বাংলার মাধ্যমে ইংরেজীতে কথা বলা শিখুন এবার ইউটিউবে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইংরেজীতে কথা বলতে গেলে আমাদের সবারই কম বেশি সমস্যা হয়। ছোটবেলা থেকে ইংরেজী শিখতে শিখতে বড় হলেও, ইংরেজীতে ঠিক মত কথা বলা হয়ে ওঠে না। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে কিছুদিন পর হতাশ হয়ে যান। মাতৃভাষা ব্যতিত অন্য কোন ভাষা পুরোপুরি রপ্ত করা খুব একটা সহজ নয়। তবে প্রবল চেষ্টার মাধ্যমে অনেকটাই উন্নতি করা যায়। তেমনিভাবে ইংরেজীতে কথা বলা শিখার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে ইংরেজী ভাষায় কথা বলে এমন মানুষ জনের সাথে চলাফেরা করা। যেহেতু এটা খুব একটা সহজ নয়, তাই আমরা সাধারনত বই, ভিডিও অথবা শিক্ষকের কাছ থেকেই ইংরেজীতে কথা বলা শেখার চেস্টা করি।

ইংরেজী শেখার জন্য ইউটিউবে অনেক রিসোর্স রয়েছে। তবে বাংলার মাধ্যমে ইংরেজী শেখার তেমন কোন রিসোর্স ছিল না। তবে সম্প্রতি নতুন একটি চ্যানেল পেলাম যেটি যথেস্ট ভালো মনে হলো। চ্যানেল এর নাম Speak Better English.

চ্যানেলটি একেবারেই নতুন, এই পর্যন্ত মাত্র ২টি ভিডিও আপলোড করা হয়েছে। তবে মনে হচ্ছে নিয়মিতই নতুন ভিডিও আপলোড করা হবে। ঘুরে দেখতে পারেন চ্যানেলটি। আশা করি যারা ইংরেজীতে কথা বলা শিখতে চান তাদের কাজে লাগবে। ধন্যবাদ।

Level New

আমি সিনবাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 594 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি ইন্টারনেট , আমার ল্যাপটপ , আর আমার পরিবারকে ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি আপনার চ্যানেল নাকি? তা না হলে এতো কম রিসোর্স নিয়ে কেও টিউন করে নাকি। তবে মানতেই হবে দুটি ভিডিও খুব ভালো হয়েছে । subscribe করে রাখলাম ।

আমার পরিচিত এক ভাইয়ের।

Level 0

এটা একটা ভালো প্রচেচ্টা। আসলেই আমাদের ইংরেজি তে কথা বলতে গেলে উচ্চারণ টা ঠিক ইংরেজির মতো হয় না। তবে তার আগে আমাদের আগে ভুকাবুলারী বেসি করে জানতে হবে। টিউন করার জন্যে ধন্যবাদ।(চাইলে এই সাইট থেকে ভুকাবলারী শিখতে পারেন) bdword.com