Indian Visa Appointmate Date নিয়ে আমার কচকচানি।

টিউন বিভাগ খবর
প্রকাশিত
মহসিন Pure Donkey. তাই আমাকে সিরিয়াসলি নিবেন না :p

হা হা হা হা হা হা !!!!

 Indian Visa Appointmate Date নিয়ে আমার কচকচানি এটা শুনেই আপনারা চলে এসেছেন। আর ভাবছেন এই পাগলটা আবার কি নতুন কথা নিয়ে হাজির হচ্ছে? আরে ভাই আপনারা আমার থেকে অনেক বেশী জানেন এবং বোঝেন তা বুঝি, তবুও কষ্ট করে আমার লেখাটা পরছেন বলে অসংখ্য ধুইন্না :p


    আসেন শুরু করি ছোট্ট একটা লাইন দিয়ে। 

পাড়াপরশি কয় সার্ভার হ্যাক হইছে।

গুরু জনেরা কয় সার্ভার জ্যাম হইছে। 

আর আমি বলি ইন্ডিয়ান গভমেন্ট আমাদের নিয়ে খেলা খেলতেছে।


           ভাই একটা প্রশ্ন করি? বলেন তো ইন্ডিয়া আমাদের দেশের ক্রিকেট টিম কে নিয়ে কি ধরনের টিটকারী করেছিলো? এইতো সেদিন ওদের বি এস এফ আমাদের বোন ফেলানী কে হত্যা করে কাঁটা তাঁরের উপর ফেলে রেখেছিলো। কথায় কথায় আমাদের সুন্দর এই বাংলাদেশটাকে নিয়ে কত বিশ্রী ভাবে বিদ্রুপ করে তা আমরা জানি। উদাহরন দিতে গেলে এমন অনেক উদাহরন আমরা সবাই দিতে পারবো। সেই ইন্ডিয়া ওদের দেশে যাওয়ার জন্য অনলাইনে যে আবেদন করতে হয় তার সাইট চেঞ্জ করে ফেলল। শুধু আমাদের জন্য ওরা আলাদা একটা ডোমেইন নিয়ে নিল (?) শুধু বাংলাদেশ এর জন্য?  ওরে আমার দরদ রে :/


    এ ভাই কখনও এই প্রশ্ন মনে হইছে যে যারা আমাদের দেশের সব কিছুতে খুত ধরে সেই তারা কেন আমাদের দেশের জন্য আলাদা একটা সাইট বানালো? যদি প্রশ্ন টা মাথায় এসে থাকে তবে নিশ্চয়ই জানেন কেন? আর যদি না এসে থাকে তবে শোনেন এই কচকচানির কাছ থেকে। ভাই ওদের আগের যে সাইট ছিলো সেই সাইট থেকে আমরা বাংলাদেশী সহ সব দেশের নাগরিকরা আবেদন এবং Appointmate Date নিতে পারতাম। যখন আমাদের বাংলাদেশীরা মানে দালালরা (আমি) এটা কে ব্যবসায়ী পর্যায়ে নিয়ে গেলাম তখন অনন্য দেশের নাগরিকরা সাইট ব্যস্ত পেত। ব্যস আর যাবি কই ধরল ইন্ডিয়ান এম্বাসীকে। বলল তোদের সার্ভার বিজি কেন জবাব দে? অরা বল দাড়াও ঠিক করে দিচ্ছি। ব্যস অমনি শুধু বাংলাদেশীদের জন্য আলাদা ডোমেইন কিনে সাইটটা কে আলাদা করে দিল । 

                                          অ বন্ধু তুমি শুনতে কি পাও সব দোষ আমার ।

 নারে ভাই সব দোষ আমার না। এই সাইটটা আলাদা হওয়াতে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসীতে কর্মরত কিছু অসাধু লোকের পকেটে টাকা যাওয়ার সুন্দর পথ বের হয়ে গেলো। কেমনে? বলছি রে দাদা। উলালালা উলালালা তুহি মেরী বাংলাদেশী

