মহসিন Pure Donkey. তাই আমাকে সিরিয়াসলি নিবেন না :p |
হা হা হা হা হা হা !!!!
Indian Visa Appointmate Date নিয়ে আমার কচকচানি এটা শুনেই আপনারা চলে এসেছেন। আর ভাবছেন এই পাগলটা আবার কি নতুন কথা নিয়ে হাজির হচ্ছে? আরে ভাই আপনারা আমার থেকে অনেক বেশী জানেন এবং বোঝেন তা বুঝি, তবুও কষ্ট করে আমার লেখাটা পরছেন বলে অসংখ্য ধুইন্না :p
আসেন শুরু করি ছোট্ট একটা লাইন দিয়ে।
পাড়াপরশি কয় সার্ভার হ্যাক হইছে।
গুরু জনেরা কয় সার্ভার জ্যাম হইছে।
আর আমি বলি ইন্ডিয়ান গভমেন্ট আমাদের নিয়ে খেলা খেলতেছে।
ভাই একটা প্রশ্ন করি? বলেন তো ইন্ডিয়া আমাদের দেশের ক্রিকেট টিম কে নিয়ে কি ধরনের টিটকারী করেছিলো? এইতো সেদিন ওদের বি এস এফ আমাদের বোন ফেলানী কে হত্যা করে কাঁটা তাঁরের উপর ফেলে রেখেছিলো। কথায় কথায় আমাদের সুন্দর এই বাংলাদেশটাকে নিয়ে কত বিশ্রী ভাবে বিদ্রুপ করে তা আমরা জানি। উদাহরন দিতে গেলে এমন অনেক উদাহরন আমরা সবাই দিতে পারবো। সেই ইন্ডিয়া ওদের দেশে যাওয়ার জন্য অনলাইনে যে আবেদন করতে হয় তার সাইট চেঞ্জ করে ফেলল। শুধু আমাদের জন্য ওরা আলাদা একটা ডোমেইন নিয়ে নিল (?) শুধু বাংলাদেশ এর জন্য? ওরে আমার দরদ রে :/
এ ভাই কখনও এই প্রশ্ন মনে হইছে যে যারা আমাদের দেশের সব কিছুতে খুত ধরে সেই তারা কেন আমাদের দেশের জন্য আলাদা একটা সাইট বানালো? যদি প্রশ্ন টা মাথায় এসে থাকে তবে নিশ্চয়ই জানেন কেন? আর যদি না এসে থাকে তবে শোনেন এই কচকচানির কাছ থেকে। ভাই ওদের আগের যে সাইট ছিলো সেই সাইট থেকে আমরা বাংলাদেশী সহ সব দেশের নাগরিকরা আবেদন এবং Appointmate Date নিতে পারতাম। যখন আমাদের বাংলাদেশীরা মানে দালালরা (আমি) এটা কে ব্যবসায়ী পর্যায়ে নিয়ে গেলাম তখন অনন্য দেশের নাগরিকরা সাইট ব্যস্ত পেত। ব্যস আর যাবি কই ধরল ইন্ডিয়ান এম্বাসীকে। বলল তোদের সার্ভার বিজি কেন জবাব দে? অরা বল দাড়াও ঠিক করে দিচ্ছি। ব্যস অমনি শুধু বাংলাদেশীদের জন্য আলাদা ডোমেইন কিনে সাইটটা কে আলাদা করে দিল ।
অ বন্ধু তুমি শুনতে কি পাও সব দোষ আমার ।
নারে ভাই সব দোষ আমার না। এই সাইটটা আলাদা হওয়াতে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসীতে কর্মরত কিছু অসাধু লোকের পকেটে টাকা যাওয়ার সুন্দর পথ বের হয়ে গেলো। কেমনে? বলছি রে দাদা। উলালালা উলালালা তুহি মেরী বাংলাদেশী।
ভাই ধরেন একদিনে মোট ডেট ছাড়ে বিভিন্ন সুত্রমতে ৩০০০ টি। আমরা কাজ করি মতান্তরে ৫০০০০/৬০০০০ মানুষ। আপনাদের কি ধারনা এই মানুষ গুলোর মধ্য থেকেই ৩০০০ ডেট পরিপুর্ন হয়ে যায়? আরে ভাই থামেন। আপনে ভুল জানেন। যদি তাই হত তবে ফেসবুকের মত এতো বড় প্লাটফর্মে যে গ্রুপ গুলা তাতে সবাই ডেট না পাওয়ার বেদনা নিয়ে হাহাকার করত না। আমি যতদুর জানি ইন্ডিয়ান এম্বাসী থেকে প্রতিদিন ঢাকা মিশনের জন্য ৫০০/৭০০ ডেট ওরা রিজার্ভ করে রাখে। কেন? বোঝেন না এটাই তো ওদের ব্যবসা। প্রতি ডেট নিয়ে দেবার জন্য অরা যদি একজনের কাছে থেকে ১০০০/- টাকা করেও নেয় তবে প্রতিদিন ওদের ইনকাম কত হয়? ঠিক ধরেছেন ৫ লাখ থেকে ৭ লাখ টাকা।
প্রশ্ন ------- আপনি এই সুত্র কোথা থেকে পেয়েছেন?
উত্তর ------ আপনি নিজেই চিন্তা করে দেখেন। কি ভেবে পাইলেন কিছু?
প্রশ্ন ------- ভাই তাহলে ইউটিউব এ যে একটা ভিডিও দেখলাম, হ্যাকার কি সফটওয়্যার দিয়ে হ্যাক করে নাকি দিনে ১০০ ডেট নিয়ে নিচ্ছে?
উত্তর ------ এ ভাই থামেন তো। কই আছেন আপনি? ধরেন আপনার বাড়ীতে প্রতিদিন চুরি হচ্ছে আর আপনি তার কোন ব্যবস্থা না নিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। সম্ভব ভাই? হ্যা সম্ভব যদি সেই চোর আপনি চেনেন এবং সেই চোর ২ টা চুরি করলে আপনারও অখান থেকে ফায়দা হবে। বুঝেছেন? ইন্ডিয়া এত বড় একটা দেশ। ওদের সাইট হ্যাক হচ্ছে এবং ওরা চুপচাপ তা দেখতেছে??? না না না না না না না এ হতে পারে না (ভারতীয় বাংলা সিরিয়াল দেখার ফল) :p
প্রশ্ন ------ আরে মিয়া আপনে এতো জানেন আর এইটা জানেন না যে অনেকেই তো ডেট পাচ্ছে?
উত্তর ----- জানি তো। তারা অনেক এক্সপার্ট। আমার মত কিছু না জেনেই এই লাইনে চলে আসে নাই। দীর্ঘ দিবস ও রজনী এটার পিছনে সময় দিয়া তারপর তারা গুরু হইছে। পেন্নাম লইবেন গো গুরু মহাশয় রা 🙂 (নো মোর সিরিয়াল)
ভাই আরো অনেক ছোট খাট বিষয় বাদ পরে গেছে আপনার কমেন্টস কইরেন। আমি যোগ করে দেব নাম সহ।
আর এখানেই শেষ নয়.....................
লেখাটি পুর্বে Software hat এ প্রকাশিত
আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
শুধু মানুষ হতে চাই।
আরে ভাই এই ফালতু কাজ এর অবস্থা দেখে হাসতে হাসতে পেট ফেটে যায় ।
Any way tnx