পেওনিয়ারের চার্জ কমানোর আহ্বান জানান (বেসিস) এর সভাপতি শামীম আহসান ……….

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনলাইনে অর্থ লেনদেনে উত্সাহী করতে সব ধরনের সেবা খরচ কমানোর জন্য আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা পেওনিয়ারের প্রতি আহ্বান জানিয়েছে বেসিস। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এশিয়ার সঙ্গে পেওনিয়ারের সেবা সংযোজনের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান এই আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী, পেওনিয়ারের প্রধান নির্বাহী স্কট এইচ গ্যালিট, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসানুল্লাহ প্রমুখ ।

hh

২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান।

শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাঁদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে অনলাইনে অর্থ লেনদেনে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন, সে জন্য পেওনিয়ারের বিভিন্ন সার্ভিস চার্জ কমানো প্রয়োজন।
অনুষ্ঠানে সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান বেসিস সভাপতি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি নীতিমালা তৈরি করার জন্যও আহ্বান জানান তিনি।

আমার একটা ছোট ব্লগ আছে । আশা করি সবাই একবার ঘুরে আসবেন , আমার ব্লগ এ ।

আর আমার Blog এ post করার দাওয়াত থাকলো ।


একই সাথে Techolopo.com এ প্রকাশীত ।

Source : prothom alo

Level 0

আমি ইসতিয়াক আহমেদ নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমরা অনেক দিন থেকে দেখে আসছি যে সবাই পাইনিয়ারের চার্জ নিয়ে আলোচনা করছে কিন্তু ওডেস্ক যে 10% চার্জ নিচ্ছে সে দিকে একটু নজর দেওয়া দরকার।10% আমাদের জন্য অনেক ব্যয় বহুল আমি আশা করছি এই বিষয়টা সবাই আলোচনা করবেন।

Level 0

Payoneer অন্য সব দেশে যে চার্জ কাটে আমাদের এখানেও তাই (নামমাত্র কিছু দেশ বাতিত), তবে চার্জ টা একটু বেশি কমালে ভাল হয়, না কমালেও কোন সমস্যা আছে বলে আমার মনে হয় না।
সেই Paypal তো গত ৫-৬ বছর ধরে আমাদের দেশে আসছে শুনে আসছি, আগামী ৫-৬ বছরে আসবে কিনা সন্দেহ আছে।
৩-৪ বছর আগে একবার কারা কারা জানি একবার উদ্যোগ নিছিল তারপর আর কাজের কাজ কিছুই হয়নি।
পারলে এই Paypal নিয়া কিছু করার চেষ্টা করেন, ১০০০% Guarantee Remittance বাড়বেই।

    @hmmm: ভালো বলেছেন ভাই ।

    Level 0

    @hmmm: অনেক ভাল লাগল। hmmm ভাইকে অনেক ধন্যবাদ। কথাটা সবার কাছে শেয়ার করলে আরও ভাল।

    সেই Paypal তো গত ৫-৬ বছর ধরে আমাদের দেশে আসছে শুনে আসছি, আগামী ৫-৬ বছরে আসবে কিনা সন্দেহ আছে।
    ৩-৪ বছর আগে একবার কারা কারা জানি একবার উদ্যোগ নিছিল তারপর আর কাজের কাজ কিছুই হয়নি।
    পারলে এই Paypal নিয়া কিছু করার চেষ্টা করেন, ১০০০% Guarantee Remittance বাড়বেই।

    hmmm আপনার সাথে ১০০০% একমত।

Level 0

অনেক ভাল লাগল। hmmm ভাইকে অনেক ধন্যবাদ। কথাটা সবার কাছে শেয়ার করলে আরও ভাল।

সেই Paypal তো গত ৫-৬ বছর ধরে আমাদের দেশে আসছে শুনে আসছি, আগামী ৫-৬ বছরে আসবে কিনা সন্দেহ আছে।
৩-৪ বছর আগে একবার কারা কারা জানি একবার উদ্যোগ নিছিল তারপর আর কাজের কাজ কিছুই হয়নি।
পারলে এই Paypal নিয়া কিছু করার চেষ্টা করেন, ১০০০% Guarantee Remittance বাড়বেই।

hmmm আপনার সাথে ১০০০% একমত।

Level 0

ভাই সবাই চেষ্টা করেন ওডেক্স এর এই্ বিষয়টা শেয়ার করার জন্য।