  ভাই ধরেন একদিনে মোট ডেট ছাড়ে বিভিন্ন সুত্রমতে ৩০০০ টি। আমরা কাজ করি মতান্তরে ৫০০০০/৬০০০০ মানুষ। আপনাদের কি ধারনা এই মানুষ গুলোর মধ্য থেকেই ৩০০০ ডেট পরিপুর্ন হয়ে যায়? আরে ভাই থামেন। আপনে ভুল জানেন। যদি তাই হত তবে ফেসবুকের মত এতো বড় প্লাটফর্মে যে গ্রুপ গুলা তাতে সবাই ডেট না পাওয়ার বেদনা নিয়ে হাহাকার করত না। আমি যতদুর জানি ইন্ডিয়ান এম্বাসী থেকে প্রতিদিন ঢাকা মিশনের জন্য ৫০০/৭০০ ডেট ওরা রিজার্ভ করে রাখে। কেন? বোঝেন না এটাই তো ওদের ব্যবসা। প্রতি ডেট নিয়ে দেবার জন্য অরা যদি একজনের কাছে থেকে ১০০০/- টাকা করেও নেয় তবে প্রতিদিন ওদের ইনকাম কত হয়? ঠিক ধরেছেন ৫ লাখ থেকে ৭ লাখ টাকা। 


   প্রশ্ন ------- আপনি এই সুত্র কোথা থেকে পেয়েছেন?

   উত্তর ------ আপনি নিজেই চিন্তা করে দেখেন। কি ভেবে পাইলেন কিছু?


   প্রশ্ন ------- ভাই তাহলে ইউটিউব এ যে একটা ভিডিও দেখলাম, হ্যাকার কি সফটওয়্যার দিয়ে হ্যাক করে নাকি দিনে ১০০ ডেট নিয়ে নিচ্ছে?

   উত্তর ------ এ ভাই থামেন তো। কই আছেন আপনি? ধরেন আপনার বাড়ীতে প্রতিদিন চুরি হচ্ছে আর আপনি তার কোন ব্যবস্থা না নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সম্ভব ভাই? হ্যা সম্ভব যদি সেই চোর আপনি চেনেন এবং সেই চোর ২ টা চুরি করলে আপনারও অখান থেকে ফায়দা হবে। বুঝেছেন? ইন্ডিয়া এত বড় একটা দেশ। ওদের সাইট হ্যাক হচ্ছে এবং  ওরা চুপচাপ তা দেখতেছে??? না না না না না না না এ হতে পারে না (ভারতীয় বাংলা সিরিয়াল দেখার ফল) :p


   প্রশ্ন ------ আরে মিয়া আপনে এতো জানেন আর এইটা জানেন না যে অনেকেই তো ডেট পাচ্ছে?

   উত্তর ----- জানি তো। তারা অনেক এক্সপার্ট। আমার মত কিছু না জেনেই এই লাইনে চলে আসে নাই। দীর্ঘ দিবস ও রজনী এটার পিছনে সময় দিয়া তারপর তারা গুরু হইছে। পেন্নাম লইবেন গো গুরু মহাশয় রা 🙂 (নো মোর সিরিয়াল)

   ভাই আরো অনেক ছোট খাট বিষয় বাদ পরে  গেছে আপনার কমেন্টস কইরেন। আমি যোগ করে দেব নাম সহ।

           

              আর এখানেই শেষ নয়..................... 

লেখাটি পুর্বে  Software hat এ প্রকাশিত

                    

Level 0

আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

শুধু মানুষ হতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে ভাই এই ফালতু কাজ এর অবস্থা দেখে হাসতে হাসতে পেট ফেটে যায় ।
Any way tnx

সত্যি কথা বলার জন্য ধন্যবাদ

আপনার লেখা পুরো পরলাম,

যেটা বাদ পরেছে সেটা বলি, হ্যা ভিসার জন্য যে সাইটা তারা আমাদের জন্য বানিয়েছে, তা প্রায় সময়ই সার্ভার ডাউন থাকে। এটার দায় সম্পুণরুপে হোস্টিং প্রভাইডারের। তাহলে কেন এত সমস্যা। একটা কথা যানেন কিনা জানিনা সারা বিশ্বের মধ্যে তিনটি দেশ হোস্টিং সেবাদানকারী দেশগুলির মধে অন্যতম: ইউএসএ, ইউকে, ইন্ডিয়া। আপনি যেকোন সাইট থেকে যদি আপনার সাইটের হোস্টিং ক্রয় করেন তাহলে দেখবেন সেখানে ইউএসএ হোস্টিংএর থেকে ইন্ডিয়ার হোস্টিংএর মূল্য বেশী কেন জিনিস ভাল তাই তার দামটা একটু বেশী এও জেনে আশ্চর্য হবেন যে, বতমার্ন সারা বিশ্বে হোস্ট বিজনেসের দিক দিয়ে ইন্ডিয়া দ্বিতীয় স্থানে।

