আপনারা হয়ত অনেকেই জানেন "বাংলাদেশ ডিশ সমিতি তাদের সার্ভিস এ জোগ করতে যাচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস ।
জদিও আমাদের দেশেও কিছু VIP এরিয়াতে এই ব্যবস্থা চালু আছে
ব্রডব্যান্ড ইন্টারনেট এর এই পদ্ধতি কে বলা হয় " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC)
আমার জানা মতে সর্ব প্রথম চিন(China) এই প্রজক্তির আবিস্কার ঘটে এবং বর্তমানের ভারতের(India)
কিছু অংশে চালু আছে
সেবার মান ও গ্রহক খরচ
----------------
সেবার মান কেমন হবে তা বলা মুশকিল কেননা আমাদের দেশের ডিশ এর ক্যাবল সুরু ্তহেকেই " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC)
এর প্রয়জন অনুযায়ী ম্যাপ করা হয় নাই
তাছারা নিম্ন মানের ইকুয়েপমেন্ত বা যন্ত্রাংশ ব্যভার তো রয়েছেই
এবার আসি "গ্রহক খরচ" সম্প্রতি জানা গিয়েছে যে " ইথারনেট ওভার কয়াক্স" বা ইওসি(EOC) চালু হবার ফলে
ক্যাবল চ্যানেল সম্পূর্ণ ফ্রী করে দেয়া হবে গ্রহক কে সুধু ইন্টারনেটএর এর বিল গুন্তে হবে
এবং ব্যান্ডউথ এর দাম কেমন হবে তাও জানা জায় নি
------------------
যাই থাক আমি আছি অপেক্ষায় নতুন এই প্রজক্তু দেখার অপেক্ষায়
আমি জিতু Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tai naki, Bapar ta to bes valoy hobe.