অনুষ্ঠিত হলো উবুন্টু হার্ডি হ্যারনের রিলিজ পার্টি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

'উবুন্টু' একটি আফ্রিকান শব্দ যার অর্থ "সবার জন্য মানবতা"। সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে উবুন্টুপ্রেমীদের মিলনমেলা বসেছিলো ১৭ মে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর হলরুমে।

তথ্য প্রযুক্তি শুধু তরুণদের জন্য নয়। সকল বয়সেই তথ্য প্রযুক্তির আশ্রয় নেয়া যায়, এটি সম্ভব। জীবনকে গতিশীল করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে তথ্যপ্রযুক্তির বিকল্প নাই। অনুষ্ঠানে উপস্থিত সকল বয়সের উপস্থিতি সেটিই স্মরণ করিয়ে দেয়। আগত উপস্থিতিদের মাঝে ছিলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ট্রিপার্ট, সামহোয়্যারইন এবং অন্যান্য সফটওয়্যার ফার্ম থেকে স্বনামধন্য প্রোগ্রামাররা এবং কিছু এনজিওকর্মী। এ পার্টির উদ্দেশ্য ছিলো মূলত উবুন্টু লিনাক্সের নুতন ভার্সন "হার্ডি হ্যারন (৮.০৪)"কে সবার মাঝে পরিচিত করানো। উল্লেখ্য যে, ক্যানোনিক্যাল লিমিটেড গত ২৪ এপ্রিল উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনের অষ্টম সংস্করন রিলিজ করে। এর পূর্বের রিলিজটি ছিলো উবুন্টু গাটসি গিবন (৭.১০)।

উবুন্টু লিনাক্সের অন্যতম ভলান্টিয়ার রাসেল জন এর উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায়। তিনি লিনাক্স এবং উবুন্টু কি এই বিষয়ে ব্যাখা দেন। হার্ডি হ্যারনের লক্ষ্যনীয় বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন একুশে খ্যাত এবং বাংলা কম্পিউটিং এর অগ্রদূত অমি আজাদ। প্রশ্নোত্তর পর্বে সকলের উবুন্টু বিষয়ক অনেক আগ্রহী প্রশ্নের উত্তর দেন বাংলাদেশে পিএইচপি'র গোরাপত্তনকারী হাসিন হায়দার। তিনি নিজেও উবুন্টু লিনাক্স ব্যবহার করেন। প্রশ্নোত্তর পর্বটি ছিল অত্যন্ত প্রাণবন্ত।

লিনাক্স ব্যবহারকারী দিন দিন বাড়ছে। এর মাঝে 'উবুন্টু' বাংলাদেশে সবথেকে জনপ্রিয়। ওপেন সোর্স উবুন্টু সবার মাঝে কিভাবে ছড়িয়ে দেয়া যায় এবং সমস্যায় পড়লে ব্যবহারকারীরা কোথায় সমাধান পেতে পারেন সে সম্পর্কে সবাই আলোচনা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওয়ার্কশপ করার প্রস্তাব আসে। সাইবারক্যাফেগুলোকে ভাইরাসমুক্ত রাখার জন্য তাদের মাঝে উবুন্টু সরবরাহ এবং উৎসাহী করার জোর তাগিদ আসে সবার আলোচনায়। উল্লেখ্য বাংলাদেশে উবুন্টু প্রেমীদের এটিই প্রথম একত্রে মিলিত হওয়া। এর পূর্বে সকলে ভার্চুয়াল জগতে একে অপরের সাথে অনেক আলোচনা করেছেন। কিন্ত সামনা-সামনি মিলিত হলেন এই প্রথম। এবং আগামীতে নিয়মিত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। উবুন্টু'কে  জানার জন্য সকলকে উবুন্ট-বাংলাদেশের সাইটে যাওয়ার জন্য বলা হয়েছে। কোন ধরনের প্রশ্ন থাকলে উবুন্টু ব্যবহারকারীদের মেইলিং লিষ্টে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন।

সাইটের ঠিকানা: http://www.ubuntu-bd.org
মেইলিং লিষ্ট: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

সবশেষে উবুন্টু হার্ডি হ্যারন এর সিডি বিনামূল্যে সবার মাঝে বিতরণ করা হয়।

সৈয়দ জিয়াউল হাবীব (রুবন)
[email protected]

Level 0

আমি রুবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশে কর্মরত। ওয়েব প্রোগামার। সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর একজন ভলান্টিয়ার প্রোগ্রামার। আইবিসিএস-প্রাইম্যাক্সে পার্টটাইম লেকচারার হিসেবে আছি। সেখানে পিএইচপি-মাইসিকিউএল কোর্স এ যুক্ত আছি। ফটোগ্রাফি করে থাকি। যায়যায়দিন পত্রিকায় টেকনোলজি পাতার নিয়মিত লেখক। ফটোশেয়ারে ছবি কন্ট্রিবিউট করি। দুর্নীতিমুক্ত সুন্দর, উজ্জ্বল একটি বাংলাদেশের স্বপ্ন দেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অফস! মিস করলাম। কেউ একজন তো জাইবেন।

পার্টির প্রশ্নোত্তর পর্বটি আকর্ষনীয় ছিল। আচ্ছা রুবন ভাইয়া এক বৃদ্ধ ভদ্রলোক যে অনেকগুলো প্রশ্ন করেছিলেন তিনি কি একজন সাংবাদিক?

নাহ, উনি একজন শিক্ষক, ওনার নামে আব্দুর রহিম। উনিও কিন্তু বেশ ভাল উবুন্তু ফ্যান।

আরে হাসিন ভাই, আপনি টেকটিউনস এ…….অনেক ভালো লাগলো ভাইয়া!

Level 0

অফস! মিস করলাম।