‘ফিউচার ইজ হিয়ার’ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আšøর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’।
আজ সকাল থেকেই মেলা প্রাঙ্গন তরুণ প্রজেক্টের প্রতিনিধিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মেলার প্রবেশ ইচ্ছুক দর্শনার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। তথ্যপ্রযুক্তি ভিত্তিক কোনো আয়োজনে এমন দর্শক আগ্রহ কমই লক্ষ্যণীয়।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাগরিক সেবা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রা উপস্থাপনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ শীর্ষক এ আয়োজনে রয়েছে চারটি পৃথক মেলা। এর মধ্যে রয়েছে বেসিস সফট এক্সপো, ই-গভর্নেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো এবং ই-কমার্স এক্সপো। পাশপাশি ই-কমার্স জোন, বিপিও ফোরাম, ডেভেলপারস ফোরাম, আইটি ক্যারিয়ার কনফারেন্স এবং আউটসোর্সিং ফোরামের মতো নানা উদ্ভাবনী উদ্যোগের পসরা নিয়ে হাজির থাকছে তরুণ প্রযুক্তিবিদরা।
ডিজিটাল বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানগুলো কতটুক এগিয়েছে তার প্রতিচ্ছবি জানা যাবে মেলার ই-গভর্নেন্স এক্সপোতে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সেবা প্রদর্শন করছে এই এক্সপোতে। মেলায় আগত তরুণ মফিজুল ইসলাম দেখছিলেন বাংলাদেশ পুলিশের স্টল। অনলাইনে জিডি করাসহ অনলাইনে পুলিশের বিভিন্ন সেবা প্রদানের বিষয়টি জেনে খানিকটা অবাক তিনি। তার মতো অনেকই অনলাইনে সরকারি দফতরের সেবা প্রাপ্টিøর কথা মেলায় উপস্থিত হয়ে জানতে পারছেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সায়েম ইউসুফ বলেন, মেলার মাধ্যমে সহজে দর্শনার্থীদের অনলাইন ভিত্তিক সরকারি সেবার বিষয়ে জানানো যাচ্ছে। এতে করে মানুষ আরও অগ্রহী হয়ে উঠছে। মজিলা ফাউন্ডেশন জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা নিয়েও নানা জিজ্ঞাসার উত্তর দিচ্ছে মেলায়।
ফাউন্ডেশনের সদস্য আশিকুর রহমান বলেন, ফায়ার ফক্স ব্রাউজার ছাড়াও মোবাইল এপিল্গকেশন, ওয়েব ডিজাইন সম্পর্কে তথ্য দিচ্ছেন তারা। ই-কমার্স এক্সপোতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সেবা তুলে ধরতে করেছে নানা আয়োজন। সম্মেলন কেন্দ্রের দ্বিতীয় তলায় শহীদ আবদুস সালাম জোনে চলছে বেসিস সফট এক্সপো। এখানে বেসিস সদস্যভুক্ত কোম্পানিগুলো তাদের তৈরি সফটওয়ার প্রদর্শন করছে। মেলায় রিভ সি¯েদ্বমের ¯দ্বল থেকে প্রতষ্ঠানটির সিনিয়র সেলস ম্যানেজার তোহিদ রহমান চৌধুরী বলেন, তাদের তৈরি অধিকাংশ সফটওয়্যরই বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। দেশেও তাদের সফটওয়্যার জনপ্রিয়। মেলায় আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশরাফুল ইসলাম তিনি বলেন,
দেশীয় প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার বিদেশে চাহিদা বাড়ছে এটি জেনে তিনি গর্ববোধ করেন। নিশ্চয় তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ একদিন অন্যতম শীর্ষ দেশ হিসেবে নিজের পরিচয় বিশ^ দরবারে তুলে ধরবে এমন প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। সফটওয়্যার ডেভেলপার প্রতিষ্ঠান লিড সফট মেলায় তাদের পণ্য প্রদর্শনের পাশাপাশি নিজেদের প্রতিষ্ঠানের জন্য দক্ষ কর্মী খুঁজছে। প্রতিষ্ঠানটির
