সবাই সাবধান বাংলাদেশে আরেক প্রতারক কোম্পানীর আগমন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আল্লাহ নামে শুরু করছি সবার প্রতি রহিল আমার সালাম ও আন্তরিক ভালবাসা ।আসলে আমি এক প্রতারক কোম্পানীর ফাদে আটকে গেছি । কোম্পনীর নাম Unipay2u । ওদের ওয়েব সাইড হলো http://www.unipay2u.com। তাই আপনাদের কাছে এ কোম্পানী ব্যাপারে কোন রকম তথ্য জানা থাকলে অব্যশই মন্তব্য ঘরে জানাবেন । এ ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করছি । আশা করি সবাই মতামত দিবেন ।

দিন দিন প্রতারকে ভরে যাচ্ছে বাংলাদেশ আর এর স্বীকার হচ্ছেন সাধারন নিরীহ গরীব বেকার যুবকরা। মাল্টিলেভেল মার্কেটিং এর নামে দেশে ব্যবসা করছে ডেসটিনি আর এমনই আর একটা প্রতারক হল unipay2u.com।
প্রতারকরা মাল্টিলেভেল স্বীকার না করলেও রেফারেন্স বিক্রয় এর জন্য ১২% কমিশন দেয় আর প্রোডাক্ট হিসাবে বেছে নিয়েছে গোল্ড কে।
এদের ব্যবসার মুল প্রতারনার ফাদটি হল :
unipay2u কাস্টমারের কাছ থেকে টাকা নিয়ে গোল্ড কিনে সেই গোল্ড
মালয়েশিয়াতে প্রসেস করে আন্তর্জাতিক বাজারে বিক্রয় করে আপনাকে মাসে ২০% লাভ দিবে । এ ভাবে আপনাকে ১০মাসে ২০০% লাভ দিবে এবং কোন রেফারেন্স সেলের উপর দিবে ১২%। ব্যবসার লাইসেন্স হিসাবে এরা দেখাচ্ছে তা হল মামুলি দুইটা সার্টিফিকেট নামক কাগক যা টাকা দিলেই এদেশে পাওয়া যায়। তাদের একটি হল : ১.জয়েন্ট স্টক কোং থেকে নেওয়া সাকিটফিকেট আব ইনকরপোরেশন

আর আমদানি রফতানি দফতর থেকে নেওয়া "আমদানির সার্টিফিকেট"।কিন্তু তারা কি আমদানি করছে তা বুছা গেল না !!

সবচে অবাক বিষয় হল ওরা আমাদের টাকা দিয়ে গোল্ড কিনে ব্যবসা করবে কিন্তু সে টাকা একটিও মালয়েশিয়াতে যাবে না, টাকা নাকি সব দেশেই থাকবে !! কিন্তু টাকা বিনিয়োগ না হলে লাভ আসবে কিভাবে??
নাকি সব হুন্ডির মাধ্যমে পাঠানো হবে সেজন্য বলছে না !!
গোল্ডের দাম প্রতিদিনই উঠানামা করলেও তাদের লাভ কিন্তু ফিক্সড তাই ব্যবসাতে মন্দা বা, লস হলে কিভাবে ফিক্সড লাভ দেয়া হবে এর উত্তর তার ঠিক করে রেখেছে,বিষয়টা বেশ ফানি!!
ওদের ব্যবসা লস হলে নাকি FORXE ওদের লস দিয়ে দিবে কারন ওরা FOREX এর সাথে ইন্সুরেন্স করা আছে!! বিষয়টা ১০০% ফ্রড কারন FOREX কোন ইন্সুরেন্স কোং না এটা হল বিশ্বের অন্যতম মুদ্রা ব্যবসায়ী যে কেউ এদের এখানে একাউন্ট খুলে ব্যবসা করতে পারে !!

