কম্পিউটার ব্যবহার করা যাবে এবার টিভিতেও!(টিভি হয়ে যাবে কম্পিউটার)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাইকে আমার সালাম।

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

প্রযুক্তি ক্রমেই মানুষের হাতের মুঠোয় চলে আসছে।

এতোদিন কম্পিউটারে টিভি দেখা যেতো কিন্তু এবার টিভিতেও কম্পিউটার ব্যবহার করা যাবে!

ইন্টেল বাজারে নিয়ে আসছে এমনই একটি ‘ইন্টেল কম্পিউট স্টিক’।

এটির মাধ্যমে টিভিকে খুব সহজেই কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

ইন্টেল কম্পিউট স্টিকটি, এটি আসলে একটি বিশেষ ধরনের ডংগল।

একটি টিভিকে কম্পিউটারে পরিণত করতে ইন্টেলের এই ডংগলে রয়েছে ‘বিল্ট-ইন অপারেটিং সিস্টেম’।

আরও রয়েছে অ্যাটম প্রসেসর ও ওয়্যারলেস কানেক্টিভিটি।

উইন্ডোজ ৮.১ ও লিনাক্স- এই দুই ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে এই ডংগলটিতে।

এতে ২ জিবি র‌্যাম ও উইন্ডোজ ৮.১ ভারসনটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ।

অপরদিকে লিনাক্স ভারসনটিতে থাকছে ৮ জিবি স্টোরেজ ও ১ জিবি র‌্যাম।

আবার অতিরিক্ত মেমোরির জন্য ইন্টেল কম্পিউট স্টিকটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে।

এই ওয়্যারলেস কানেক্টিভিটির সাহায্যে ডিভাইসটিকে খুব সহজেই কানেক্ট করা যাবে টিভির সঙ্গে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, এই ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে:
ডিসপ্লে: এইচডিএমআই (মেল কানেক্টর)
ওয়াই- ফাই: আইইইই ৮০২.১১বি/জি/এন
ব্লুটুথ: ৪.০ HD uART (সিঙেল ওয়াই-ফাই/ ব্লুটুথ কম্বো চিপ)
ইউএসবি: ২.০ কাট টাইপ এ বাই ১
পাওয়ার ইনপুট: মাইক্রো ইউএসবি ২.০ বি কানেক্টর ইত্যাদি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সম্প্রতি অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শো’তে ‘ইন্টেল কম্পিউট স্টিক’ প্রদর্শন করে ইন্টেল।

সহজলভ্য দামে এই পণ্যটি আগামী মার্চ মাসে বাজারে আসছে বলে জানানো হয়েছে।

যেকোনা প্রয়োজনে আমাকে ফেসবুক এ পাবেন।

আমার ফেসবুক আইডি

ভালো থাকবেন।

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Thanks