হাতে-নাতে ধরা খেল টেকিচোরা!!! টেকটিউন্সে চাই কপিরাইট আইনের প্রয়োগ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অনেক দুঃখ নিয়েই লিখাটা লিখছি। টেকটিউন্স আজকাল চোরের আড্ডা হয়ে গেছে। আমি গতকাল আমার ব্যক্তিগত বাংলা ব্লগে "জিরো ফেসবুক বিভ্রাট এবং মুক্তির আশ্বাস" নামে একটি আর্টিকেল পোস্ট করি। আর্টিকেলটা আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুক ও টুইটার প্রোফাইলে এবং তিনটি ফেসবুক গ্রুপে পাবলিশ করি। এছাড়াও আমার ব্লগের নিয়মিত পাঠকরা এটি প্রায় ১২১+ বার ফেসবুকে শেয়ার করেন।

আজ ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসমত টেকটিউন্সে ঢুকে দেখি "জিরো ফেসবুক এর নোটিফিকেশন এর ঝামেলা থেকে নিন চিরমুক্তি" নামে একটা টিউনমেন্ট দেখতে পাই। এটা দেখেই মন খুঁতখুঁত করে ওঠে। বিস্তারিত পড়তে যেয়েই আমার চক্ষু-চড়কগাছ। হায় হায় হায়! এতো আমার লেখা আর্টিকেল আমার ব্লগে পাবলিশ করা। অথচ সে এমনভাবে পাব্লিশ করেছে যেন পুরো ক্রেডিট তার।

আমি তার পোস্ট থেকে তার ফেসবুক আইডি সংগ্রহ করে তাকে প্রশ্ন করতেই সে আমায় ব্লক মারে এবং অতিদ্রুত পোস্টের মূল বিষয় ঠিক রেখে শুধু কথা পরিবর্তন করে ফেলে। আপনার চাইলে তার অরিজিনাল পোস্টের স্ক্রীনশট দেখতে পারেন এখান থেকে

শুধু আমারটাই নয়, ইদানীং টেকটিউন্সে কপি-পেস্ট পোস্টের সংখ্যা আকাশ ছোঁয়া। অনেক ক্ষেত্রে তাদের ধরা যাচ্ছে, অনেক সময় যাচ্ছে। আসলে- সব কথার শেষ কথা হল টেকটিউন্সে চাই কপিরাইট আইনের প্রয়োগ। কিন্তু আমদের ডাকে ঘুমন্ত টেকটিউন্সের ঘুম ভাঙবে?

Level 0

আমি মাকসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই! আমি মাটিন , বর্তমানে ফ্রীল্যান্স সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করছি। আমি লিনাক্স ভালবাসি এবং মুক্ত-সফটওয়্যার চেতনায় বিশ্বাস করি। তাছাড়া আমি যখন-তখন প্রোগ্রামিংয়ের অপার সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যাই। সংক্ষেপে, এটাই হল আমার জীবন বৃত্তান্ত। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় টিটি এ্যাডমিন বা মডারেটর যারা আছেন তারা ঠিকমত পোষ্টগুলো যাচাই বাছাই করেন না।মাঝে মাঝে একটু দেখা উচিত।আমার পোষ্ট ও টাইটেল সেঞ্জ করে হালকা এডিটিং করে পোষ্ট করছে এই টিটিতে। তাদের এই রকম পোষ্টগুলো রিমোভ করা উচিত

Level 2

এরকম মেধা চোর অনেক আছে ভাই। আমাদের সচেতন হওয়া দরকার।

কয়েকদদিন আগে আমার করা একটা টিউন আমি 4-5 টি ব্লগে কপি হতে দেখে খুব অবাক হই। এটা দুঃখজনক।
আসুন কিছু সার্কিট তৈরী করি…. ইলেকট্রনিক্স প্রেমিকদের জন্য
লিখে গুগলে সার্চ দিলে চোরদের পেয়ে যাবেন।