শ্রেষ্ঠ ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বেসিসের শুভেচ্ছা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

লন্ডন থেকে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের দ্য ব্যাংকার ম্যাগাজিন কর্তৃক এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২০১৫ সালের শ্রেষ্ঠ ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ে এ শুভেচ্ছা জানান বেসিসের সভাপতি শামীম আহসান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ, বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর, বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল ও বেসিসের সাবেক মহাসচিব শোয়েব আহমেদ মাসুদ।

এসময় বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তি নির্ভর কোম্পানির জন্য এসএমই লোনের গাইডলাইন তৈরি, বাংলাদেশে পেপাল আসা, এনবিআর এর ডিজিটালাইজেশন, সফটওয়্যার আমদানি রফতানিতে প্রতিবন্ধকতা দূরীকরণ, সফটওয়্যার কোম্পানির দেশের বাইরের টাকা পাঠানোর পরিমান বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দ্রুত এসব সমস্যা দূরীকরণের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশনা দেন।

Level 0

আমি বেসিস BASIS। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস