সুখবর! সুখবর! সুখবর! আনুষ্ঠানিকভাবে চালু হল পেমেন্ট গেটওয়ে পেওনিয়ার –

টিউন বিভাগ খবর
প্রকাশিত
Payoneer

দেশে পরীক্ষামূলক কয়েক মাস চালু করার পর এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পেমেন্ট গেটওয়ে পেওনিয়ার। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাণী হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পেওনিয়ারের সিইও স্কট এইচ গ্যালিট, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী ও বেসিসের সভাপতি শামীম আহসান।

ঘরে বসে অর্জিত বৈদেশিক আয়ের টাকা সহজেই হাতে পেতে দেশে চালু হয়েছে নতুন পেমেন্ট গেটওয়ে সিস্টেম পেওনিয়ার। অনলাইন পেমেন্ট গেটওয়ে পেইজার সেবা চালুর দশ মাসের মাথায় মুক্ত পেশাজীবীদের জন্য চালু হল অনলাইনে বৈদেশিক মুদ্রা লেনদেনের নতুন এ সেবা। দ্রুত, সহজ ও তুলনামূলক কম খরচে সেবা দেয়ার প্রতিশ্র“তি নিয়ে ব্যাংক এশিয়ার সঙ্গে এ সেবা চালু করল যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল পেমেন্ট সল্যুশন প্রতিষ্ঠান পেওনিয়ার। বাংলাদেশে ব্যাংকের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী, এ মাধ্যম থেকে একবারে দুই হাজার ডলার পর্যন্ত বৈদেশিক আয় দেশে আনা যাবে। সেবা নিয়ে শামীম আহসান বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে আনেন। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে এ ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন সে জন্য বিভিন্ন সার্ভিস চার্জ কমান দরকার। ২০১৫ সালের এশিয়ার প্যাসিফিক অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংকার নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে অভিনন্দন জানান বেসিস সভাপতি শামীম আহসান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশী ফ্রিল্যান্সাররা প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিভিন্ন মাধ্যমে দেশে পাঠান। পেওনিয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত অর্থ ব্যাংক এশিয়া থেকে সরাসরি উত্তোলন করার সুবিধা পাওয়ায় অনেক ভোগান্তি কমে যাবে। তবে এ ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা যাতে আরও আগ্রহী হন সে জন্য বিভিন্ন সার্ভিস চাজ কমান প্রয়োজন। একই সঙ্গে বেসিস সভাপতি সব ব্যাংককে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা কেনার সময় ন্যূনতম ৪০ শতাংশ দেশীয় সফটওয়্যার ও সেবা কেনার আহ্বান জানান। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে একটি পলিসি করার জন্যও আহ্বান জানান। এর আগে গত ২৯ নভেম্বর ব্যাংক এশিয়ার সহায়তায় পেওনিয়ার বাংলাদেশী ফ্রিল্যান্সারদের সরাসরি নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা দেয়। পেওনিয়ার বিশেষ করে দেশের আউটসোর্সিং কর্মজীবীদের আন্তর্জাতিক অর্থ লেনদেনে এ সুবিধা আনে। ওই ফিচারটি দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্টধারী একজন ফ্রিল্যান্সার যেকোনো ব্যাংকে তার অ্যাকাউন্ট থেকে পৃথিবীর যেকোনো দেশ থেকে পাঠানো টাকা সরাসরি তুলতে পারেন। ২০১২ সাল থেকে দেশে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দিয়ে আসছে ব্যাংক এশিয়া। ওই বছরের মার্চে পেইজা নামে দেশে প্রথম অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা চালু করে ব্যাংকটি।

সূত্রঃ Bangla News Paper

সময় পেলে আমার সাইট ঘুরে আসবেনঃ http://www.FayezIT.com

Level 0

আমি ফয়েজ আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Need >> Paypal

শুভ সুচনা, আশা করি জলদি পাব।

Level 0

onno bank ki support kore?

এতদিন তাইলে কি ছিল? ৩ বছর হল Payoneer ব্যবহার করছি।

    @সোহাগ: সোহাগ ভাই, এটা হচ্ছে আসলে একটা ধান্দা। এমন ভাবে নিউজ দিচ্ছে যেন payoneer আগে আমাদের জন্য এভেইলেভল ছিল না। এটা শুধু বলার জন্য যে আমরা এদেশে পেপল এনেছি। আর ‘বাংলাদেশ ব্যাঙ্কের বেধে দেওয়া নিয়ম অনুযায়ী …… ” এই লাইনটা পড়েছেন? এদের দেখি কারো সুখ সহ্য হয় না।

Level 0

Payoneer card এর জন্য কি এশিয়া ব্যাংক থেকে অ্যাপ্লিকেশন করা যাবে?