যাই হোক যারা unpay2u.com মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছেন তারা দয়া করে সাবধানে কারবার করবেন। কারন এসব ফ্রডরা প্রথম প্রথম আপনাকে আকর্ষন করার জন্য এদের কাস্টমারদের যারা আপনার নিরীহ ভাই বা বন্ধু তাদেরকে দেদারছে ২০% করে লাভ দিতে থাকবে কয়েকমাস !! তারপর কি হয় আল্লাহ মালুম !!

সাংবাদিক ভাই এবং বোনেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন এদের মুখোশ খুলে দিন প্লিজ ....................

লেখাটি সামু থেকে নেওয়া

আমার কাছে আরো তথ্য আছে এগুলো  পর্যায়ক্রমে যোগ করবো ।

Level 0

আমি প্রথম ভালবাসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সবাইকে ভালবাসি,,,,,,,,,,,,,,,,,,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা ডেসটিনির মতই আরেক ধোকেবাজ কম্পানি। তবে এদের ফাঁদ আরো কঠিন। বাংলাদেশের উর্বর মাটিতে এরা খুব দ্রুতই আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠছে। সরকারও নাকি এদের সাথে পারেনা।

    Bhai jodi ata fraud hoye thake tahole government tader shathe parlo na kno….?????? Government kivabe amon akta fraud company k Bangladesh a dhukte dilo bepar ta bujhlam na…
    jini ai post ta koresen shay kivabe trap a porsen sheta details bolle amader jonno shubidha hoto…
    thanks amader k shotorko korar jonno…….

    thanks for aware us//////////

    আচ্ছালমু আলাইকুম সকলকে। শুধুমাত্র একটি প্রশ্ন ব্যাস ! ” সরকার ও নাকি এদের সাথে পারে না “। এটা কি কোন সুস্থ্য মানুষের কথা? সরি কস্ট দেবার জন্য।

আরো বিস্তারিত ভাবে লেখলে ভাল হইত।আর আপনিতো বলেনইনাই আপনি কি ফাদে পরেছেন অন্যরা বুঝবে কিভাবে।
তবে সতর্ক করার জন্য ধন্যবাদ।

    Level 0

    সহমত!!!!! সবাই শুধু শর্টকাটে বড়লোক হতে চায় সময় কম তো তাই।

    আতাউর ভাই এর সাথে একমত পোষণ করছি।

বিস্তারিত লিখলে ভালো হত।

কিছুই বুঝতে পারলাম না, কিসের ফাদ, কিভাবে আপনি আটকা পড়েছেন………… বিস্তারিত লিখুন। তাহলে আমরাও সতর্ক হতে পারতাম।

বিনা শ্রমে অর্থ লাভের প্রচেষ্টা প্রতারকদের একটি ফাঁদ……………

    বিনা শ্রমে অর্থ লাভের প্রচেষ্টা প্রতারকদের একটি ফাঁদ……………১০০% সত্য কথা। বাট এখানে যে যেরকম শ্রম দিচ্ছে, সে সেই পরিমাণ টাকা রোজগার করছে। এখানে যথেষ্ঠ শ্রম দিতে হয় টাকা রোজগারের জন্য। যাইহোক ভাই আমি শ্রম দিচ্ছি না টাকা ইভেষ্ট করেছি অনেক………….আমি পাচ্ছিও তাদের নিওমানুযায়ী। দোয়া করেন ভাই যেন হালারা পালিয়ে না যায়।।।।।।

আমিও প্রথমে এই কোপ্মানির কথা শুনে পুরা ভূয়া মনে হইছিল। এখন তো দেখতাছি 100000000000000000% পিওর ভূয়া।

    সাইফুল ইসরাম ভাই! মার-টার খাইছেন নাকি যে একেবারে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০% ভূয়া বললেন?

