আল্লাহ নামে শুরু করছি সবার প্রতি রহিল আমার সালাম ও আন্তরিক ভালবাসা ।আসলে আমি এক প্রতারক কোম্পানীর ফাদে আটকে গেছি । কোম্পনীর নাম Unipay2u । ওদের ওয়েব সাইড হলো http://www.unipay2u.com। তাই আপনাদের কাছে এ কোম্পানী ব্যাপারে কোন রকম তথ্য জানা থাকলে অব্যশই মন্তব্য ঘরে জানাবেন । এ ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করছি । আশা করি সবাই মতামত দিবেন ।
দিন দিন প্রতারকে ভরে যাচ্ছে বাংলাদেশ আর এর স্বীকার হচ্ছেন সাধারন নিরীহ গরীব বেকার যুবকরা। মাল্টিলেভেল মার্কেটিং এর নামে দেশে ব্যবসা করছে ডেসটিনি আর এমনই আর একটা প্রতারক হল unipay2u.com।
প্রতারকরা মাল্টিলেভেল স্বীকার না করলেও রেফারেন্স বিক্রয় এর জন্য ১২% কমিশন দেয় আর প্রোডাক্ট হিসাবে বেছে নিয়েছে গোল্ড কে।
এদের ব্যবসার মুল প্রতারনার ফাদটি হল :
unipay2u কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে গোল্ড কিনে সেই গোল্ড
মালয়েশিয়াতে প্রসেস করে আন্তর্জাতিক বাজারে বিক্রয় করে আপনাকে মাসে ২০% লাভ দিবে । এ ভাবে আপনাকে ১০মাসে ২০০% লাভ দিবে এবং কোন রেফারেন্স সেলের উপর দিবে ১২%। ব্যবসার লাইসেন্স হিসাবে এরা দেখাচ্ছে তা হল মামুলি দুইটা সার্টিফিকেট নামক কাগক যা টাকা দিলেই এদেশে পাওয়া যায়। তাদের একটি হল : ১.জয়েন্ট স্টক কোং থেকে নেওয়া সাকিটফিকেট আব ইনকরপোরেশন
আর আমদানি রফতানি দফতর থেকে নেওয়া "আমদানির সার্টিফিকেট"।কিন্তু তারা কি আমদানি করছে তা বুছা গেল না !!
সবচে অবাক বিষয় হল ওরা আমাদের টাকা দিয়ে গোল্ড কিনে ব্যবসা করবে কিন্তু সে টাকা একটিও মালয়েশিয়াতে যাবে না, টাকা নাকি সব দেশেই থাকবে !! কিন্তু টাকা বিনিয়োগ না হলে লাভ আসবে কিভাবে??
নাকি সব হুন্ডির মাধ্যমে পাঠানো হবে সেজন্য বলছে না !!
গোল্ডের দাম প্রতিদিনই উঠানামা করলেও তাদের লাভ কিন্তু ফিক্সড তাই ব্যবসাতে মন্দা বা, লস হলে কিভাবে ফিক্সড লাভ দেয়া হবে এর উত্তর তার ঠিক করে রেখেছে,বিষয়টা বেশ ফানি!!
ওদের ব্যবসা লস হলে নাকি FORXE ওদের লস দিয়ে দিবে কারন ওরা FOREX এর সাথে ইন্সুরেন্স করা আছে!! বিষয়টা ১০০% ফ্রড কারন FOREX কোন ইন্সুরেন্স কোং না এটা হল বিশ্বের অন্যতম মুদ্রা ব্যবসায়ী যে কেউ এদের এখানে একাউন্ট খুলে ব্যবসা করতে পারে !!
যাই হোক যারা unpay2u.com মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন তারা দয়া করে সাবধানে কারবার করবেন। কারন এসব ফ্রডরা প্রথম প্রথম আপনাকে আকর্ষন করার জন্য এদের কাস্টমারদের যারা আপনার নিরীহ ভাই বা বন্ধু তাদেরকে দেদারছে ২০% করে লাভ দিতে থাকবে কয়েকমাস !! তারপর কি হয় আল্লাহ মালুম !!
সাংবাদিক ভাই এবং বোনেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন এদের মুখোশ খুলে দিন প্লিজ ....................
লেখাটি সামু থেকে নেওয়া
আমার কাছে আরো তথ্য আছে এগুলো পর্যায়ক্রমে যোগ করবো ।
আমি প্রথম ভালবাসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সবাইকে ভালবাসি,,,,,,,,,,,,,,,,,,
এটা ডেসটিনির মতই আরেক ধোকেবাজ কম্পানি। তবে এদের ফাঁদ আরো কঠিন। বাংলাদেশের উর্বর মাটিতে এরা খুব দ্রুতই আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠছে। সরকারও নাকি এদের সাথে পারেনা।