স অ্যালায়েন্স’ গঠন। এফবিসিসিআইএর অন্যতম সদস্য অ্যাসোসিয়েশন বেসিস ই-কমার্স এর প্রসারের পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের অপরাপর সকল সম্ভাবনাময় ব্যবসা সম্প্রসারণে বেসিস সভাপতি সমান গুরুত্ব দেবেন সেই প্রত্যাশা করি।
বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ বলেন, দেশে ই-কমার্সের উন্নয়নে বেসিস অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বেসিস ই-কমার্স অ্যালায়েন্স গঠন করা হলো। জনসচেতনতা বাড়াতে, ক্রেতা সাধারণের আস্থা অর্জনে, নিয়োজিত জনশক্তির দক্ষতা বাড়াতে, বিভিন্ন পর্যায়ে উপদেশ পরামর্শ এবং আইনী সহায়তা দিতে এই অ্যালায়েন্স কাজ করবে।
অনুষ্ঠানে বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুরকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ঠ বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। এছাড়া আগ্রহী প্রতিষ্ঠানগুলো বেসিস ওয়েবসাইট থেকে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবে।
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।