unipay2u একটি ফাটকাবাজি ব্যবসা।এরা বলে যে আপনার টাকা দিয়ে Gold stock করবে এবং নির্দিষ্ট সময় পর আপনাকে তার লভ্যাংশ দেবে।কিন্তু এরা আপনাকে যে পরিমান লাভ দেখাবে হয় তা মিথ্যা নয়ত হারাম রুজি।অর্থনীতির উপর সাধারণ একটু ধারনা থাকলেই আপনি বুঝবেন যে এভাবে লভ্যাংশ দেয়া কোন traditional বা MLM system এ সম্ভব না।

এরা আপনার টাকা দিয়ে আফ্রিকা থেকে গোল্ড তুলে আন্তর্জাতিকভাবে ব্যাবসা করে,আফ্রিকা সরকারের সাথে এদের কন্টাক করা আছে, বিশ্বের অনেক দেশেই এরা ব্যাবসা করছে, প্রমান ছাড়া এই ধরনের গাজাখুরি কথা বিশ্বাস করা আসলেই কঠিন।
এতে আপনার যে লেনদেন থাকবে, তার পুরো ব্যাপারটাই ঘটে ইন্টারনেটে সুতরাং কার উপর বিশ্বাস করে আপনি টাকা ইনভেস্ট করবেন?, আর এ থেকে ইনকাম করা হারাম তো বটেই।এরা আপনার টাকা দিয়ে গোল্ড কিনে নাকি মাদক দ্রব্যের ব্যাবসা করে তাই বা আপনি জানছেন কিভাবে? আর এরা নাকি সরকারের সাথে মামলায় জিতেছে, আসল কথা হলো সরকারের টাকা পেলেই তো হলো, আর কোনো কিছুর দরকার আছে নাকি।

Level 0

আমাকে ও এই ফাদে আটকাতে চেয়েছিল , কিন্তু পারে নাই, কারন আমি ওয়েব এর সম্পরকে একটু জানি, মালশিয়ার কাম্পানির ওয়েব সাইট এ কখন ও হিন্দি গান থাকবে না। এটা আমার সন্দেহ হয়েছে।

Level 0

এরকম Tune এর কি মানে হল? কোনো বর্ণনা নেই, কিছুই নেই…।। টিউনার এর থেকে কমেন্টর এর কাছে বিবরন বেশি !!!! আজব!!!!!!
Unipay এর অনেক Fan/Follower আছে, এরকম একটা টিউন এর ভরসা করে কারো সাথে তর্ক করতে গেলে তো লজ্জায় ই পরতে হবে।।

Anybody can detail about this?

কি লিখলেন?

Level 0

আপনার সমস্যা খুলে লিখুন ভাই।

    সহমত, আপনি কি সমস্রায় পড়েছেন সেটাই বলুন না আগে। 🙁

Level 0

I don’t understand what kinds of trap you have fallen? can u pls clear it?by the by thanks for alert us.

স্পষ্ট বুঝা গেল না। তবে কোম্পানীটার নাম মনে রাখলাম এবং এদের থেকে দূরে থাকার চেষ্টা করবো। ধন্যবাদ।

বিস্তারিত জানতে http://www.somewhereinblog.net/blog/studyuk/29113617 দেখুন।

২/৩ দিন পূর্বে প্রিয় কামরান বলল ভাই- আমার দুলা্ভাই http://WWW.UNIPAY2U.COM এর ফাঁদে নিপতিত কি করি ? অামি তৎক্ষনাত http://www.whois.com , database খুঁজে দেখলাম কিন্তু কোন তথ্য পেলাম না শেষে গুগলের সাহায্য জানলাম এটি প্রসান্ত মহাসাগরের একটি দেশে রেজিট্রেশন করা আইপি যার মেয়াদ ২০১১ সালে শেষ হবে। আমাদের দেশে নীউওয়ে বর্তমানে পলাতক, ডেসটিনি জেকে বসেছে ইত্যাদির মত UNIPAY2U.COM একটি ভুয়া কম্পানি, ব্যাপারটি চিন্তা করুন নোয়াখালীতে বসে আপনি অাফ্রিকার সোনা কিনছেন নেটের মাধ্যমে । এরা আপনার টাকা দিয়ে আফ্রিকা থেকে গোল্ড তুলে আন্তর্জাতিকভাবে ব্যাবসা করে,আফ্রিকা সরকারের সাথে এদের কন্টাক করা আছে, বিশ্বের অনেক দেশেই এরা ব্যাবসা করছে, প্রমান ছাড়া এই ধরনের গাজাখুরি কথা বিশ্বাস করা আসলেই কঠিন।
এতে আপনার যে লেনদেন থাকবে, তার পুরো ব্যাপারটাই ঘটে ইন্টারনেটে সুতরাং কার উপর বিশ্বাস করে আপনি টাকা ইনভেস্ট করবেন? সুতরাং নিজে সাবধান থাকুন আপনার পাশের মানুষকে সাবধান করে দিন।

