গ্রামীণফোন প্রকাশ্যে চুরি করে না!চুরি করে গোপনে গোপনে!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাইকে আমার সালাম।

আশা করি আপনারা সবাই ভালো আছেন!

গ্রামীণফোন কেনো আমাদের সাথে এমন করে বুঝিনা

চোর তো একদিন চুরি করে চলে যায়, আর গ্রামীণফোন তো প্রতিদিন চুরি করছে

আর চুরি করবেই না বা কেন? পাবলিক তো কিছুই বলে না তাই ওরা এত সাহস পায়!

কিছুদিন আগে একটা অফার দিয়েছিলো ১১টাকায় আনলিমিটেড নেট,

ভালোই খারাপ না!

তবে কয়েকদিন পরেই বুঝতে পারলাম ভালো না ছাই!

আমার ২টা সিম এ অ্যাক্টিভ করে রেখেছিলাম এই প্যাকেজ টি

প্রথমে ভালো স্পিড পেলেও

পরে আরো ভালো স্পিড পেয়েছি!

2.00 KB/S

এর থেকে কম স্পিড আর পাইনি এই প্যাকেজ এ!

ওরা বলেছিল যে এই মাস জুড়ে এই প্যাকেজ টি নেওয়া যাবে মাত্র ১১টাকায়!

কিন্তু পরে দেখছে যে অতিরিক্ত মানুষ তাদের বাঁশ দিয়ে যাচ্ছে তাই কৌসলে টেকনিকেল প্রবলেম এর কথা বলে অফ করে দেয়!

ঠিক এই কারণে আমি টিউন লিখতে বসিনি!

চোর যখন বলেছি কারণ তো অবশ্যই আছে!

আমার একটা সিম এ ১৭৩ টাকা ছিলো!

সিম টা অফ করে রেখেছিলাম, ২ দিন পর সিম ওপেন করে ব্যালেন্স চেক করতেই দেখি ১২৯ টাকা!!

আমি আকাশ থেকে পড়লাম টাকা গেলো কৈ?

একবার ভাবলাম কাস্টমার কেয়ার এ ফোন দেই,

পরক্ষনেই মনে হলো এই কাজ টি করে তো টাকা পাওয়া যাবেই না উল্টো আরো টাকা যাবে, দরকার নাই থাক।

এই ভেবে সিম টা অফ করে রাখলাম!

৩দিন পর সিম টা ওপেন করে দেখি আমার সিম এ মাত্র ২২টাকা!

মাথা পুরাই হট হয়ে গেলো!!

দিলাম কাস্টমার কেয়ার এ ফোন!

১১মিনিট অপেক্ষা করার পর একজন বলল শুভ সকাল আমি খান সাহেবের নাতি বলছি!

কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

আমি বললাম কোনো কারণ ছাড়াই আমার ব্যালেন্স থেকে টাকা কাটা হচ্ছে!

প্রথমে ছিলো ১৭৩ টাকা,

পরে দেখি ১২৯টাকা আর এখন দেখি ২২টাকা!

খান সাহেবের নাতি বলল আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার!

সাথেই থাকুন আপনার সমস্যাটি দেখছি, এই বলে ২মিনিট পর এসে বলে

সরি স্যার আমরা এইরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এর কোনো আপডেট আসেনি!

আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হয়নি!

আমি হতভম্ব হয়ে গেলাম!

আর কিছু না বলেই ফোন কেটে দিলাম!

ওদের সাথে তর্কে গিয়ে কোনো লাভ হবে না!

এবার বুঝেন কেনো চোর বলেছি!

আমরা যদি একসাথে জিপি সিম ইউজ করা বন্ধ করে দিতাম তাহলে ওদের একটা শিক্ষা হত!

আমি অফ করে দিয়েছি জিপি!

কানে ও ধরেছি!!

