ভার্চুয়াল লাইফে তারকাদের খ্যাতি, জনপ্রিয়তা পরিমাপ করা যায় যায় ফেইসবুক পেজের লাইক এবং টুইটার ফলোয়ার দেখে। তারই ধারা বাহিকতায় আমরা সকলেই জানি ফেইসবুকের সেরা সেলিব্রেটি ছিল শাকিরা , কিন্তু শাকিরা কে পেছনে ফেলে এবার ফেইসবুকে, টুইটারে এগিয়ে থাকলেন পর্তুগিজ খেলোয়াড় রোনালদো। এই পোষ্ট লেখার সময় পর্যন্ত রোনালদোর পেজের লাইকের সংখ্যা ১০৭১০৯৭৫২ জন এবং তার টুইটারে ফলোয়ারের সংখ্যা ৩৪১৯১০০৫। অপর দিকে কলম্ভিয়ান কন্ঠ শিল্পী শাকিরা বর্তমানে(এই পোস্ট লেখার সময়) ১০৭০৯০৬৩২ জন ফেইসবুক ফ্যান এবং ২৯৭৪৮৬৮২ জন টুইটার ফলোয়ার নিয়ে রোনালদোর থেকে পিছিয়ে রয়েছে।
বলা বাহুল্য শাকিরার ফ্যান পেজের লাইক দেখে গত বছর ফেইসবুকের সহ প্রতিষ্ঠাতা স্বয়ং মার্কজুকারবার্গ অভিনন্দন জানিয়েছেন।
শাকিরা বিশ্ব ব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের সেই "ওয়াকা ওয়াকা" গানের মাধ্যমে।অন্য দিকে আর্জেন্টিনার ফুটবল তারকা লিউনেল মেসি ৭৮২৯১৩০৭ জন ফেইসবুক ফ্যান নিয়ে ১৩ তমে রয়েছে ।
পোষ্টটি পুর্বে প্রকাশিত এখানে
আমি আছি ফেইসবুকে
আমি মোঃরকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।