> আর সেই ইন্ডিয়ার একটা সরকারী গুরুত্তপূর্ণ সাইট সামান্য একটা ভিসার সাইটের তারা ব্যান্ডউইড দিতে পারে না এটা অবিশ্যাষ। বাংলাদেশের মত 10 টা দেশে যদি একযোগে একটা সাইট চালাই তার পরেও তাদের পুরোপুরি ভাবে ব্রান্ডউইড দেওয়ার ক্ষমতা আছে।

> মুলত এখানে দালালী চক্র কাজ করছে। এভাবে সমস্যা থাকাতে তাদের লাভ হচ্ছে বিধায় তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না।

ছোট্ট একটা প্রমান: বর্তমান সারা বিশ্বের ডোমেইন হোস্টিং বিজনেসের দিকদিয়ে প্রথম স্থানে আছে (https://in.godaddy.com) আর সেই গোআড্ডে তাদের ইন্ডিয়াতে কোম্পানীর শাখা আরে তারে ইন্ডিয়ার কাছ থেকে হোস্ট এবং ব্রান্ডউইড ক্রয় করে। আর সেই ইন্ডিয়া সামান্য একটা সাইট চালাতে হিমসিম খায়।

    @আব্দুল্লাহ আল বাকী: সাইট চালাতে হিমশিম খাচ্ছে এটা বলা ঠিক হবে না। তারা আসলে তাদের ফায়দার জন্য সাইটটিকে এমন করে রেখেছে। এবং মিডিয়ার কাছে বলতেছে আমরা এর আশু সমাধান করব। আরে ভাই সে সমাধান টা কবে করবি তোরা?

Level 0

আমি প্রায় 6 মাস থেকে কাজ করি, এখন প্রতিদিন 1-2 করে ডেট পাই।

……………………….

আমি রাত 2টা থেকে কাজ Start করি।

তাই নাকি রায়হান ভাই!! রাত ২টা থেকে স্টার্ট করেন। তাইলে গুরু একখান পায়া গেলাম। ভাই আমারে দুই একটা ট্রিক দেন। দেখি…

Level 3

ভাই খুবই ভাল লাগলো আপনার পোস্টটা পড়ে। ভাই আপনি বলেনতো বাংলাদেশের কোন গভমেন্ট সাইটটা ভাই ভাল ভাবে সার্ভস দেয়? আর এবার আসেন ভিসার ডেটের কথায়। আমি গত কয়েক মাস লাম্বার স্পাইনের সমস্যায় ভুগছি। ইন্ডিয়ায় যাওয়া আমার জন্য খুবই জরুরী। গত কয়েকদিন ধরে এই টোকেনের চক্কর কাটছি। অবশেষে বহু গরুদের তেল মের আমার টোকেন টা বের করেছি। ৩০০০ টাকা নিছে আমার কাছ থেকে। এখন দেখছি আরো যন্ত্রনা, ভিসার জন্য আমার অনেক ইনফোর দরকার হবে। ব্যাংক স্টেটমেন্ট, চাকুরির প্রত্যয়ন পত্র, হাবিযাবি অনেক কিছু। ভাবছি এই ডেট আনার টিউটোরিয়াল নিয়ে একটা টিউন করব। ভাই বহুত চোরাচালান কারীরা প্রতিদিন ইন্ডিয়াতে যাচ্ছে প্রতিদিন, মাদকচক্র এর মধ্যে অন্যতম। তাদের কেউকিছু বলে না, অন্যদিকে যে লিগাল ভাবে যেতে চায় তারা যেতে পারছে না।

ভাল লাগল

200/2500 taka dila dhaker apportionment and 100 dila raz or CTG apport daoya hoba email [email protected]

@Raihan: ভাই শুধু ঘুম কেন লস করছেন এখন ৬ টা বাজে ও টেম্প সাজাতে পারেন