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

use teletalk

    Level 0

    @limon777: হেরা আরো বড় চোর……দিনে দুপুরে চুরি করে….. লাইভ টিভি দেখেন livetv24.us

টেলিটক,আমাদের ফোন।
সব দিক দিয়েই সাশ্রয়ী।
কল রেট ও কম।
নেট খরচ ও কম।।

Level 2

ঠিক টেলিটক

টেলিটক সবথেকে বাজে এক্টা অপারেটর। টেলিটক আমার ফোন এ ব্যাবহার করে ফোন নষ্ট হয়ে গেছে। ১মিনিট এ ইন্টারনেট কানেকশন ২০বার এর বেশি বন্ধ হয়ে চালু হইছে।আর জিপির নাইট আনলিমিটেট প্যাক এ FUP ছিলো এটা আপ্নি মনে হয় দেখেন নি।২জিবি এর পর স্পিড হবে ১২৮kbps তাই সুধু সুধু দোষ দিবেন না।
আর জিপির কিছু অংশের মালিক কিন্তু বাংলাদেশ।।জিপিই বেষ্ট।

    Level 0

    @নাইমুল ইসলাম শুভ: Gp use kore amrai best banaici….to teletalk use kore teletalk re best banai te kono problem hoyar kotha na…gp r network onek jaegate ekhono barirr bhetore thik moto network pawa jae na. r ame dhaka city r kotha bolchi..onno sob to bad e dilam…..location onujae network kom besi hoy..ame nijeow gp user. but gp ekhon ulta poth e hatche….tara nijeder akher gochate ettotai basto je customer der care kora ta tara bhule geche….

      Level 0

      @azsufi: sorry for banglish…..karon ame ubuntu user….

Level 0

আমি ১২ টাকায় আনলিমিটেট প্যাক নিছিলাম রাত ১২ টায় থেকে সকাল ১০ টা কিন্তু আমার সুরু হয় রাত ১;৩০ থেকে সবসময়, কাস্টমার কেয়ার এ ফোন দিলে বলে আপনার ১২;১৭ তে browse হইছে দেকা যাচ্ছে, আজ পর্যন্ত ১২ টা সুরু করতে পারলাম না,এরপর আর ফোন ই দিলাম না ,এই ফোন করতে ১০ টাকা শেশ হয়া গেল,প্রশ্নের উত্ত্ র অপেক্ষা করতে ২-৩মিনিট চলে যায়।দিনে রাতে ফোণ দিলে বলে “আমাদের সকল কাস্টমার কেয়ার অফিসার এখন ব্যস্ত আছে,। এরকম হইলে কেমনে সাথে থাকি? আবার বলে আমদের সাথেই থাকুন, কাছে থাকুন ।এখন মনে করছি শুধু টেলেটক আর কিউবি চালাব

Level New

জিপির যে নেটওয়ার্ক টেলিটক তার ধারে কাছে নাই । আর অফার এর কথা বলতেগেলে , বলতে হয় এত ফাও খওয়ার / বাঁশ দেওয়ার চিন্তা মাথায় থাকলে মাজে মাজে নিজের ও বাঁশ খেতে হয় ।

এটা ঠিক যে গ্রামীণের নেটওয়ার্ক টেলিটক এর চেইয়ে অনেক ভাল কিন্তু গ্রামীণ তো অতো সাশ্রয়ী না আর আমি জিপি বাদ দিয়া এখন বাংলালিঙ্ক লাগাইসি স্পীড + নেটওয়ার্ক দুইতাই ভাল তবে অই দিন আর বেশি দূরে না যখন টেলিটক এর নেটওয়ার্ক ও উন্নত হবে

Level 0

GP Is ফাউল টেলিটকে ৬৯০ টাকায় ২৫ জিবি হা হা হা এত মজা আর কোন কোম্পানি দিবে ভাই। তবে রাত ১২টার অফার দেয়ার পরে ১১ টাকার প্যাকেজ দিয়ে আমি ১১২.৯৯ জিবি নামাইছি যার মোট দাম ৪৯৫৪৬ টাকা মাত্র।

Level 0

সবাই জানে গ্রামিনের চুরির কথা, তাও কেন গ্রামিনের নেট ব্যবহার করতে যান ।
গ্রামিনের চুরি টাই এসব খুচরা প্যাকেজ এ। ওদের লোভনীয়(আসলে টাকা মারার) খুচরা অফার চালু করেই এজন্য।

Level New

ভাই আপনার কথা ঠিক! তবে ২জিবি ব্যবহার করার পর ১২৮ কে বি পি এস হবে, কিন্তু আমি তো ২এম্বি ও ইউজ করিনি! তাহলে 2 KB/S পাই কেনো? @ নাইমুল