সবাইকে আমার সালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন!
গ্রামীণফোন কেনো আমাদের সাথে এমন করে বুঝিনা
চোর তো একদিন চুরি করে চলে যায়, আর গ্রামীণফোন তো প্রতিদিন চুরি করছে
আর চুরি করবেই না বা কেন? পাবলিক তো কিছুই বলে না তাই ওরা এত সাহস পায়!
কিছুদিন আগে একটা অফার দিয়েছিলো ১১টাকায় আনলিমিটেড নেট,
ভালোই খারাপ না!
তবে কয়েকদিন পরেই বুঝতে পারলাম ভালো না ছাই!
আমার ২টা সিম এ অ্যাক্টিভ করে রেখেছিলাম এই প্যাকেজ টি
প্রথমে ভালো স্পিড পেলেও
পরে আরো ভালো স্পিড পেয়েছি!
2.00 KB/S
এর থেকে কম স্পিড আর পাইনি এই প্যাকেজ এ!
ওরা বলেছিল যে এই মাস জুড়ে এই প্যাকেজ টি নেওয়া যাবে মাত্র ১১টাকায়!
কিন্তু পরে দেখছে যে অতিরিক্ত মানুষ তাদের বাঁশ দিয়ে যাচ্ছে তাই কৌসলে টেকনিকেল প্রবলেম এর কথা বলে অফ করে দেয়!
ঠিক এই কারণে আমি টিউন লিখতে বসিনি!
চোর যখন বলেছি কারণ তো অবশ্যই আছে!
আমার একটা সিম এ ১৭৩ টাকা ছিলো!
সিম টা অফ করে রেখেছিলাম, ২ দিন পর সিম ওপেন করে ব্যালেন্স চেক করতেই দেখি ১২৯ টাকা!!
আমি আকাশ থেকে পড়লাম টাকা গেলো কৈ?
একবার ভাবলাম কাস্টমার কেয়ার এ ফোন দেই,
পরক্ষনেই মনে হলো এই কাজ টি করে তো টাকা পাওয়া যাবেই না উল্টো আরো টাকা যাবে, দরকার নাই থাক।
এই ভেবে সিম টা অফ করে রাখলাম!
৩দিন পর সিম টা ওপেন করে দেখি আমার সিম এ মাত্র ২২টাকা!
মাথা পুরাই হট হয়ে গেলো!!
দিলাম কাস্টমার কেয়ার এ ফোন!
১১মিনিট অপেক্ষা করার পর একজন বলল শুভ সকাল আমি খান সাহেবের নাতি বলছি!
কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
আমি বললাম কোনো কারণ ছাড়াই আমার ব্যালেন্স থেকে টাকা কাটা হচ্ছে!
প্রথমে ছিলো ১৭৩ টাকা,
পরে দেখি ১২৯টাকা আর এখন দেখি ২২টাকা!
খান সাহেবের নাতি বলল আমরা আন্তরিকভাবে দুঃখিত স্যার!
সাথেই থাকুন আপনার সমস্যাটি দেখছি, এই বলে ২মিনিট পর এসে বলে
সরি স্যার আমরা এইরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, এর কোনো আপডেট আসেনি!
আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হয়নি!
আমি হতভম্ব হয়ে গেলাম!
আর কিছু না বলেই ফোন কেটে দিলাম!
ওদের সাথে তর্কে গিয়ে কোনো লাভ হবে না!
এবার বুঝেন কেনো চোর বলেছি!
আমরা যদি একসাথে জিপি সিম ইউজ করা বন্ধ করে দিতাম তাহলে ওদের একটা শিক্ষা হত!
আমি অফ করে দিয়েছি জিপি!
কানে ও ধরেছি!!
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
use teletalk