;

বাংলার চামচ…ভাল ভাল ভাল

Level 0

এখনো জানি না প্রতারক কিনা তবে আমি ২৫ হাজার টাকা পেয়েছি।

    আমি প্রতি মাসে ১,৮৮,৫৬২.০০ টাকা পাচ্ছি।

arey tuner nije e to bolcea ai tune uni samu theke copy paste korcea , nije maybe likhe nai . so nije e jekhene jane uni ampnader ans dibe kivabe ? r tuner k bolci vhi amra kew kew samu r member ojoths samu r post copy kore diyen na . R aita tech blog technology cara others topic keno aikhane den ? aro to open blog ase oikhane dile e to paren :S

ভাই আমার এক বন্ধু তো এই ফাদে পরতে চাচ্ছে কিন্তু ভাই তারে দেখানোর মত তো যথেষ্ট প্রমান পাইলাম না।
খুব তারা তারি আরও বিস্তারিত লেখেন।

Level 0

আমি ইউনি পে টু ইউ করতেছি গত ৮ মাস ধরে…… আমার প্রায় ৫ লাখ টাকা আছে…….। প্রতিমাসে ই টাকা ব্যাক পাচ্ছি। এখন ও আমি ইউনি পে টু ইউ এর কোন খারাপ দিক দেখি নাই। কাজ করে ও মুটামুটি ভালো টাকা পাচ্ছি…………..।

ভাই আপনার পোষ্টের শুরুতে ফাদে আটকে গেছেন লিখলেন আসলে unipay2u আপনাকে কি খতি করেছে আপনি তা বলেননি যাই হোক আপনার এই লেখার অনেক টাই বহুত আগে পরেছি, আর আপনার কোম্পানী সম্পর্কে আপনার আরো জানা উচিত ছিল ।কারন unipay2u টাকা মেরে চলে গেছে সে রেকর্ড নাই। ভবিষ্যতে যাবে সে আশায় হয়ত লিখলেন। একটা কম্পানী সম্পর্কে এই রকম বাজে লেখা উচিত না।দেখুন? আমার সার এতে ৬ মাস যাবত ব্যাবসা করছে তিনির মুল টাকা হাতে পেয়েছে, আমিও ২ মাস যাবত করতেছি ২টা পেমেন্ট পাইছি।
তাই ব লে এ কোম্পানী সম্পর্কে বাজে লেখার দিন অনেক আগে শেষ হয়ে গেছে।আপনাকে,,,- – – –

Baishab……..eha 100 % false( vua) company….

Oder toler biral onek onek deshe beriye pore ce ….

Baki sudu bangladesh roye gese grash korar baki ……..

For more detils http://www.yahoo.answer.com.

E giye (can I invest in unipay2u )etc

aktu search korle buzte parben
Koto dane koto chal marte ce ora ……

…….so shomoy takte e kandari hushiyar ……….

ভাই আপনা ডোনোবাট ইসমাইল হোসসাইন ্০১৮১৫৫০৫৩১৪ কল কোরুন

Vai baper ta bujlam na apni ki rokom fad a porachen, ar company ki rokom frod
Oct 4 tarik ar paper ta valo kora porben, Ar apner source samu ta ki bujlam na ?