অ্যাকাউন্ট ম্যনেজার চৌধুরী মহিবুল হাসান বলেন, এবার আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে সল্যুশন নিয়ে এসেছি। অনেকেই আগ্রহী, আশা করছি ভালো ফিডব্যাক পাবো।
মেলা সম্পর্কে বেসিস সভাপতি শামীম আহসান জানান, প্রথম দুই দিনে মেলায় তরুণ প্রজেক্টের প্রতিনিধিদের যে ঢল নেমেছে তা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আশা করছি আগামী দুই দিনেও এই ধারা অব্যাহত থাকবে।
মেলায় আজ নানা আয়োজনের মধ্যে ছিল তিনটি কনফারেন্স। এর মধ্যে সকালে প্রধানমšস্লীল আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতে অনুষ্ঠিত হয় মিনি¯েদ্বরিয়াল কনফারেন্স। এতে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের মšস্লীরা অংশ নেন। এছাড়া ছিল ছয়টি সেমিনার এবং চারটি টেকনিক্যাল সেশন।
মেলায় আগামীকাল তৃতীয় দিনে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সাতটি সেমিনার, চারটি কারিগরি সেশন এবং তিনটি সেমিনার। এর মধ্যে বিকেল ৫.৩০ মিনিটে রয়েছে চিফ এক্সিকিউটিভদের নিয়ে সিএক্সও নাইট।
ইন্টারনেটে সরাসরি সম্প্রচার
মেলায় অনুষ্ঠিত সেমিনার, কর্মশালা এবং কারিগরি সেশন ছাড়াও মেলার বিভিন্ন আয়োজন সরাসরি ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ এর অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এর অফিসিয়াল ফেসবুক পেজে www.facebook.com/DigitalWorldBangladesh মেলার সব ধরনের আপডেট পাওয়া যাবে। ইউটিউবেও পাওয়া যাবে এসব আয়োজনের ভিডিও লিংক। ওয়েব ঠিকানা :www.digitalworld.org.bd
আরও যা থাকছে
প্রদর্শনীতে অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে এক্সপেরিয়েন্স জোন। এখান থেকে গুগল বাস, ই-ব্রেইল ছাড়াও ভবিষ্যৎ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা নেওয়া যাবে। থাকছে সেলফি বুথ ও বিনামহৃল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা, এলইডি স্ক্রিনে মেলার উল্লেখযোগ্য আয়োজন সরাসরি সম্প্রচার ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মেলার সর্বশেষ তথ্য জানার সুবিধা।
মেলায় তিন ¯ত্রের নিরাপত্তা
উৎসবে আগত দর্শনার্থী এবং অংশগ্রহণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে তিন ¯ত্রের সিকিউরিটি ব্যবস্থা।
মহৃল আয়োজক
যৌথভাবে বর্ণাঢ্য আয়োজন করছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মšস্লণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
আয়োজন সহযোগী
সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগের এই তথ্যপ্রযুক্তির মিলনমেলায় সহযোগী হিসেবে রয়েছে আয়োজন সহযোগী হিসেবে রয়েছে প্রধানমšস্লীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
পার্টনার
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), টাই বাংলাদেশ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডব্লিউআইটি), সিটিও ফোরাম এবং বাংলাদেশ আইসিটি জার্নালি¯দ্ব ফোরাম (বিআইজেএফ)
আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেখানে বহির্বিশ্বে কম্পিটার পার্টসে ৫ বছর
বিক্রিয়োত্তর সেবা দেয়া হয় সেখানে
আমাদেরকে ৩ বছর এর জায়গাতে এখন এক বছর বিক্রিয়োত্তর সেবা দেয়া হচ্ছে।।
হায়রে ডিজিটাল সরকার!!!