মোবাইল ও ডেস্কটপ দুই ধরনের যন্ত্র থেকেই ইউটিউবে ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা যাবে এবং আপলোড করা যাবে। তবে এখন শুধু অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন বা ক্রোম ব্রাউজারের এমবেডেড ভার্সনের মাধ্যমে দেখা যাবে। পরে আইওস অপারেটিংয়েও এই সুবিধা থাকবে। এখন ইউটিউবে হাতেগোনা কয়েকটি ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা যায় কিন্তু এই সুবিধার ফলে এর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
স্ট্রিটভিউতেও গুগল এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে। গুগল ম্যাপেও এই ভিডিওগুলো যোগ করা হতে পারে। মজার বিষয় হলো আপনার ডেস্কটপ কম্পিউটার থেকে যদি এই ভিডিও অ্যানড্রয়েড মোবাইল সেটে নেওয়া হয় তাহলে রীতিমতো চমকে উঠবেন। কারণ তখন দেখবেন শুধু আপনার মোবাইল বা ট্যাবটিকে ঘুরালেই ভিডিওটি প্যান করছে। কাজেই মাথা না ঘুরিয়েই আপনি পেয়ে যাবেন ভার্চুয়াল রিয়েলিটির অভিজ্ঞতা।
ইউটিউবকে ৩৬০ ডিগ্রি ক্যামেরার সাথে সামঞ্জস্য করে তোলার জন্য এ ধরনের ক্যামেরার নির্মাতাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ।
*এই খবরটি এর আগে এনটিভি অনলাইন এ প্রকাশিত হয়েছে।
আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।